Top News 24 BD

Top News 24 BD দেশকে ভালোবাসুন, আমাদের সাথে থাকুন।

আমরা যদি এমন একটি পেইজ খুঁজি যেখানে সর্বশেষ নিউজ আপডেটের সাহায্য আলচিতো খবরটি সবার আগে পাওয়া যায়, তবে খুঁজতে অনেক কষ্ট হবে। তাই আপনাদের জন্যই আমাদের এই পেইজটি তৈরী করা যেখানে সর্বশেষ খবর ও বিনোদন পাওয়া যাবে। তাই আমাদের পেইজটি লাইক করে সবসময় আমাদের সাথে থাকুন।।

25/08/2024

হাসনাত আবদুল্লাহকে ছাড়িয়ে আনতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে

জরুরি এই নাম্বারগুলো সেইভ করে রাখুন আপনার মোবাইল ফোনে, বন্যা দুর্গত এলাকার মানুষের প্রয়োজনে কাজে আসতে পারে। সূত্রঃ Prot...
24/08/2024

জরুরি এই নাম্বারগুলো সেইভ করে রাখুন আপনার মোবাইল ফোনে, বন্যা দুর্গত এলাকার মানুষের প্রয়োজনে কাজে আসতে পারে।

সূত্রঃ Prothom Alo (gpworld.co/emergency-numbers)

যেভাবে ধরা পড়লেন মানিক সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দনা। এখানে সবাই একে অপরকে চেনে। গত দু'দিন ধরে এলাকাবা...
24/08/2024

যেভাবে ধরা পড়লেন মানিক

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দনা। এখানে সবাই একে অপরকে চেনে। গত দু'দিন ধরে এলাকাবাসী একজন অপরিচিত ব্যক্তিকে ঝোপঝাড়ের মধ্যে ঘুরতে দেখছিলেন। একজন স্থানীয় শিক্ষকের সন্দেহ হয়। তিনি ওই ব্যক্তির পরিচয় জানতে চান। প্রথমে কোনো উত্তর না দিলেও পরে ওই ব্যক্তি জানান, তার নাম লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।

'পদ্মা নদীর মাঝি' উপন্যাস তার লেখা কি না জানতে চাইলে ওই ব্যক্তি অস্বীকার করে বলেন, "যেমন টুনটুনি তেমন ছোটাচ্চু" বইটি তার লেখা। শিক্ষক তখন তাকে চ্যালেঞ্জ করে বলেন, "যেমন টুনটুনি তেমন ছোটাচ্চু" বইটি ড. জাফর ইকবালের লেখা এবং নিদ্রাজনিত কারণে জাফর ইকবাল স্যার বর্তমানে গর্তে অবস্থান করছেন।

এই কথা শুনে মানিক প্রচণ্ড রেগে যান এবং শিক্ষককে "তুই একটা রাজাকার" বলে গালাগালি করতে থাকেন। শিক্ষক এর প্রতিবাদ করলে তিনি আরও আক্রমণাত্মক হয়ে বলেন, "তোর বাপ রাজাকার, দাদা রাজাকার, শ্বশুর রাজাকার।"

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং কেউ কেউ এই ব্যক্তিকে সাবেক বিচারপতি মানিক হিসেবে চিহ্নিত করেন। পরিস্থিতি আঁচ করে তিনি ভারতের দিকে দৌড় দিলে বিজিবি তাকে আটক করে। বিজিবি নিশ্চিত করেছে, তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন এবং তাকে জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোর্স: DSLR (Don't Spread Lie & Rumours)
😪🥱

তানভীর অপু নামে এক প্রবাসী এএসএম মারুফ কবির নামের এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে...
22/08/2024

তানভীর অপু নামে এক প্রবাসী এএসএম মারুফ কবির নামের এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঢাকা: তানভীর অপু নামে এক প্রবাসী এএসএম মারুফ কবির নামের এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে থানায় অভিযোগ দ.....

22/08/2024

বনানী থানা এলাকার বাসিন্দা মারুফ কবির তার জিডিতে বলেন, গত ৭ আগস্ট ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তানভীর অপু তাকে প্রাণনাশের হুমকি দেন।

#তানভীরঅপু

দেশকে ভালোবাসুন, আমাদের সাথে থাকুন।

ফেনীতে চারদিকে শুধু পানি আর পানি, খালি হচ্ছে বাড়ির পর বাড়ি  #ফেনী  #বন্যা  #পানি
22/08/2024

ফেনীতে চারদিকে শুধু পানি আর পানি, খালি হচ্ছে বাড়ির পর বাড়ি

#ফেনী #বন্যা #পানি

কুমিল্লায় তলিয়ে গেল আরেকটি বাঁধ।  #বন্যা  #কুমিল্লা  #বাঁধ  #পানি  #ইন্ডিয়া  #ফারাক্কা
22/08/2024

কুমিল্লায় তলিয়ে গেল আরেকটি বাঁধ।

#বন্যা #কুমিল্লা #বাঁধ #পানি #ইন্ডিয়া #ফারাক্কা

21/08/2024

তানভীর অপু নামে এক প্রবাসী দেশে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পাঠানো মেসেজে দেখা যায় চাঁদা না দিলে হুমকি দিচ্ছে তিনি।

বিস্তারিত পড়ুন কমেন্টে 👇

দেশকে ভালোবাসুন, আমাদের সাথে থাকুন।

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা এয়ারপোর্টে আটক। বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে ব...
21/08/2024

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা এয়ারপোর্টে আটক।

বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে বিমানবন্দরে আটকে দেয়া হয়।

তানভীর অপু নামে এক প্রবাসী দেশে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পাঠানো মেসেজে দেখা যা...
21/08/2024

তানভীর অপু নামে এক প্রবাসী দেশে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পাঠানো মেসেজে দেখা যায় চাঁদা না দিলে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে তিনি। যাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে তাদের কাছে হোসেন জিল্লুর রহমানের সাথে নিজের ছবি পাঠাচ্ছে তানভীর।

প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে অভিযোগকারী ব্যক্তিরা সংবাদে তাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করার অনুরোধ জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার যখন দেশ গঠনে ব্যস্ত তখন বর্তমান পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে তানভীর মত ব্যক্তিরা। তাদের ব্যাপারে সমাজের সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত পড়ুন কমেন্টে 👇

তানভীর অপু নামে এক প্রবাসী দেশে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পাঠানো মেসেজে...

ভারতের খ্যাতনামা ইসলামি বক্তা ডা. জাকির নায়েক জানিয়েছেন, ‘বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে।’সোমবার (...
21/08/2024

ভারতের খ্যাতনামা ইসলামি বক্তা ডা. জাকির নায়েক জানিয়েছেন, ‘বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে।’সোমবার (১৯ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।এক দর্শক জাকির নায়েককে প্রশ্ন করেন, ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন?’ জবাবে তিনি জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।

তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে।

সরকার সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সকল কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।এ বিষয়ে প...
21/08/2024

সরকার সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সকল কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান।

সম্প্রতি এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি আলোচনা হয়েছে এবং শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Top News 24 BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share