11/08/2025
আমরা অন্য মানুষের আচরণে নিজের মনের ইচ্ছা, ভয়, বা অভিজ্ঞতার reflection খুজে বেড়াই। বাকিরা কীভাবে react করল, সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্ব পায়, আমরা কীভাবে সেই reaction টাকে নিজেদের মতো করে ধরে নিলাম।
The Psychology Behind It??
We try to make sense of others’ behavior by assigning causes. And those causes often come from our own inner world...
যখন কেউ আমাদের পছন্দ করে না বলে মনে হয়, তখন আমরা মনে মনে ভেবে নেই - "আমার কোনো কিছু হয়তো তার কাছে খারাপ লেগেছে", মানে আমরা নিজের point of view থেকেই মনে মনে explanation তৈরি করে নেই। কিন্তু সেটার পেছনে থাকতে পারে সেই মানুষ টার নিজের সমস্যা, চাপ, বা এমন কিছু যা আমাদের সাথে কোনো ভাবেই related না।
মানুষ খুব সহজেই ধরে নেয়, অন্য কেউ যা করছে সেটা ইচ্ছাকৃত । অথচ আমরা নিজেরা একই ভুল হলে বলি, "ওইদিন আমার মুডটা খারাপ ছিল"।
একটু চিন্তা করে দেখেন? অন্যের আচরণ মানেই character flaw, নিজেরটা হলে circumstance, situations, etc etc...
সেই মানুষটার ও তো same problem থাকতে পারে, তাই না?
So Why Does This Projection Hurt So Much??
কারণ, আমরা নিজেদের অনুভূতির explanation খুজতে গিয়ে অন্যের কাজকেও personal বানিয়ে ফেলি। আপনি যখন বারবার কারো খোজ নেন, আর সে হয়তো কোনো কারণে আপনাকে সময় দিতে পারছে না। কিন্তু তখন হয়তো আপনার ভেতরে পুরনো এক rejection trigger হয়ে যায়।
এইসব অভ্যেস, এইসব emotional pattern- সবই তৈরি হয় আগের অভিজ্ঞতা থেকে, trauma থেকে। আমরা বুঝতে পারি না, কারণ ব্যাখ্যাটাই হয় আগে থেকে projected।
যখন কেউ text seen করে reply দেয় না, আপনি ধরে নেন সেই মানুষটা আপনাকে ignore করছে। একজন বন্ধু party তে আপনাকে ডাকেনি, আপনি ভেবে নিলেন - সেই বন্ধুর কাছে আপনার কোনো গুরুত্ব নেই।
এইসব ক্ষেত্রে, আমরা যা ভাবছি, তা হয়তো পুরোপুরি ভুলও হতে পারে। আমরা সবসময় love, Validation, importance, connection চাই, কিন্তু এসব unmet need এর shadow পড়ে যায় অন্যের আচরণের কারণে। right?
Not everything they do is about you. And not everything you feel is about them...
আমরা মানুষ হিসেবে নিজের emotion কেই importance দেই বেশি, অন্যদের কথা চিন্তা করি না। কিন্তু আরেকজন এর point of view থেকে দেখা টা বেশি জরুরি। নিজের lense দিয়ে না দেখে সেই মানুষটার lense দিয়ে দেখলে, অনেক misunderstanding ঠিক হয়ে যাবে।
ধরেন, আপনি একদিন কারো সাথে দেখা করতে পারেননি কারণ আপনি depressed ছিলেন, এখন সে যদি ধরে নেয়, আপনি তার প্রতি care করেন না, আপনি কেমন বোধ করবেন? তেমনই, অন্য মানুষও অনেক বাজে সময়ের মধ্যে দিয়ে যায়।
অনেক সময় আমরা রাগ করে বলি, সে যদি আমাকে love ই করতো তাহলে আমার সাথে এমন behave করত না।
কিন্তু reality হলো, ভালোবাসা ঠিকই আছে, কিন্তু life টা তো এতটাও simple না, যতটা আপনি ভাবছেন।