সাদা কালো

সাদা কালো স্বাস্থ্য ও শিক্ষা
(1)

16/10/2025

আমার বয়ফ্রেন্ড ও ফ্যামিলি অনেক সাপোর্ট দেয়।

16/10/2025

এমন দিন রেজাল্ট দিলো কাল শুক্রবার🫣 আজ রাতে বালিকার গায়ে হলুদ,কাল দিনে বিয়ে এএএ 🙃🙃

16/10/2025

ইউনুস সরকারের আমলে HSC পাস করা মানে,
হাসিনার আমলে BCS পাস করার সমান!
🙃

কি দিনকাল আসলো! বারিশা প্রশংসায় ভাসছে, তনী গালি খাচ্ছে, রিপন মিয়া আর আবু তোহা হুজুর কট, মনে হচ্ছে parallel universe এ আছ...
15/10/2025

কি দিনকাল আসলো! বারিশা প্রশংসায় ভাসছে, তনী গালি খাচ্ছে, রিপন মিয়া আর আবু তোহা হুজুর কট, মনে হচ্ছে parallel universe এ আছি 🤧

সবাই রিপন মিয়া ও খেলার খবর নিয়ে বিজি! এদিকে,রাত যত বাড়ছে, ঢাকা মেডিকেলে লা-শে-র সারি ততো দীর্ঘ হচ্ছে! রাজধানীর মিরপুরের ...
14/10/2025

সবাই রিপন মিয়া ও খেলার খবর নিয়ে বিজি! এদিকে,
রাত যত বাড়ছে, ঢাকা মেডিকেলে লা-শে-র সারি ততো দীর্ঘ হচ্ছে! রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আ-গু-ন লাগার ঘটনায় ঢাকা মেডিকেলে লা-শে-র সারি।

প্রতি মিনিটে যেন আরও দীর্ঘ হচ্ছে সেই সারি, আরও ভারী হচ্ছে রাতের নিস্তব্ধতা। কারো প্রিয়জন, কারো স্বপ্ন, কারো সমস্ত জীবনের আলো নিভে যাচ্ছে আগুন আর ধোঁয়ার কালো চাদরে।

ঢাকা মেডিকেলের সামনে শুধু কান্না, বুকভাঙা আহাজারি আর অসহায় চোখ। মিরপুরের আগুন শুধু ভবন পুড়ায়নি—পুড়িয়ে দিয়েছে অসংখ্য জীবনের গল্প… 🖤
অভিজাত রেস্টুরেন্ট হলে সবাই কথা বলতাম,আজ কতগুলা শ্রমিক মরে গেলে চুপ?
কিভাবে আগুন লাগলো,কতৃপক্ষের অবকাঠামো গত অবহেলা থাকলে দ্রুত সুষ্ঠ বিচার চাই।

#মিরপুর #রূপনগর #আগুন #ঢাকামেডিকেল #শোক #বাংলাদেশ

বাংলাদেশ ভাই!কি আর বলবো, কিছু বলার নাই। মানুষ মানুষের পেছনে লেগে কি যে মজা পায় কে জানে! মানুষটা আসলেই সহজ সরল ❤️
14/10/2025

বাংলাদেশ ভাই!কি আর বলবো, কিছু বলার নাই। মানুষ মানুষের পেছনে লেগে কি যে মজা পায় কে জানে! মানুষটা আসলেই সহজ সরল ❤️

14/10/2025

যার কাছেই ব্রেকাপের কাহিনী শুনি সেই লয়াল ছিলো!
তাহলে চিটারিটা করলো কে?

❤️
14/10/2025

❤️

14/10/2025

শিক্ষকদের নিয়ে সবাই যে বাজে ভাবে লেখালেখি করছে আর চাকরি ছেড়ে দিতে বলছে তাতে যদি সকল শিক্ষক একবারে রিজাইন দেয় তাহলে এই মহাপণ্ডিতদের বাচ্চারা পুলিশ হবে কি করে?

কাল রাতে কুচ কুচ হোতা হে মুভিটা আবার দেখলাম। মুভির সারাংশ হচ্ছে, শাহরুখ খানের বউ ইন্তেকাল করেন। তার আগে ওর নবজাতক মেয়ের ...
14/10/2025

কাল রাতে কুচ কুচ হোতা হে মুভিটা আবার দেখলাম। মুভির সারাংশ হচ্ছে, শাহরুখ খানের বউ ইন্তেকাল করেন। তার আগে ওর নবজাতক মেয়ের জন্য কয়েকটা চিঠি লিখে রেখে যায়।

চিঠিগুলোতে লেখা থাকে– যেমনেই হোক শাহরুখের সাথে তার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড কাজলের বিয়ে দিতে হবে। শাহরুখ না চাইলেও কাজলের সাথে ওর বিয়ে দেওয়ার দায়িত্ব ওর মেয়ের।

আমি ১০০০% শিউর, ঐ চিঠিগুলো রানী মুখার্জি না, শাহরুখ খান নিজেই লিখছিলো🙂

14/10/2025

স্বামী মা"রা যাওয়ার ৮ মাসের মাথায় তনী বিয়ে করে পাপ করেছে? বউ মা-রা গেলে বেটা মানুষের তো ২/৩ মাসের মধ্যেই বউ লাগে? এটা দোষের না🤔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাদা কালো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাদা কালো:

Share