atoznews24.com

atoznews24.com আমরা তথাকথিত বাংলা নিউজ সাইট নই, এখানে পাবেন বিখ্যাত লেখক লেখিকার জীবনী ও সাহিত্য

atoznews এর পথচলা শুরু ২০১৭ থেকে। দেশ-বিদেশের বিজ্ঞান চর্চা, মাতৃভাষার প্রতি ভালোবাসা, নবীদের জীবনী, বিখ্যাত লেখক লেখিকার জীবনী ও সাহিত্যকর্ম,বাংলা সাহিত্যের অনবদ্য রচনাসমগ্র, মনিষীদের জীবনকথা, সাধারন জ্ঞান,লাইফস্টাইল, খেলাধুলা , ভ্রমন ও সাম্প্রতিক বিশ্বের হালচাল সম্পর্কে জানার ইচ্ছে বা ভালোবাসা থেকেই এই সাইটটির জন্ম। এটিকে "ডিজিটাল সংগ্রহশালা" ও বলা যেতে পারে। আসুন, সবাই মিলে আয়েশ করে বাংলা পড়ি, বাংলায় বলি এবং বাংলায় শিখি।

"একি অসীম পিয়াসা"--- কাজী নজরুল ইসলাম। "একি অসীম পিয়াসাশত জনম গেল,তবু মিটিল না তোমারে পাওয়ার আশা॥"সাগার চাহিয়া চাঁদে,চির...
10/08/2025

"একি অসীম পিয়াসা"
--- কাজী নজরুল ইসলাম।
"একি অসীম পিয়াসা
শত জনম গেল,তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা॥
"সাগার চাহিয়া চাঁদে,চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায়,তোমা পানে ধায়
অসীম ভালোবাসা॥
"তোমারে যে চাহিয়াছে,ভুলে একদিন
সেই জানে তোমারে,ভোলা কি কঠিন,
তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
মেটে না প্রেমের পিয়াসা॥

10/08/2025

শুভ সকাল
আজ রবিবার ২৬শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৬ই সফর ১৪৪৭ হিজরি।

09/08/2025

মিথ্যা বলা বিরাট ভুল
মহিউদ্দিন জুলহাস

পুব আকাশে সূর্য হাসে
মায়ের কোলে তূর্য হাসে।
তূর্য হাসে খিলখিল
সূর্য নাচে বিল-ঝিল।
বিলে হাসে শাপলা ফুল
মিথ্যা বলা বিরাট ভুল।
ভুল থেকে নাও শিক্ষা
করবেনা কেউ ভিক্ষা।

ও মেয়ে__শতাব্দী রায়ও মেয়ে তোর বয়স কত?: কি জানি গো,মা থাকলে বলে দিত।সেই যে বারে দাঙ্গা হল,শয়ে শয়ে লোক মরল,হিন্দুদের ঘ...
09/08/2025

ও মেয়ে
__শতাব্দী রায়

ও মেয়ে তোর বয়স কত?
: কি জানি গো,মা থাকলে বলে দিত।
সেই যে বারে দাঙ্গা হল,শয়ে শয়ে লোক মরল,
হিন্দুদের ঘর জ্বলল, মুসলমানের রক্ত ঝরল,
তখন নাকি মা পোয়াতি,দাঙ্গা আমার জন্মতিথি।
ও মেয়ে তোর বাবা কোথায়?
: মা বলেছে,গরিব দের বাবা হারায়
কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল।
মায়ের জীবন নষ্ট করে,অন্য গাঁয়ে ঘর বাঁধল।
মা বলত, শিবের দয়াই তোকে পেলাম,
শিবকেই তাই বাপ ডাকলাম।
ও মেয়ে তোর প্রেমিক আছে?
ছেলেরা ঘোরে ধারে-কাছে?
: প্রেমিক কি গো?মিষ্টি মিষ্টি কথা বলে?
স্বপ্ন দেখাই দিন দুপুরে?
চুড়ি কাজল মেলাতে কেনায়,
ঝোপের ধারে জামা খোলায়?
এসব নন্দ কাকা করেছে দুবার
প্রেমিক ওকেই বলব এবার।
ও মেয়ে তোর পদবি কি?
: বাপই নাকি দেয় শুনেছি
পদবী থাকলে ভাত পাওয়া যায়?
বাপের আদর কাঁদায় হাসায়
ওটা কি বাজারে মেলে?
কিনব তবে দু-দশে দিলে
দামী হলে চাই না আমার
থাক তবে ও বাপ-ঠাকুরদার
ও মেয়ে তুই রূপসী?
:লোকে বলে ডাগর গতর সর্বনাশী
রুপ তো নয়, চোখের ধাঁধা।
যৌবনেতে কুকুরী রাঁধা।
পুরুষ চোখের ইশারা আসে,
সুযোগ বুঝে বুকে পাছায় হাত ও ঘষে।
রুপ কি শুধুই মাংসপেশী?
তবে তো আমি খুব রূপসী।
ও মেয়ে তোর ধর্ম কি রে?
মেয়েমানুষের ধর্ম কি গো?
সব কিছু তো শরীর ঘিরে,
সালমা বলে ধর্মই সমাজ বানায়,
সন্ধেবেলা যখন দাঁড়াই
কেউ তো বলে না,হিন্দু নাকি?
সবাই বলে,কতই যাবি?
বিছানা নাকি ধর্ম মেলায়
শরীর যখন শরীর খেলায়
তাই ভাবছি এবার থেকে ধর্ম বলব শরীর বা বিছানাকে।

09/08/2025

শুভ সকাল
আজ শনিবার ২৫শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৫ই সফর ১৪৪৭ হিজরি, বর্ষা-কাল।

আমাদের গ্রামবন্দে আলী মিঞাআমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর,থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,একস...
08/08/2025

আমাদের গ্রাম
বন্দে আলী মিঞা
আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।
আমাদের ছোটো গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাঁশঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পূব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।

মানুষতাওহিদ আল মামুনচোখের আলোয় যায়না আঁধারথাকলে আঁধার অন্তরে,মানুষ হয়ে জন্ম নিলেইমানুষ হওয়া যায় না রে!
08/08/2025

মানুষ
তাওহিদ আল মামুন

চোখের আলোয় যায়না আঁধার
থাকলে আঁধার অন্তরে,
মানুষ হয়ে জন্ম নিলেই
মানুষ হওয়া যায় না রে!

আবার কবে ছুটি হবেতাওহীদ আল মামুন
08/08/2025

আবার কবে ছুটি হবে
তাওহীদ আল মামুন

08/08/2025

শুভ সকাল
আজ শুক্রবার ২৪শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৪ই সফর ১৪৪৭ হিজরি।

07/08/2025

Address

House-1, Road-11, Block-L, South Bonosri
Dhaka
1219

Telephone

+8801635047261

Website

https://www.atoznews24.com/

Alerts

Be the first to know and let us send you an email when atoznews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to atoznews24.com:

Share