02/08/2025
আজকে রাত ৩ টায় বাবু হঠাত ওয়াক করতে করতে বমি করতে যায় কিন্তু বমি গলা পর্যন্ত এসে আটকে যায় কিন্তু আর বের হয়না এমন আজকে রাতে অনেক বার করছে আর ওর ফেস পুরা লাল হয়ে যায় আর নিশ্বাস নিতে পারেনা আবার একা একাই ঠিক হয়ে যায় এরকম করতে করতে সাড়ে ৪ টা বাজচ্ছে পরে বাবুকে বুকে ঝাকাতে ঝাকাতে ঘুম পাড়াই কি একটা অবস্থা আমি অনেক অনেক ভয় পাইছি, আমি এটা বুঝলাম না বমি একদম গলায় আটকে যায় আর বের হতে চায়না এটা আসলে কি সমস্যা হইছিল কিছুই বুঝলাম না, আমিতো ডাক্তার এর কাছে যাবো কিন্তু কারো বাচ্চার এমন হয়েছে কিনা জানাবেন।