বাঁশেরকেল্লা - Basherkella

বাঁশেরকেল্লা - Basherkella সত্যের প্রচার, প্রসার আর মিথ্যের বুনিয়াদ উপড়ে ফেলে ন্যায় প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

বাঁশেরকেল্লা ''Basherkella'' -বাংলাদেশের চলমান রাজনৈতিক ঘটনাবলির উপর বিশ্লেষণমূলক সংবাদ ও ভিডিও চিত্র প্রচার করে থাকে । এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী কমুনিটির রাজনৈতিক চিন্তাধারা ও বিচার বিশ্লেষণকেও প্রচারের মাধ্যমে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কয়াজ করে যাচ্ছে ।

07/11/2025

ক‍্যামেরার কারনে খাইতে না পেরে মরে গেলে তাহলে কী হবে তারেকের??

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভারতে পালিয়ে যাওয়...
05/11/2025

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৮ জনের নামে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছি, যে বিচারের কাজ শুরু করবো। আমরা বিচারের কা...
05/11/2025

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছি, যে বিচারের কাজ শুরু করবো। আমরা বিচারের কাজ শুরু করেছি। আপনারা জানেন আগামী সপ্তাহে খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছে তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন। এরই সাথে সাথে অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, ট্রাইব্যুনাল একটিভ আছে। আশা করি যে যারা যারা যেখানে যেখানে আমাদের ছাত্র-জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচারের কার্যক্রম এগিয়ে নিবেন।

বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়নের সরাসরি বিরোধিতা করছে?কারণ তারা দলীয় প্রভাবমুক্ত পিএসসি চায় না। পিএসসি নিয়োগের কমিশনের প...
30/10/2025

বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়নের সরাসরি বিরোধিতা করছে?

কারণ তারা দলীয় প্রভাবমুক্ত পিএসসি চায় না। পিএসসি নিয়োগের কমিশনের প্রস্তাবে বিএনপি ডিসেন্টিং। কেন? কারন, দলীয় প্রভাব যেন থাকে।

অথচ, পিএসসি হওয়া উচির পুরাপুরি মেরিট বেইজড। দলভিত্তিক নিয়োগ না। জুলাই শহীদদের আকাঙ্খা ছিল, দেশের প্রতিটা চাকরির ক্ষেত্রে কোনপ্রকার কোটা/বৈষম্য থাকবেনা, হোক সেটা রাজনৈতিক কোটা অথবা অরাজনৈতিক কোটা।

বিএনপি অতীতে যখন ক্ষমতায় ছিল তখন পিএসসিকে পুরোপুরি দলীয় একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল। তারা দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নষ্ট করে সরাসরি ছাত্রদলের ক্যাডারদের গণহারে নিয়োগ দিত। এখন একই কাজ তারা আবারও করার ধান্ধায় আছে।

30/10/2025

বিএনপি গণভোটে "না" পক্ষ নিয়ে সুইসাইডাল ডিসিশন নিসে।

গণভোট হচ্ছে দেশ ও রাষ্ট্র সংস্কারের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আপনি যদি তা চান তাহলে আপনি "হ্যাঁ" ভোট দিবেন। জনমনে একটা কথা চাউর আছে যে, বিএনপি কোন সংস্কার চায় না, তারা আগের মত রাজনীতি করতে চায়। 'না' পক্ষে যোগ তারা সেই ধারণাকেই আরো এস্টাবলিশ করল।

বিএনপিপন্থী ফাহাম আব্দুস সালাম লিখেছেন যে, গণভোটে 'না' ভোট দিবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। দ্য ইউজুয়াল সাসপেকটস। এখন দেখা যাচ্ছে, তার দল বিএনপিও ঐ গ্রুপে সামিল হচ্ছে। এর ফলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি একই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন সেই পুরনো পার্টিগুলো একজোট হচ্ছে সংস্কার ঠেকানোর জন্য। এই পারসেপশন বিএনপির ব্র্যান্ড ইমেইজের ভয়াবহ ক্ষতি করবে।

বিএনপির একটা ভুল ধারণা হচ্ছে যে, বিএনপি সমর্থকরা বিএনপির কথায় "না" ভোট দিবে। নট নেসেসারিলি। বিএনপির প্রচুর সমর্থক আছে যারা সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও সংস্কার চায়। জরিপে বিএনপি, আওয়ামী লীগ, জাপার সমর্থকদের সব পারসেন্ট যোগ করে যারা সম্ভাব্য "না" ভোটের সরল অংক করে ফেলছেন, গণভোট এভাবে হবে না।
গণভোটে "হ্যাঁ" ভোট যেতার সমূহ সম্ভাবনা আছে। এইটার একটা বিরাট ইম্পলিকেশন আছে।

আরবান মিডল ক্লাস ও এলিট ক্লাসের অভারওয়েলমিং মেজরিটি "হ্যাঁ" ভোট দিবে। সোসাইটিতে এদের যে ইনফ্লুয়েন্স ও ক্লাউট আছে, সেটার সরাসরি প্রভাব অন্যান্য ক্লাসের মানুষের ওপরে পড়ে। কোনটা কুল, কোনটা ভাল, কোনটা ক্ষ্যাত, এই ভ্যালু জাজমেন্টগুলো সোসাইটির এই অংশ থেকে নির্মাণ হয়। সংস্কারের প্রশ্নে তারা জামায়াত ও এনসিপির পক্ষে থাকবে এবং বিএনপির বিপক্ষে জনমত তৈরি করবে।
অলরেডি জরিপে দেখা গেছে, শিক্ষিত শ্রেণীতে বিএনপির গ্রহণযোগ্যতা কমছে আর জামায়াতের বাড়ছে। আর এনসিপির মূল সমর্থক বেইজ আরবান মিডল ক্লাস। গণভোট নিয়ে যে মেরুকরণটা হবে, তাতে এই প্রবণতা আরো বাড়বে। আরবান মিডল ও এলিট ক্লাসের একটা বড় অংশ বিএনপির হাতছাড়া হবে।

এনসিপির ওপরে এখন প্রচন্ড প্রেসার আছে বিএনপির সাথে জোটে না যাওয়ার জন্য। "হ্যাঁ" ভোট জেতার মানে দাঁড়াবে জামায়াত, এনসিপি ও অন্যান্য দলের অলিখিত জোটের বিজয়। এই জোটটাই একসময় নির্বাচনী জোটে পরিণত হতে পারে। কোন পক্ষে জনমত যাচ্ছে সেটা ইলেকশনের আগেই গণভোটের মাধ্যমে ঠিক হয়ে যাচ্ছে।

"হ্যাঁ" পক্ষকে জিতিয়ে দিয়ে জনগণের মনে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে, এই পক্ষ দেশ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং এদেরকে ভোট দিয়ে জেতানো সম্ভব। এই কারণে গণভোটের রেজাল্ট নির্বাচনের রেজাল্টকে সরাসরি প্রভাবিত করবে।
এজন্যই জামায়াত ও এনসিপি গণভোটটা আগে চাচ্ছে। আর বিএনপি এই রিস্ক নিতে চায় না।

জুলাইয়ের পর জামায়াত নিজেদের পজিটিভ ইমেইজ বিল্ড আপ করেছে। এর মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা ও জনসমর্থন বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনগুলো এর ফলাফল দেখা গেছে। এনসিপি এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাইতে পারে নাই।

বিএনপির ভুলের কারণে এইবার এনসিপি একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। তাদের গ্রহণযোগ্যতা ও জনসমর্থন বাড়ানোর। দেশের মানুষ আসলে সংস্কার চায়। দেশ ও রাষ্ট্র সংস্কারই জুলাইয়ের প্রধানতম আকাঙ্খা। এনসিপিকে দেখাইতে হবে যে, বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর এনসিপি সংস্কারের জন্য লড়াই করছে। এই লড়াইকে ম্যাস লেভেলে নিয়ে যাইতে হবে, সারাদেশে সব প্রান্তে ছড়িয়ে দিতে হবে। এনসিপির রাজনীতি দাঁড়িয়ে যাবে।

বিএনপি যে "না" ভোটের পক্ষে যেতে পারে এটা আমার কল্পনাতেও ছিল না। একটা দল কেমনে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে? এই দল শহীদ জিয়ার দল, একটা বাংলাদেশপন্থী অন্যতম প্রধান দল। আশা করি, তারা তাদের অবস্থান পুনর্বিবেচনা করবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তারা বিএনপির রাজনীতিকে ভয়াবহ ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন।

- আহমাদ মোসাফফা

জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলা...
30/10/2025

জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ ৮টি দল রাজনৈতিক দল।

আজ অথবা আগামীকালকের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করুন। নইলে এই সরকার জনগণের কাছে আস্থা হারাবে।-সংবাদ সম্মেলনে জামায়াত
30/10/2025

আজ অথবা আগামীকালকের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করুন। নইলে এই সরকার জনগণের কাছে আস্থা হারাবে।
-সংবাদ সম্মেলনে জামায়াত

30/10/2025

নির্বাচনের দিন গণভোটের আয়োজন করার প্রস্তাবটা মূলত গণভোটকে বিতর্কিত করাই উদ্দেশ্যে। নির্বাচনের দিন মানুষের মূল লক্ষ্য থাকবে নির্বাচনী প্রতিক। সবাই সবার পছন্দের প্রার্থী নিয়ে ব্যস্ত থাকবে। এর বাইরে সেদিন মানুষের মনে কিছু থাকবে না। সুতরাং, গণভোট হতে হবে নির্বাচনের আগেই।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা শুক...
18/10/2025

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।

18/10/2025

জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের ব্যাংকের গভর্নরসহ রাষ্ট্রের ৬টি গুরুত্বপূর্ণ পদে প্রধানমন্ত্রী বা অন্য কারো সুপারিশ ছাড়াই নিয়োগ দিতে পারবেন।

বাকী পদগুলো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।

আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আ...
18/10/2025

আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্রা। (সূরা বাকারাহ, আয়াত ১৪)

18/10/2025

জামায়াত সেক্রেটারির ''পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না' এরকম একটা বক্তব্যের ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডে কোন মিডিয়ার নাম ছিল না। একটা অখ্যাত পোর্টাল অন্য কোন সোর্সে এরকম কোন নিউজ গুগল করে পাওয়া যায় নাই। সেই অখ্যাত পোর্টালের নিউজের ফটোকার্ডের পাশাপাশি প্রথম প্যারায় উল্লেখ করেছে-
''জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না জামায়াতে ইসলামী বলে জানিয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।''

অথচ এই কথাটি ৫ মিনিট ৪১ সেকেন্ডের মূল বক্তব্যের কোথাও নাই।

ভিডিওতে এ বিষয়ে মূল বক্তব্য হল-
''সুনির্দিষ্টভাবে আমি আজকের এ সেমিনারে এ প্রস্তাব উপস্থাপন করতে চাই আগামীকাল জুলাই চার্টার যে সাইনিং সেরমনির আয়োজন করা হয়েছে, দাওয়াত দেয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের যে সমস্ত প্রয়োজনীয় সমস্যা এখনো নিষ্পত্তি হয় নি, তার যে প্রচেষ্টা এখনো অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে তার সমাধানের কোন সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে কোন আপত্তি থাকবে না।''

- সাইফুল সুজন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঁশেরকেল্লা - Basherkella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share