সাদা কালো

সাদা কালো স্বাস্থ্য ও শিক্ষা
(2)

26/07/2025

ভাই-বোনদের আসল চেহারা বের হয় পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় !

26/07/2025

আমার মনে হচ্ছে আলিফ লাম মিম দিয়ে আল্লাহ তার নাম বুজিয়েছেন নিচের পোষ্ট পড়ে আমার রুহ কেঁপে উঠেছে শরীর এর সব লোম দাঁড়িয়ে গেছে মাথা আল্লাহর সম্মানে নত হয়ে গেছে
এক তরুণী স্প্যানিশ নারী “আল্লাহ” শব্দের অর্থ ব্যাখ্যা করলেন
এই তরুণী স্প্যানিশ নারী বর্তমানে জর্ডানের ইয়ারমুক বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় মাস্টার্স করছেন। একদিন, দ্বিতীয় বর্ষের একটি ক্লাসে অধ্যাপক ফাখরি কাতানাহ তার শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন:
“তোমাদের মধ্যে কে ‘আল্লাহ’ নামটির অলৌকিক ও ধ্বনিবিজ্ঞানগত দিক থেকে ব্যাখ্যা করতে পারবে?”
কেউ হাত তুলল না—শুধুমাত্র একজন তরুণী স্প্যানিশ নারী, যার নাম হেলেন। যদিও তিনি স্প্যানিশ ও খ্রিস্টান ছিলেন, তিনি সাবলীলভাবে আরবি বলতেন। তিনি বললেন:
“আরবি ভাষায় আমি যে সবচেয়ে সুন্দর শব্দটি পড়েছি, সেটি হল ‘আল্লাহ’। এই নামটি মানব ভাষায় একটি অনন্য সুরধ্বনি তৈরি করে, কারণ এর সব অক্ষর গলা থেকে উচ্চারিত হয়, ঠোঁট থেকে নয়।
এই পবিত্র নামটি ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় না, কারণ এতে কোনো ডায়াক্রিটিকাল চিহ্ন (বিন্দু) নেই। এখন ‘আল্লাহ’ উচ্চারণ করুন এবং খেয়াল করুন কীভাবে এটি বলছেন!
আপনি দেখবেন, এর অক্ষরগুলি গলার গভীর থেকে আসে, ঠোঁটের কোনো নড়াচড়া ছাড়াই। এর মানে হলো, যদি কেউ ‘আল্লাহ’ শব্দটি উচ্চারণ করতে চায়, তবে তার চারপাশের লোকেরা তা লক্ষ্যও নাও করতে পারে।”
তিনি আরও ব্যাখ্যা করলেন:
“এই নামের আরেকটি অলৌকিক দিক হলো, এর কিছু অক্ষর সরালেও এর অর্থ অটুট থাকে।”
সাধারণত ‘আল্লাহ’ শব্দটি ‘اللّٰهُ’ (Allahُ) রূপে উচ্চারিত হয়।
যদি প্রথম অক্ষর (আলিফ) সরিয়ে দেওয়া হয়, তাহলে এটি ‘لِلّٰهِ’ (Lillah) হয়ে যায়, যা নিম্নলিখিত কুরআনের আয়াতে পাওয়া যায়:
﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ﴾
“আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, সুতরাং তোমরা তাঁকে সেসব নাম ধরে ডাক।” (সুরা আল-আ‘রাফ: ১৮০)
যদি ‘আলিফ’ ও প্রথম ‘লাম’ সরানো হয়, তাহলে এটি ‘لَهُ’ (Lahu) হয়ে যায়, যেমন এই আয়াতে:
﴿لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلۡأَرۡضِۗ﴾
“আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর।” (সুরা আল-বাকারা: ২৫৫)
যদি ‘আলিফ’ ও দ্বিতীয় ‘লাম’ সরানো হয়, তবে কেবল ‘هُوَ’ (Hu) থাকে, যা এখনো আল্লাহর প্রতিই ইঙ্গিত করে, যেমন এই আয়াতে:
﴿هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ﴾
“তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই।” (সুরা আল-হাশর: ২২)
যদি প্রথম ‘লাম’ সরানো হয়, তবে এটি ‘إِلَـٰه’ (Ilah) হয়ে যায়, যেমন এই আয়াতে:
﴿ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ﴾
“আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সৃষ্টির ধারক-সংহারক।” (সুরা আল-বাকারা: ২৫৫)
তিনি আরও ব্যাখ্যা করলেন:
“বিদ্বানগণ গভীরভাবে ‘আল্লাহ’ নামটি নিয়ে গবেষণা করেছেন। তাওহিদের বাক্য, ‘لَا إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ’ (লা ইলাহা ইল্লাল্লাহ) তিনটি অক্ষর নিয়ে গঠিত: আলিফ, লাম, ও হা।
এই তিনটি অক্ষর হালকা ও সহজে উচ্চারিত হয়, যা ঠোঁট না নড়িয়েও বলা যায়।”
তিনি আরও ব্যাখ্যা করলেন:
“আপনারা কি জানেন কেন?
যেন মৃত্যুর সময় একজন ব্যক্তি সহজেই এটি উচ্চারণ করতে পারেন, ঠোঁট বা দাঁত না নাড়িয়েও।”
আজ, হেলেনের নতুন নাম রাখা হয়েছে ‘আবিদাহ’ (উপাসক)।
“আমরা মুসলিম হয়ে গর্ববোধ করি, অথচ আমরা ‘আল্লাহ’ নামটি ব্যাখ্যা করতে পারলাম না। আল্লাহ তাকে ইসলামের বরকত দান করুন।”
“কেন আমরা ধর্মীয় বার্তাগুলো মুছে ফেলি, কিন্তু সাধারণ বার্তাগুলো ফরওয়ার্ড করি?
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
﴿بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً﴾
“আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তা একটি আয়াতই হয়।” (বুখারি: ৩৪৬১)
“হয়তো এই বার্তাটি শেয়ার করার মাধ্যমে, আপনি এমন একটি আয়াত পাঠাবেন যা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে।”
সর্বশেষে:
﴿لَا إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِ﴾
“আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ ﷺ আল্লাহর রাসুল।”
আল্লাহু আকবার! সমস্ত শব্দ ও কর্মে তিনি সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
কালেক্টেড
©️

ছেলেটির বাবার হার্ট অ্যাটাক (Ant MI) হয়েছে। বললাম অবস্থা খারাপ, এডমিশন লাগবে। মায়ের চোখে-মুখে অস্থিরতা। এদিকে ছেলে মোবাই...
25/07/2025

ছেলেটির বাবার হার্ট অ্যাটাক (Ant MI) হয়েছে। বললাম অবস্থা খারাপ, এডমিশন লাগবে। মায়ের চোখে-মুখে অস্থিরতা। এদিকে ছেলে মোবাইলে ‘ক্ল্যাশ অব ক্ল্যান’ গেমস খেলেই যাচ্ছে।

এই হচ্ছে বর্তমান প্রজন্মের কিছু ছেলেমেয়ের কমনসেন্সের অবস্থা। ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে এরা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। ভবিষ্যত অন্ধকার।

- ডা.বদরুজ ইমন

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
25/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

Pic for attention, AI generated pic

অনলাইন ক্লাস চলতেছে। প্লে,নার্সারি থেকে মাষ্টার্স পর্যন্ত!😎
25/07/2025

অনলাইন ক্লাস চলতেছে। প্লে,নার্সারি থেকে মাষ্টার্স পর্যন্ত!😎

এরকম গেট না হলে বিয়ে করাটাই বৃথা!🧐🥱 #সাদাকালো_MMS #ম্যানশন_ইন্জিনিয়ার_অনার্স_পড়ুয়া_বন্ধু_বান্ধবী😊
24/07/2025

এরকম গেট না হলে বিয়ে করাটাই বৃথা!🧐🥱
#সাদাকালো_MMS
#ম্যানশন_ইন্জিনিয়ার_অনার্স_পড়ুয়া_বন্ধু_বান্ধবী😊

সামান্য একটু পাউডার মেখে চিত হয়ে শুয়ে থাকলে গরম কম লাগে।
24/07/2025

সামান্য একটু পাউডার মেখে চিত হয়ে শুয়ে থাকলে গরম কম লাগে।

23/07/2025

মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আ*গু*ন লেগেছে। কি হচ্ছে এসব বাচ্চারা কি আর স্কুলে যেতে চাইবে। এমন হতে থাকলে। আল্লাহ্ সবাই কে হেফাজত করুন।

২০ জন শিক্ষার্থীকে বাঁচানো মেহেরিন ম্যামের দাফনে কোন ভিআইপি আসেনি।রাষ্ট্র কোনো সম্মানের ব্যবস্থা ও করেনি, কারণ মেহেরিন ম...
23/07/2025

২০ জন শিক্ষার্থীকে বাঁচানো মেহেরিন ম্যামের দাফনে কোন ভিআইপি আসেনি।রাষ্ট্র কোনো সম্মানের ব্যবস্থা ও করেনি, কারণ মেহেরিন ম্যাম ছিল একজন সাধারণ শিক্ষক।
এখানে যদি কোন আমলা অথবা বিমান বাহিনীর কেউ থাকতেন তাহলে রাষ্ট্রীয় সম্মান পেতেন,সাথে আরো অনেক কিছু !💔😢

আরেকটা মারামারি লোডিং....
23/07/2025

আরেকটা মারামারি লোডিং....

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের  ফ্ল্যাটে থাকা জিনিসপত্রের তালিকার মধ্য তাদের জামাই-বউ এর ব্যবহৃত কাপড়-...
23/07/2025

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের ফ্ল্যাটে থাকা জিনিসপত্রের তালিকার মধ্য তাদের জামাই-বউ এর ব্যবহৃত কাপড়-চোপড় এর তালিকা দেখুন। এত জিনিসপত্র পড়ার সময় কোথায়?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাদা কালো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাদা কালো:

Share