Forkan Alam

Forkan Alam আমি যা দেখি আপনিও তাই দেখেন— কিন্তু আমি যা ভাবি আপনি তা ভাবেন না। Hey! But that's not all! I share my joys, challenges, triumphs, and lessons I learned.

I am Forkan Alam, the page that offers a unique glimpse into the life and thoughts of Forkan, an aspiring traveler and adventurer. Join "Forkan Alam" on an incredible journey as I share my travel experiences, and musings in this captivating virtual museum. Forkan Alam goes beyond geography to offer a deeply personal and introspective look at Forkan's own life. Thanks for Visiting! Sincerely-
Forkan Alam

17/08/2025

চাইনিজ বন্ধু টনির সাথে পাহাড় ভ্রমণে গিয়ে খানিকটা বিপদেই পড়েছিলাম। গতবছর গ্রীষ্মের ছুটিতে ওজন বেড়েছিল প্রায় পাঁচ কেজি। এমনিতেই আমার ওভার ওয়েট। তার ওপর বাসায় থেকে থেকে অতিরিক্ত ওজন বাড়িয়েছিলাম। এর মধ্যেই টনির সাথে চিনলিং পর্বতমালার দুর্গম একটি পাহাড়ে ট্রেকিং করে ওঠার পরিকল্পনা করে ফেলেছি! কিন্তু পাহাড়টা এতটা দুর্গম হবে তা ধারণায় ছিল না। চায়না আসার পর যে পাহাড়গুলোতে ভ্রমণের সুযোগ হয়েছে সেগুলো ছিল খানিকটা ফরেস্ট পার্কের মতো। পিচঢালা পথ বেয়ে বেয়ে উপরে ওঠা যেত। কিন্তু এই পাহাড়টা ছিল তার ব্যতিক্রম। চারদিকে ঘন জঙ্গল আর তার ভেতরে আমরা দুজন মানুষ ট্রেকিং করে করে উঠেছি। কিছুদূর ওঠার পর খানিকটা ভয় বাড়ছিল। চারদিকে কোনো মানুষ ছিল না। তার ওপর সাপ-জন্তুর ভয় তো ছিলই। তবে তার চেয়েও বড় ব্যাপার ছিল— আমি ফিজিক্যালি মোটেও ফিট ছিলাম না। যার কারণে শেষমেশ চূড়ায় আর ওঠা হয়নি।

যাইহোক, ভ্রমণে কষ্ট যত বেশি স্মৃতি ততই গাঢ় হয়। এই ভ্রমণটাও তাই। পাহাড়ি নদী, আঁকাবাঁকা পাহাড়ি পথে লং ড্রাইভিং— সবকিছু মিলিয়ে অসাধারণ এক ভ্রমণ ছিল।

নোট: ফিজিক্যালি ফিট না হয়ে কোনোভাবেই পাহাড়ে যাওয়া ঠিক না।

10/08/2025

সবকিছু অর্ধেক দামে! কমদামে চায়নাতে কেনাকাটা করবেন যেভাবে!

#চায়না #চীন

সুপ্রভাত
03/08/2025

সুপ্রভাত

03/08/2025

চাইনিজরা আনন্দে থাকে যেভাবে! চীনে আসার পর সন্ধ্যাবেলায় বাসা থেকে বের হলে সর্বত্র এই জিনিসটা দেখতে পাবেন! যা চাইনিজ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।

#চায়না #ভ্রমণ #চীন #সংস্কৃতি

29/07/2025

চায়না কতটা নিরাপদ? চীনে আসা কি ঠিক হবে? অনেকেই চায়নাতে ঘুরতে আসতে চান কিংবা কেউ আসতে চান পড়ালেখার জন্য; আবার কেউ-বা ব্যবসায়িক কাজে। সকলের মনেই খানিকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়— চায়না কতটা নিরাপদ?। গত আড়াই বছরের চীনে থাকার অভিজ্ঞতা নিয়ে সেটা জানানোর চেষ্টা করলাম।

20/07/2025

চীনের বয়স্ক নারীরা নিজেদেরকে ফিট রাখে যেভাবে!

15/07/2025

চাইনিজদের সাথে চীনের ঐতিহ্যবাহী লাটিম খেললাম! চায়নার এই লাটিমগুলো সাধারণ লাটিমের থেকে আকারে অনেক বড়। চাইনিজ সংস্কৃতিতে এটির আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে বয়স্কদের মাঝে এই ধরনের লাটিম দিয়ে ব্যায়াম করার প্রচলন আছে। সকালবেলা পার্কগুলোতে গেলে সত্তরোর্ধ্ব চাইনিজদের লাটিম খেলতে দেখা যায়।

দীর্ঘদিন পর ভিডিও বানানোর উদ্দেশ্যে বের হয়েছি। মাঝপথে এই আশি বছরের তরুণের সাথে দেখা।
15/07/2025

দীর্ঘদিন পর ভিডিও বানানোর উদ্দেশ্যে বের হয়েছি। মাঝপথে এই আশি বছরের তরুণের সাথে দেখা।

04/05/2025

চীনের প্রতিটা শহরের আনাচে-কানাচে এরকম অসংখ্য উদ্যান দেখা যায়। দিন রাত চব্বিশ ঘণ্টা সবার জন্য উন্মুক্ত থাকে এসব পার্ক। রাস্তার পাশে ছোট ছোট জায়গাগুলোতেও অন্তত বসার স্থান থাকে। সেগুলোকে দেখেও পার্কের তুলনায় কম মনে হয় না। তবে এই পার্কটি আলাদা। বিস্তৃত জায়গা জুড়ে এর অবস্থান। সবটা ঘুরতে অন্তত ঘণ্টা দুয়েক সময় ব্যয় করতে হবে।

প্রচণ্ড রোদে গাছের ছায়ায় দাঁড়ানোর মতো অবকাশ পাওয়া যায়। অসংখ্য গাছগাছালি দিয়ে ভরে থাকে সকল উদ্যান। শীতের সময়ে রুক্ষ মনে হলেও এখনকার গ্রীষ্মে চারদিক সবুজ হয়ে আছে। সাধারণত দুপুরের পরপর পার্কগুলোতে ভিড় জমতে শুরু করে। সপ্তাহের বেশিরভাগ দিনগুলোতে সিনিয়র চাইনিজ সিটিজেনদের দখলে থাকলেও ছুটির দিনে পার্কগুলো থাকে শিশুদের দখলে।

তাই, যদি প্রশ্ন করা হয়— চায়নার পার্কগুলো দেখতে কেমন? কী কী সুবিধা থাকে এখানকার পাবলিক পার্কগুলোতে? এই কথার সহজ উত্তর—মনোমুগ্ধকর। ভিডিওটি পুরোপুরি দেখলে এখানকার পাবলিক পার্ক সম্পর্কে ধারণা পাবেন বলে আশা করি।

এই পার্কটি আমার বাসার কাছেই। নাম শিয়ান সিটি ওয়াল পার্ক। হেঁটে গেলে পনেরো-বিশ মিনিট লাগে। বেশ কয়েকবার যাওয়া হয়েছে এখানে। খুব সাদামাটাভাবে ভিডিও করা। আমি যা দেখেছি তা-ই দেখানোর চেষ্টা করেছি।

10/04/2025

ঘুম ঘুম চোখে সকালবেলা পাহাড়ের উদ্দেশ্যে বের হয়েছি। খাওয়া-দাওয়ার তেমন সুযোগ পাইনি। একদম খালিপেট বলা চলে। সকালের যানজট থেকে বাঁচার জন্য আগেভাগে রওনা দিয়েছি। পথে যে খাবার কিনবো তাও ভুলে গিয়েছি। সাথে আমিও ঘুমুচ্ছিলাম।

বন্ধু টনি ভেবেছিলো পাহাড়ের ওদিকটাতে হয়ত দোকানপাট পাওয়া যাবে। কিন্তু না— দোকানপাট তো দূরের কথা আশেপাশে কোনো বাড়িঘরও চোখে পড়েনি।আমরা যেখান থেকে পাহাড়ে ওঠার পরিকল্পনা করছি সেখানে একটা ঘর দেখতে পেলাম। গাড়ি থামানোর সাথে সাথে এই ককুরটা গাড়ির পাশে এসে লেজ নাড়াচ্ছিল।

ক্ষুধায় পেটের অনুজীবগুলো মারা যাওয়ার মতো অবস্থা। একটু ভারি খাবার হলে ভালো হতো। কিন্তু ব্যাগের মধ্যে টুকিটাকি স্ন্যাকস ছাড়া কিছুই ছিল না।ওগুলো কিনেছিলাম পাহাড়ে বসে খাওয়ার জন্য। সেগুলো দিয়েই আপাতত সকালের নাস্তা সেরেছি। টনির সাথে সাথে কুকুরটাও আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করেছে।

16/03/2025

বাংলাদেশে কেন ধর্মনিরপেক্ষতা দরকার সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে ভারতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো থেকে। রমজান মাস এবং দোলযাত্রাকে কেন্দ্র করে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে মসজিদগুলোকে আক্রমণ করা হয়েছে। সেখানকার মুসলিমরা যেমন অনিরাপ তেমনি বাংলাদেশেও সংখ্যালঘু সকল সম্প্রদায় অনিরাপদ। সবার সমান অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে। নয়তো সুযোগ পেলেই সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়বে।

পৃথিবীর সকল ধর্মান্ধ ইতরদের বৈশিষ্ট্য এক। সাম্প্রদায়িক হিন্দু-ইহুদি-মুসলমান-খ্রিস্টান-বৌদ্ধ সকলের আচরণ এক ও অভিন্ন। ভারতের জন্য উগ্র হিন্দুত্ববাদ যেমন ভয়ংকর তেমনি বাংলাদেশের জন্য উগ্র ইসলামবাদীরাও মানবতার শত্রু।

Address

Dhaka

Telephone

+8801718287646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forkan Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forkan Alam:

Share