Chalchor.com - চালচোর ডট কম

Chalchor.com - চালচোর ডট কম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chalchor.com - চালচোর ডট কম, News & Media Website, Athens.

ভন্ডদের মুখোশ উন্মোচনের মিশনে আমরা।
দুর্নীতিবাজদের স্বস্তি নয়, সত্যি কথা মুখের উপরে বলা আমাদের অভ্যাস। সমাজে চালচোর, লুটেরা আর ক্ষমতার দম্ভে বুদ লোকদের মুখোশ টেনে ধরাই আমাদের কাজ।

23/05/2025

জামালপুর সরিষাবাড়ি উপজেলার ২ নং পোগোলদিঘা ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণের সময় প্রত্যেক কার্ডধারীদের কাছ থেকে অ’বৈধভাবে ২০০ করে টাকা নিচ্ছে ৫নং ওয়ার্ড মেম্বার মোবারক।
এ সময় বিএনপি নেতা রিপন (সহ সভাপতি পোগলদিঘা ইউনিয়ন বিএনপি) মাস্টারুল এন্ট্রি করছে আর বলছে,
“৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে সমস্যা কি?”

12/05/2025

"কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগের দোসর গডফাদার শাহাদাত হোসাইনের বিরুদ্ধে লেখালেখি করে ফেব্রুয়ারীতে তার চক্ষুশূল হয়েছিল জুলাই যোদ্ধা Tahmidul Islam

এরপর তাহমিদের বাড়ি দখল করতে আসে শাহাদাত, সেই সাথে তার ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় সে।তখন আমরা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলি।

এনসিপির অনেকেই সেসময় শাহাদাতের ব্যাপারটা নিয়ে দৌড়ঝাপ করে, ন্যাশনাল লেভেল সেলেব্রিটি জুলকারনাইন সায়ের, পিনাকী ভট্টাচার্য পর্যন্ত আলাপ তোলেন। কিন্তু অজ্ঞাত কারনে কিছুই হয় নাই শাহাদাতের। সব মামলায় তার আগাম জামিন হতেই থাকে।

আজকে শাহাদাত হামলা চালিয়েছে তাহমিদের বাবার ওপর। তিনি এখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি।

এই কারণেই তারা নির্বাচনের ছদ্মাবরণে গো’পন করতে চায় তাদের সব অ’পকর্ম।জনগণের চোখকে ধোঁ’কা দিতে এবং নিজেদের অ’ন্যায় কার্য...
29/04/2025

এই কারণেই তারা নির্বাচনের ছদ্মাবরণে গো’পন করতে চায় তাদের সব অ’পকর্ম।
জনগণের চোখকে ধোঁ’কা দিতে এবং নিজেদের অ’ন্যায় কার্যকলাপ আ’ড়াল করতে তারা “নির্বাচন” নামক এই মোড়ক ব্যবহার করতে উদগ্রীব।
যেন গণতন্ত্রের মু’খোশের আ’ড়ালে লুকিয়ে রাখা যায় সব দু’র্নীতি, নিপী’ড়ন ও বৈ’ষম্যে’র গল্প।

ভোলাগঞ্জের সাদা পাথর ও বাঙ্কার এলাকা থেকে পাথর লুটের মূল হোতা হিসেবে অভিযুক্ত হচ্ছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জ...
27/04/2025

ভোলাগঞ্জের সাদা পাথর ও বাঙ্কার এলাকা থেকে পাথর লুটের মূল হোতা হিসেবে অভিযুক্ত হচ্ছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইরান আহমদ চৌধুরী।

তাঁর সহযোগী হিসেবে কাজ করছেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা বাহার আহমদ ও রজন মিয়া। মূলত এদের মাধ্যমেই প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা চাঁদা আদায় করেন এমরান আহমদ এবং এর মাধ্যমে স্থানীয় প্রশাসনকেও ম্যানেজ করে থাকেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মাশুক আহমদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আনেন।

26/04/2025

Coming soon......

25/04/2025

হই হই রই রই,
দেশের চোর গেল কই?

আপনার জানাশোনা কোন চোর থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

25/04/2025

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাউল উদ্ধার।

এর আগে মনোহরগঞ্জ উপজেলাও বিএনপির কিছু তথাকথিত নেতা সরকারি চাউল চুরি করে বিক্রি করে দেয়। প্রশাসন পরে সেগুলো উদ্ধার করেছিল।

তারা দলের নেতা এটি আমাদের দূর্ভাগ্য!

25/04/2025

সরকারের খাস জমিতে যত চোর বাড়ি বানিয়ে আধিপত্য সৃষ্টি করেছে তাদের দিন শেষ।
নিজ দায়িত্বে সরে যান অথবা প্রশাসন এখন হামলা দিবে

25/04/2025

চোর ধরতে গেলেই বাধা দিচ্ছে, আর ধরে ফেললে অনায়াসে খালাস করে নিয়ে আসছে 😞

দুই দলই পুরনো বন্দোবস্তের অংশ — সারোয়ার তুষার

২৪ এপ্রিল নরসিংদীতে জনসংযোগের সময় দেশ টিভির মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

নাম: জুলিয়াসপদবিঃ যুবদল নেতাঠিকানাঃ শৈলকুপা, ঝিনাইদহ, খুলনাকি চুরি করছে: ৫ নং কাঁচেরকোল ইউনিয়ন এর যুবদল নেতা ইউনিয়নের...
25/04/2025

নাম: জুলিয়াস

পদবিঃ যুবদল নেতা
ঠিকানাঃ শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা

কি চুরি করছে: ৫ নং কাঁচেরকোল ইউনিয়ন এর যুবদল নেতা ইউনিয়নের টিসিবির পণ্য চুরি করে এবং সেগুলো বিক্রি করতে গিয়ে ধরা খায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণ শুরু করে দায়িত্বপ্রাপ্ত ডিলার। ওই সময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াস আহমেদ তার লোকজন নিয়ে গিয়ে ১০০টি কার্ডের টিসিবির পণ্য নিয়ে যায়।

বিস্তারিত কমেন্টে দেওয়া আছে 👇

25/04/2025

আমাদের অফিশিয়াল GROUP ও চলে এসেছে। ❤️
সবাই জয়েন হয়ে যান আর পরিচিতদের Invitation দিয়ে দেন। ❤️
চোর আর অপরাধীরা পালাবে কোথায়!?

Address

Athens

Alerts

Be the first to know and let us send you an email when Chalchor.com - চালচোর ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chalchor.com - চালচোর ডট কম:

Share