17/08/2025
চাইনিজ বন্ধু টনির সাথে পাহাড় ভ্রমণে গিয়ে খানিকটা বিপদেই পড়েছিলাম। গতবছর গ্রীষ্মের ছুটিতে ওজন বেড়েছিল প্রায় পাঁচ কেজি। এমনিতেই আমার ওভার ওয়েট। তার ওপর বাসায় থেকে থেকে অতিরিক্ত ওজন বাড়িয়েছিলাম। এর মধ্যেই টনির সাথে চিনলিং পর্বতমালার দুর্গম একটি পাহাড়ে ট্রেকিং করে ওঠার পরিকল্পনা করে ফেলেছি! কিন্তু পাহাড়টা এতটা দুর্গম হবে তা ধারণায় ছিল না। চায়না আসার পর যে পাহাড়গুলোতে ভ্রমণের সুযোগ হয়েছে সেগুলো ছিল খানিকটা ফরেস্ট পার্কের মতো। পিচঢালা পথ বেয়ে বেয়ে উপরে ওঠা যেত। কিন্তু এই পাহাড়টা ছিল তার ব্যতিক্রম। চারদিকে ঘন জঙ্গল আর তার ভেতরে আমরা দুজন মানুষ ট্রেকিং করে করে উঠেছি। কিছুদূর ওঠার পর খানিকটা ভয় বাড়ছিল। চারদিকে কোনো মানুষ ছিল না। তার ওপর সাপ-জন্তুর ভয় তো ছিলই। তবে তার চেয়েও বড় ব্যাপার ছিল— আমি ফিজিক্যালি মোটেও ফিট ছিলাম না। যার কারণে শেষমেশ চূড়ায় আর ওঠা হয়নি।
যাইহোক, ভ্রমণে কষ্ট যত বেশি স্মৃতি ততই গাঢ় হয়। এই ভ্রমণটাও তাই। পাহাড়ি নদী, আঁকাবাঁকা পাহাড়ি পথে লং ড্রাইভিং— সবকিছু মিলিয়ে অসাধারণ এক ভ্রমণ ছিল।
নোট: ফিজিক্যালি ফিট না হয়ে কোনোভাবেই পাহাড়ে যাওয়া ঠিক না।