The Papyrus

The Papyrus পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত মাসিক
সাহিত্য পত্রিকা।

আমরা পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী – বর্তমান ও প্রাক্তন। পরিসংখ্যান বিভাগকে আমরা আমাদের পরিবার হিসেবেই জানি। আর ‘প্যাপাইরাস’ হচ্ছে সেই পরিবারের সুখ-দুঃখের আলাপন। এখানে আমরা আমাদের আবেগ, মুক্তচিন্তা, জ্ঞান, শিক্ষা, অনুপ্রেরণা, গবেষণা, বিশ্লেষণ, মতামত প্রভৃতি নিয়ে আলাপ আলোচনায় মেতে থাকি – কখনো পরিসংখ্যান বিষয়ে, কখনো বা নিরেট সাহিত্যে। কোন বিশেষ ধারণাপুষ্ট বা নীতি-আদর্শের বশবর্তী হয়ে উদ্দেশ্যপ্রণোদিত আলাপন এখানে নিষিদ্ধ।

আপনাদের সৃজনশীলতা, অনুভব এবং ভাষার মাধুর্যে প্যাপাইরাস আরও একবার সমৃদ্ধ হয়েছে। প্যাপাইরাস জুলাই ২০২৫ সংখ্যা প্রকাশিত হয়ে...
12/07/2025

আপনাদের সৃজনশীলতা, অনুভব এবং ভাষার মাধুর্যে প্যাপাইরাস আরও একবার সমৃদ্ধ হয়েছে। প্যাপাইরাস জুলাই ২০২৫ সংখ্যা প্রকাশিত হয়েছে ১০ জুলাই ! দেখে আসতে পারেন প্যাপাইরাস এ প্রকাশিত লেখাগুলো এই লিঙ্কে‌:

জুলাইয়ের আকাশে মেঘের আনাগোনা, কখনো হালকা রোদ, কখনো টুপটাপ বৃষ্টি। জানালার পাশে বসে হয়তো আপনার মনে পড়ে যাচ্ছে কোনো ...

জুলাইয়ের আকাশে মেঘের আনাগোনা, কখনো হালকা রোদ, কখনো টুপটাপ বৃষ্টি। জানালার পাশে বসে হয়তো আপনার মনে পড়ে যাচ্ছে কোনো পুরনো ...
01/07/2025

জুলাইয়ের আকাশে মেঘের আনাগোনা, কখনো হালকা রোদ, কখনো টুপটাপ বৃষ্টি। জানালার পাশে বসে হয়তো আপনার মনে পড়ে যাচ্ছে কোনো পুরনো গল্প, না বলা ভালোবাসা, কিংবা ভ্রমণের স্মৃতি।

গত বছরের এই সময়টাতেই রাস্তায় নেমেছিল দেশের তরুণেরা—জুলাই আন্দোলন হয়ে উঠেছিল এক নতুন জাগরণের নাম। এই বর্ষায়, সেই আবেগ আর সাহসও হয়ে উঠতে পারে আপনার লেখার উপাদান।

প্রিয় পাঠক,
তাহলে লিখে ফেলুন—গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বা পাঠ-অভিজ্ঞতা—আর পাঠিয়ে দিন প্যাপাইরাস-এর জুলাই সংখ্যার জন্য।

পরবর্তী প্রকাশনা: ১১ জুলাই ২০২৫
লিখা পাঠানোর শেষ সময়: ৭ জুলাই (সোমবার), ২০২৫ রাত ১২টা
ইমেইল: [email protected]
ওয়েবসাইট:

The Papyrus - আমরা একদল শিক্ষার্থী – বর্তমান ও প্রাক্তন। প্রাক্তনদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ গবেষক, কেউ ব.....

আষাঢ়ের মাতাল হাওয়া আর রিমঝিম বৃষ্টির আনাগোনাৱ মাঝেই গত ১৯ তারিখ প্রকাশ হলো প্যাপাইরাসের জুন সংখ্যা। এ মাসের লেখাগুলো প...
20/06/2025

আষাঢ়ের মাতাল হাওয়া আর রিমঝিম বৃষ্টির আনাগোনাৱ মাঝেই গত ১৯ তারিখ প্রকাশ হলো প্যাপাইরাসের জুন সংখ্যা।
এ মাসের লেখাগুলো পড়ে আসতে পারেন-
প্যাপাইরাস - জুন ২০২৫ সংখ্যা • প্যাপাইরাস | The Papyrus

গ্রীষ্মের রেশ কাটতে না কাটতেই ক্যালেন্ডারে ঢুকে পড়েছে জুন। এ মাসের সূচনায়ই পবিত্র ঈদ-উল-আযহার প্রস্তুতি। কোরব....

আল্লাহ তা'য়ালার প্রতি আত্মত্যাগে সৃষ্টি আসে স্রষ্টার আনুকূল্যে। ত্যাগের মহিমায় আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে সবার জীবন হো...
07/06/2025

আল্লাহ তা'য়ালার প্রতি আত্মত্যাগে সৃষ্টি আসে স্রষ্টার আনুকূল্যে। ত্যাগের মহিমায় আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে সবার জীবন হোক আনন্দে পরিপূর্ণ।

সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
"ঈদ মোবারক"

কোরবানির ঈদ মানে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার আনুগত্য লাভের এক প্রয়াস। সে প্রয়াসের এক অতি পরিচ...
06/06/2025

কোরবানির ঈদ মানে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার আনুগত্য লাভের এক প্রয়াস। সে প্রয়াসের এক অতি পরিচিত মুহূর্ত বাবা-চাচা-ভাই সবাই মিলে হাটে গিয়ে গরু, ছাগল, ভেড়া কেনা; কয়েকদিন ধরে ভাই-বোন সবাই মিলে সেইসকল পশুদের যত্ন নেওয়া; আহা! এ যেন আনন্দ আর উত্তেজনা মিলে এক সাঁঝ সাঁঝ রব। এই আনন্দঘন পরিবেশেই প্যাপাইরাস পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
"ঈদ মোবারক।"

গ্রীষ্মের রেশ কাটতে না কাটতেই ক্যালেন্ডারে ঢুকে পড়েছে জুন। এ মাসের সূচনায়ই পবিত্র ঈদ-উল-আযহার প্রস্তুতি। কোরবানির হাট ...
03/06/2025

গ্রীষ্মের রেশ কাটতে না কাটতেই ক্যালেন্ডারে ঢুকে পড়েছে জুন। এ মাসের সূচনায়ই পবিত্র ঈদ-উল-আযহার প্রস্তুতি। কোরবানির হাট বসতে শুরু করেছে শহর থেকে গ্রাম—চারপাশে এখন গরুর ডাক, মানুষের ব্যস্ততা আর ঈদের আমেজ। ছোট্ট শিশুটির চোখে জ্বলজ্বল করে কোরবানির গরুর রঙিন দড়ি, আর তরুণের হাতে মোবাইল—তুলছে ছবি, করছে ভিডিও, ঘুরে দেখছে হাট।

এ মাস শুধু ঈদ নয়, বর্ষার আগমনী বার্তাও বয়ে আনছে। একদিকে গরমের তেজ এখনও হেলে পড়েনি, অন্যদিকে কখন যেন হঠাৎ মেঘ এসে নামে মাথার ওপরে—বৃষ্টি নামে, আবার থেমে যায়।
রাস্তাঘাটে কোরবানির পশুর হাটের কাঁদা আর যানজট যেন নগরজীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই ঈদে শুধু গবাদিপশু নয়, কুরবানি হোক নিজের ভেতর তৈরি হওয়া পশুটিও। স্রষ্টা যেভাবে বৃষ্টি দিয়ে গবাদিপশুর রক্ত ধুয়ে দেন, একইভাবে যেন ধুয়ে দেন আমাদের গুনাহগুলোকে।

প্রিয় পাঠক,
ঈদের খুশির মাঝে যদি আপনার হৃদয়ে জমে থাকে কোনো অনুভূতির রেশ, কোনো স্মৃতি, কোনো গল্প, কবিতা, ভ্রমণ কিংবা পাঠ-অভিজ্ঞতা—তা হলে লিখে পাঠাতে পারেন আমাদের অনলাইন সাহিত্যপত্র প্যাপাইরাস–এর জুন সংখ্যার জন্য।
প্যাপাইরাসের পরবর্তী প্রকাশনা প্রকাশিত হবে ১৯ জুন, ২০২৫। চাইলে ঘুরে দেখে আসতে পারেন পত্রিকার পূর্ববর্তী প্রকাশনা থেকে :
লিংক : https://www.thepapyrus.org
লিখা পাঠানোর ঠিকানা-
মেইল : [email protected]
লিখা পাঠানোর শেষ সময় : ১৩জুন,২০২৫(রাত ১২টা)

The Papyrus - আমরা একদল শিক্ষার্থী – বর্তমান ও প্রাক্তন। প্রাক্তনদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ গবেষক, কেউ ব.....

এক টুকরো রঙিন কাগজে লেখা কিছু মানবিক অনুভব বদলে দিলো শান্তর ক্লান্ত বিকেল। পথের ধারে পড়ে থাকা সেই লেখায় ছিল মানুষ ও জীবন...
19/05/2025

এক টুকরো রঙিন কাগজে লেখা কিছু মানবিক অনুভব বদলে দিলো শান্তর ক্লান্ত বিকেল। পথের ধারে পড়ে থাকা সেই লেখায় ছিল মানুষ ও জীবনের প্রতি গভীর ভালোবাসার ছাপ। আর সেই কাগজই ছিনিয়ে নিল এক টোকাই, যেন জীবনের আরেক রঙ দেখিয়ে গেলো। ছোট্ট একটি মুহূর্তে শান্ত উপলব্ধি করলো—মানুষ, তাদের ভাবনা আর জীবনযাত্রা কত বিচিত্র, কত গভীর তার প্রকাশ পাওয়া যায় মো: আব্বাস উদ্দিনের এই লেখনিতে।

প্রিয় পাঠক, আপনার লিখা যেকোন গল্প-কবিতা, স্মৃতিকথা কিংবা মতামত পাঠাতে পারেন আমাদের মেইল
[email protected] এ।

ক্লান্ত শরীর। ঘামে শার্টের পেছন দিকে প্রায় অর্ধেকটাই ভিজে গেছে। বলছি শান্তর কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ...

খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা একটা খিলি৷ পানের খিলি নয়, ফুলের খিলি৷ স্নিগ্ধ এই খিলি দেয়ার মত পবিত্র আত্মার কাউকে খুঁজে ...
18/05/2025

খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা একটা খিলি৷ পানের খিলি নয়, ফুলের খিলি৷ স্নিগ্ধ এই খিলি দেয়ার মত পবিত্র আত্মার কাউকে খুঁজে পাচ্ছে না৷ তখনই দেখা যায় পবিত্র আত্মা নিয়ে কলেজপড়ুয়া অপুর সাংঘাতিক এক লেখা৷ শুরু হয় অপু, স্নিগ্ধের গল্পের খেলা৷ এভাবেই স্নিগ্ধ আর অপু মিলে তৈরি করে এক অসাধারণ গল্পের৷ গল্পের শেষের স্নিগ্ধ কি কাউকে ফুলের খিলিটা দিয়েছিল? স্নিগ্ধ ও অপুর এই অসাধারণ গল্প নিয়ে লিখেছেন তন্ময় দাস তার "ফুলের খিলি" গল্পে৷

প্রিয় পাঠক, আপনার লিখা যেকোন গল্প-কবিতা, স্মৃতিকথা কিংবা মতামত পাঠাতে পারেন আমাদের মেইল
[email protected] এ।

অপু ও স্নিগ্ধ একই কলেজে পড়ে। দুইজন দুইজনকে চিনলেও কখনো সামনা-সামনি কথা হয়নি। তবে মাঝে মাঝে সোশাল মিডিয়ায় কথা ....

রূপালী চাঁদের আলোয় এগোচ্ছে গাড়ি, আর মগজ স্মৃতিচারণ করছে সেই দুর্বার আর্য ছেলের৷ অ্যালজেবরার কাটাকুটি যেন আর্য ছেলের টি...
18/05/2025

রূপালী চাঁদের আলোয় এগোচ্ছে গাড়ি, আর মগজ স্মৃতিচারণ করছে সেই দুর্বার আর্য ছেলের৷ অ্যালজেবরার কাটাকুটি যেন আর্য ছেলের টি শার্ট এরই রং, সে যেন এসেছিল ঘাসফুল সেজে৷ অক্টোবর রেইন, চায়ের চুমুকে যেন তারই রেশ৷ কখনোবা সে ধরা দেয় বজ্রপাত রূপে, বাতাসে যেন সেই ফেরারি ছেলেরই ঘ্রাণ৷ নীল রক্তের এই আর্য ছেলেকে নিয়ে লিখেছেন ফারিয়া তাবাসসুম মেহরিন তার "আর্যপত্র" কবিতায়৷

প্রিয় পাঠক, আপনার লিখা যেকোন গল্প-কবিতা, স্মৃতিকথা কিংবা মতামত পাঠাতে পারেন আমাদের মেইল
[email protected] এ।

জানালার ওপারে রূপালি চাঁদ; মগজে স্মৃতিচারণ ভারী

16/05/2025

পরিসংখ্যান তিক্ত-বিষাক্ত নাকি মিষ্টি-মধুর? পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হিসেবে কেমন যাচ্ছে সময়? প্যাপাইরাস কি ভবিষ্যত পরিসংখ্যানবিদদের প্রতিদিনকার জীবনে কোনো ভূমিকা রাখছে? রাখলে তা কেমন?

এসব অতি সাধারণ কিন্তু সদ্য দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করা শিক্ষার্থীদের ( নাফিছা, নিঝুম, মুহেব্বুল) কাছে তা অনেক চমকপ্রদ কেননা এক বছরেই অনেকটা নতুন করে দেখেছিল তারা এই নতুন পরিবেশ। ওদের সাথে দুষ্টু, মিষ্টি, রোমাঞ্চে ভরপুর সময়ে, প্রশ্ন নিয়ে ক্যামেরার সামনে ছিলেন তন্ময় এবং ক্যামেরার পেছনে ছিলেন রিয়ন, সালমা।
রোমাঞ্চকর সব বিষয় সম্পর্কে ওদের মতামত জানতে থাকুন প্যাপাইরাসের সাথে।

This poem has a raw, emotional resonance — like a quiet conversation between someone’s inner world and the wider univers...
15/05/2025

This poem has a raw, emotional resonance — like a quiet conversation between someone’s inner world and the wider universe. There's a strong theme of resilience — the belief that time can heal, that struggles are temporary, and that peace will eventually come. Amidst chaos and emotional turmoil, there's a longing for escape and a gentle reminder of faith.Through poetic expression, the speaker finds strength in patience, acceptance, and the promise that even suffering has its ease. "Inside atrocities" a reflective poem about inner turmoil, healing, and hope which is written by "Kazi Shafin Alam".

প্রিয় পাঠক, আপনার লিখা যেকোন গল্প-কবিতা, স্মৃতিকথা কিংবা মতামত পাঠাতে পারেন আমাদের মেইল
[email protected] এ।

I like the sun, hiding behind cloudInside is full of screams, they shouldn’t burst out loud

আবেগে ভরা আর গভীর ভালোবাসার স্পর্শে লেখা  একটি কবিতা। এটি যেন একান্ত অনুভবের ডায়েরির পৃষ্ঠা, যেখানে "তুই" শুধুই একজন না—...
15/05/2025

আবেগে ভরা আর গভীর ভালোবাসার স্পর্শে লেখা একটি কবিতা। এটি যেন একান্ত অনুভবের ডায়েরির পৃষ্ঠা, যেখানে "তুই" শুধুই একজন না—সে একজন খুব নিজের, খুব আপন, খুব কাঙ্ক্ষিত মানুষ। এটি এক অন্তর্মুখী হৃদয়ের নরম স্বীকারোক্তি, যেখানে ভালোবাসা প্রকাশ পায় নিঃশব্দ অভিব্যক্তিতে। প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলো—সকালের চা, বিকেলের রোদ, সূর্যাস্তের রঙ—সব কিছুতেই ফুটে ওঠে প্রিয়জনের অনুপস্থিতির যন্ত্রণা।প্রকৃতি যেন এই নিঃসঙ্গতার মৌন সাক্ষী। "মাহবুবা মিতু"র লেখা " একান্ত আমার" কবিতায় একাকিত্ব আর গভীর ভালোবাসা মিশে এক অপূর্ব অনুভূতির জন্ম দিয়েছে।

প্রিয় পাঠক, আপনার লিখা যেকোন গল্প-কবিতা, স্মৃতিকথা কিংবা মতামত পাঠাতে পারেন আমাদের মেইল
[email protected] এ।

জানিস?তোকে ছাড়া সকালটা আমার বড্ড অলস লাগে বারান্দার হালকা রোদ, আর এক কাপ চাতোকে ছাড়া আমায়, প্রচন্ড নি:সঙ্গতায় ভোগা.....

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when The Papyrus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Papyrus:

Share

Category