প্লাটফর্ম পরিচিতি
মুক্তবুদ্ধি আর মুক্তচেতনা—এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সুস্থ-সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে শিল্প-সাহিত্যের ছোটকাগজ প্লাটফর্ম-এর যাত্রা শুরু হয়েছিল। ইতোমধ্যে যার প্রতিটি সংখ্যা-ই পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় নবীন ও প্রতিশ্রুতিশীল লেখকদের মননশীল ও সৃজনশীল সাহিত্যের গ্রন্থ প্রকাশের অঙ্গীকার নিয়ে একই নামে প্রকাশনার যাত্রা শুরু ২০১০ সালে। বলা ভালো, শুরু থ
েকেই আমাদের ব্যতিক্রমী থাকার ভাবনা ছিল। বাংলা প্রকাশনার ঐতিহ্যের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই গতানুগতিক স্রোতের বাইরে থাকার ইচ্ছে আমাদের। রাজধানীকেন্দ্রিক বৃত্তের বাইরে থাকা তরুণ কবি ও লেখকদের বই প্রকাশের ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি সংবেদী পাঠকদের চাহিদার দিকে লক্ষ্য রেখে ধ্রুপদী সাহিত্য প্রকাশের ইচ্ছেও আমাদের আছে। এ পর্যন্ত প্লাটফর্ম থেকে প্রবীণ ও তরুণ মিলিয়ে ৪০জন লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০টি। যার অধিকাংশই লেখকের প্রথম বই। তার মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০০৬ প্রাপ্ত কথাসাহিত্যিক হরিপদ দত্তের 'কত আঁখি জল', বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ প্রাপ্ত কথাসাহিত্যিক জাকির তালুকদারের 'হাঁটতে থাকা মানুষের গান', পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিরি সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র 'বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি', বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও এনসিটিবি’র সদস্য ড. সরকার আবদুল মান্নান-এর 'কবিতার স্থাপত্যরীতি ও অন্যান্য প্রবন্ধ', জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আবুল আজাদের মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস 'চন্দ্রাবতী' এবং চ্যানেল আই প্রবর্তিত 'সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার' প্রাপ্ত তরুণ কবি ও গল্পকার ইজাজ আহমেদ মিলনের '১৯৭১ : বিস্মৃত সেইসব শহীদ' গ্রন্থগুলো উল্লেখযোগ্য। আমাদের প্রতিটি বই-ই রুচিশীল প্রকাশনা ও অঙ্গসৌষ্ঠবের উৎকর্ষতায় যে কোনো পাঠকের মনোযোগ আকর্ষণের দাবি রাখে।
উল্লেখ্য, প্লাটফর্ম ২০১২ সাল থেকে বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করে আসছে।
প্লাটফর্ম ছোটকাগজ এবং প্রকাশনার মাধ্যমে নতুন লেখক ও পাঠক তৈরির নিরলস প্রচেষ্টা থাকবে আমাদের। এই ভাবনার সমৃদ্ধি ও বিকাশে বইপ্রেমী, বই-মনস্ক, লেখক-কবি-শিল্পী-চিন্তাবিদ সকলের ভালোবাসা কাম্য। আমাদের এগিয়ে চলার পথে সকলকেই আমরা পাশে পেতে চাই।
নতুন লেখকদের কলরবে মুখরিত হোক বাংলা প্রকাশনা।