FEROZ ALOM

FEROZ ALOM লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

ভাই প্লিজ, নতুন কাউকে আবার জাতীয় বীর বানাইয়েন না? অন্তত এয়ারক্রাফটের ফ্লাইট রেকর্ডার উদ্ধার হবার আগ পর্যন্ত। আপনার গাড়ি...
25/07/2025

ভাই প্লিজ, নতুন কাউকে আবার জাতীয় বীর বানাইয়েন না? অন্তত এয়ারক্রাফটের ফ্লাইট রেকর্ডার উদ্ধার হবার আগ পর্যন্ত। আপনার গাড়ির ব্রেক আপনার কাছে। চাইলে ফুটপাতের মানুষ ও মা/ড়তে পারেন আবার রাস্তার নীচে গড়াই দিয়ে সবাইকে বাঁচাতে পাড়েন। ৪৫০ কিলোমিটার পার ঘণ্টা গতি থাকলেই একটা F7 এয়ারক্রাফট গ্লাইড করতে পারে, যদি ইঞ্জিন ফেইল করে। একটা মানুষের মাথায় কি পরিমাণ গু থাকলে কোন কিছু প্রমাণের আগেই সবাইকে জাতীয় বীর বানায়। আমিও চাই পাইলট সাহেব'কে জাতীয় বীর ভাবতে, শুধু কিছু প্রশ্নের উত্তর পাচ্ছিনা তাই ব্যক্তিগত ভাবে কাউকে জাতীয় বীর বলতে পারছিনাঃ

একটা পোষ্টে দেখলাম কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার কথা বলার পড়েও পাইলট ইজেক্ট না করে উল্টা ম্যাক স্পীডে এয়ার বেজের দিকে ছুটতে থাকে। এয়ারক্রাফট কন্ট্রোলে নাই জানা সত্ত্বেও ম্যাক স্পীড তোলার দরকার কি ছিল। আর এয়ারক্রাফট কাজ না করলে ম্যাক স্পীড ক্যামনে উঠে। বলে রাখা ভালো যে ১ ম্যাক = ১২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ এয়ারক্রাফট'টি প্রতি ঘণ্টা'য় ১১০০/১২০০ কিলোমিটার গতিতে চলছিলো।

অনেকেই দেখলাম পোস্ট করতাছেন পাইলট চাইলেই ইজেক্ট করে নিজের জীবন বাঁচাইতে পারতো কিন্তু করেনাই। ভাই শোনেন, ইজেক্ট মানে বোঝেন? এমন পরিস্থিতিতে ইজেক্ট করলে 20G সমান গতিতে পাইলটকে ছুড়ে মারা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণের চেয়ে ২০ গুণ বেশি এই তীব্র বল মেরুদণ্ডকে সংকুচিত করে এবং মেরুদণ্ডের ফাটল, ঘাড়ের আ/ঘাত বা নরম টিস্যুতে আঘাতের মতো গু'রুতর আ/ঘাতের কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে ইজেক্ট এর পর পাইলটের হাড্ডি পর্যন্ত ভেঙ্গে যায় উচ্চ গতির কারণে। যদিও আমার ধারনা পাইলট ইজেক্ট এর চেষ্টা করেছিলো, যদি তা না করতো তাইলে তার বডি পাওয়ার কোন সম্ভাবনা থাকতো না।

আমার কেন জানি মনে হয়, পারবেনা জেনেও পাইলট চাইছে এয়ারক্রাফট'কে তার এয়ারবেজে নিয়ে যাইতে। যেহেতু এটা তার জীবনের প্রথম সোলো ফ্লাইট ছিল এবং এখানে ফেইল মারলে উনার পদোন্নতির জন্য আরও ওয়েট করা লাগতো। আবার ইজেক্ট করলে যদি হাড় হাড্ডি ভাঙ্গে তাইলেও ক্যারিয়ার শেষ। আমার এগুলা বলার কারণ হল স্কুল থেকে মাত্র ১০০ মিটার দূরে বিরুলিয়া নদী, ৫০০ মিটারের মধ্যে আশুলিয়ার নদী, ৮০০/১০০০ মিটার দূরে তুরাগ নদী। ১০০০/১২০০ মিটারের মধ্যে ইজতেমা ময়দান যা সারা বছর ফাঁকা থাকে। এতো কিছু থাকার পড়েও দিয়াবারির মতো জনবহুল জায়গায় কেন পড়া লাগবে।

F7 মডেলের যে যু/দ্ধ বিমানটি স্কুলের উপর পড়ছে সেটার ফুয়েল কেপাসিটি প্রায় ২৩৩০ কেজি এবং ব্যাকআপ ফুয়েল ট্যাঙ্ক কেপাসিটি ১৩০০ কেজি। হাফ ম্যাক গতিতে যদি এয়ারক্রাফট'টি ১৮০০/২০০০ কেজি ফুয়েল নিয়ে কোন বিল্ডিং এর ওপর পড়ে তাহলে ২,০০০° পর্যন্ত তাপ উৎপন্ন হতে পারে। বিমানবাহিনী কি এটা জানতোনা। জানলে জনবহুল এলাকায় জীবনের প্রথম একা ফ্লাই করার জন্য একজনকে ছেড়ে দেয়া কতোটা যুক্তিযুক্ত। যদিও এই ধরনের প্রশিক্ষণের সময় পাইলটকে একা বিমান চালাতে দেয়া হয় ব্যাট সেটার জন্য আড়াই কোটি মানুষের ছোট্ট শহর ঢাকা কেই কেন চুজ করা লাগবে।

💡আমি চাই এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। Flight Recorder (Black Box) খুঁজে পাওয়া যায়নাই - এটা শূনতে চাইনা। প্রকাশ করা হোক এয়ারক্রাফটের পূর্ণ GPS logs এবং ATC টাওয়ার কমিউনিকেশন। যাতে আমাদের মতো সাধারণ মানুষের মনে বিমান বাহিনীর গর্বিত সদস্যদের পেশাদারিত্ব নিয়ে কোন সন্দেহ না থাকে।

15/07/2025

অভিভাবকহীন আঠারগাছিয়া ইউনিয়ন এমন উন্নয়নের আধুনিক যুগে এসেও উন্নয়নের স্পর্শ পায়নি যে ইউনিয়নটি।

08/07/2025

গাছের আম পারতে গিয়ে ব্যাঙ ধরলাম চিন্তা করতাছি এটা দিশে কাচ্চি নাকি রোস্ট করলে ভাল হবে?? মতামত চাই। তবে ব্যাঙ নাকি শরীরের জন্য অনেক উপকারী??

05/07/2025

অনেক কষ্ট করে চারজন মানুষ মিলে একটি সান্ডা ধরতে সক্ষম হয়েছি চিন্তা করছি সৌদি কফিলের ছেলেদের কাছে পাঠিয়ে দিবো। আপনারা কি বলেন??? আর যদি আপনাদের কারো লাগে বলতে পারেন। ゚

02/07/2025

আমাদের গ্রামের বাড়িতে কাঠালের বাগান থেকে একটি বিশাল দানব আকৃতির একটি কাঠাল পারলাম। ゚

29/05/2025

আজকে খেলাম গরুর পায়া দিয়ে নেহারি ও পরোটা। সেই স্বাদ। আলহামদুলিল্লাহ ゚

26/05/2025

গরুর মাথার চামড়া খেতে ইচ্ছে হলো তাই আজকে নিয়ে আসলাম। ゚

23/05/2025

Assalamu Alaikum, hey guys, today I will eat khichuri with duck meat.

আসসালামু আলাইকুম
হায় গাইস
আজকে খাবো হাঁসের মাংস দিয়ে খিচুড়ি।
লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকুন। ゚

16/05/2025

আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের বৃষ্টি ゚ #দিবসের

যেই মেয়েটাকে হিরো বানাইলেন, ঘটনা হোলো এইটা-তদন্তের পর জানা গেছে সে মাদকাসক্ত ও লেসবিয়ান(সমকামী) এবং সে তার মহিলা পার্টনা...
10/05/2025

যেই মেয়েটাকে হিরো বানাইলেন,
ঘটনা হোলো এইটা-
তদন্তের পর জানা গেছে সে মাদকাসক্ত ও লেসবিয়ান(সমকামী) এবং সে তার মহিলা পার্টনার কে নিয়ে ফ্ল্যাটে অনৈতিক কাজ করতো। তার বাবা তাকে এসব কাজে বাঁধা দিলে, ধ*র্ষণের মিথ্যা নাটক সাজিয়ে তাকে হ*ত্যা করে। 😢
"সমকামীতা মানসিক ব্যধি ছাড়া কিছুই না"😔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when FEROZ ALOM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share