CSP MEDIA

01/12/2023

হাদিসের নামে জালিয়াতি,
"স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত"।

আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত"। কুরআন ও হাদীসে উক্ত বাক্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এই কথাটিকে হাদীস হিসাবে উল্লেখ করলে তা মিথ্যা কথা হিসাবে সাব্যস্ত হবে।

হাদীসের আলোকে আমরা জানতে পারি, শরীয়ার মধ্য থেকে স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর জন্য ওয়াজিব। স্বামীর প্রতি ভাল আচরণ বা খারাপ আচরণের সাথে স্ত্রীর জান্নাত জাহান্নামের প্রশ্ন জড়িত। কারণ এ বিষয়টিও হাদীসে এসেছে।

কিন্তু "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত" এই হাদীসের অনুকরণে "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত" এই কথাটি বলা যাবে না। এ শব্দ-বাক্যে কোনো হাদীস পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদীস হিসেবে বলা যাবে না। তবে কিছু বর্ণনায় এর মর্মার্থ পাওয়া যায়।

মুআত্তা মালেক, মুসনাদে আহমাদ, মুসতাদরাকে হাকেমসহ হাদীসের আরো কিছু কিতাবে বর্ণিত হয়েছেঃ

একবার এক নারী সাহাবী রাসূলের কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জী, আছে। নবীজী বললেন, তার সাথে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। তখন নবীজী বললেন, হাঁ, তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। মুআত্তা মালেক, হাদীস ৯৫২; মুসনাদে আহমাদ, ৪/৩৪১ হাদীস ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদীস ২৭৬৯; সুনানে কুবরা, বায়হাকী, হাদীস ১৪৭০৬

স্বামী-স্ত্রীর একের উপর অন্যের হক রয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে কারীমে মৌলিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ.

আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) উপর ন্যায়সঙ্গত হক রয়েছে, তেমনি তাদেরও হক রয়েছে স্বামীদের উপর। সূরা বাকারা (২) : ২২৯

আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে স্বামী-স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন। বিদায় হজ্বের ভাষণে নবীজী বলেছেন,

اتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ.

তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় কর।
(সহীহ মুসলিম, হাদীস ১২১৮)

সাথে সাথে নারীদেরকে স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফযীলতও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামায ঠিকমত আদায় করবে, রমযানের রোযা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাযত করবে, স্বামীর আনুগত্য করবে তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (সহীহ ইবনে হিব্বান, হাদীস ৪১৬৩)

সুতরাং গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি। কিন্তু ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ এটি হাদীস নয়।

31/10/2023
31/10/2023

ইসরায়েলের হা ম লা র জবাবে পাল্টা রকেট হা ম লা চালাচ্ছে হামাস
সুত্র: independent

27/10/2023

ইন্না-লিল্লাহ! গাজায় 4 ঘন্টা, যার মধ্যে বোমা হামলা এক মিনিটের জন্যও থামেনি।
হে আল্লাহ আপনি গাজায় গায়েবি সাহায্য পাঠান!

26/10/2023

পৃথিবীর সবকিছু চীনে তৈরী হলেও সাহস তৈরী হয় ফিলি'স্তিনে🇵🇸

  Lifsh*tz, একজন ইহুদি যিনি গতকাল গাজা থেকে মুক্তি পেয়েছেন: সাক্ষাতকার......  আমরা যখন গাজায় পৌঁছেছিলাম, তারা প্রথমে আ...
24/10/2023

Lifsh*tz, একজন ইহুদি যিনি গতকাল গাজা থেকে মুক্তি পেয়েছেন: সাক্ষাতকার......
আমরা যখন গাজায় পৌঁছেছিলাম, তারা প্রথমে আমাদের বলেছিল যে তারা কুরআনে বিশ্বাস করে এবং তারা আমাদের ক্ষতি করবে না। তারা বলেছিল যে তারা তাদের আশেপাশের লোকদের সাথে যেমন আচরণ করেছে তারা আমাদের সাথে এমন আচরণ করবে। আমরা কড়া নিরাপত্তার মধ্যে ছিলাম। একজন প্যারামেডিক এবং একজন ডাক্তারও এসেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে আমরা যে ওষুধগুলি নিয়েছি তা সবসময় আমাদের কাছে রয়েছে। তারা স্বাস্থ্যের দিকে খুব আগ্রহী ছিল, এবং আমাদের সাথে একজন ডাক্তার যুক্ত ছিলেন। তিনি প্রতি দুই বা তিন দিন পর পর আমাদের সাথে কী ঘটছে তা দেখতে আসেন। দায়িত্ব এবং ওষুধ আনার বিষয়টি নিশ্চিত করে, এবং যদি একই ওষুধ না থাকে তবে তারা সমতুল্য ওষুধ দেবে। তারা খুব সদয় ছিল এবং নিশ্চিত করেছিল যে আমরা ভাল খেয়েছি। আমরা তাদের মতো একই খাবার খেয়েছি। আমাদের সাথে ভাল আচরণ করা হয়েছে। তারা মনোযোগ দিয়েছে আমাদের সাথে তাদের মহিলারা ছিল যারা মেয়েলি স্বাস্থ্যবিধির অর্থ জানত, এবং তারা নিশ্চিত করেছিল যে আমাদের কাছে সবকিছু আছে। হামাস অনেক আগেই সবকিছুর পরিকল্পনা করেছিল। তারা শ্যাম্পু এবং কন্ডিশনার সহ আমাদের প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করেছিল - এর দক্ষতার অভাব সেনাবাহিনী এবং শিন বেট আমাদের অনেক ক্ষতি করেছে।আমাদেরকে সরকারের বলির পাঁঠা বানানো হয়েছে।

প্রতি ঘন্টায় ৫০ জন শহীদ, ৫০ জন আহত হ‌চ্ছে গাযায়। যা‌দের অ‌ধিকাংশই নারী শিশু।
24/10/2023

প্রতি ঘন্টায় ৫০ জন শহীদ,
৫০ জন আহত হ‌চ্ছে গাযায়।
যা‌দের অ‌ধিকাংশই নারী শিশু।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when CSP MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CSP MEDIA:

Share