
06/08/2025
শ্রাবণের আকাশে মেঘের খেলা আর ছাদে ছাদে বৃষ্টির নাচের মধ্য দিয়ে শুরু হলো আগস্ট মাস। শ্রাবণ মাস মানেই বর্ষার স্নিগ্ধ ছোঁয়া—চারদিকে শুধু সবুজের সমারোহ। গাছের পাতায় টুপটাপ বৃষ্টির সুর যেন প্রকৃতির নিজস্ব সংগীত। শ্রাবণের বৃষ্টিধারা মাটিকে যেমন সজীব করে তোলে, তেমনি হৃদয়েও জাগিয়ে তোলে এক বিশেষ অনুভূতি।
একই সাথে এই আগস্ট মাস আমাদের স্মরণ করিয়ে দেয় ২৪ এর রক্তাক্ত জুলাই বিপ্লবের কথা। বাংলাদেশের সাধারণ জনগণ ও ছাত্র সমাজের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে ৫ ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার সরকারের। এ আগস্ট মাস বাঙালিদের বিপ্লবী চেতনার ধারক; যেখানে বৃষ্টি মাটি ভিজিয়ে দেয়, সেখানে ইতিহাস ভিজে থাকে বীরদের রক্তে।
প্রিয় পাঠক,
এ বর্ষায় আগস্টের আবেগ ও সাহসও হয়ে উঠতে পারে আপনার লেখার উপাদান। আপনার আবেগ, অনুভুতির জালে মোড়ানো স্মৃতিকথনগুলো (গল্প, কবিতা, ভ্রমণকাহিনী, বুক রিভিউ) লিখে পাঠাতে পারেন আমাদের অনলাইন পত্রিকা প্যাপাইরাসের পাতায়।
প্যাপাইরাসের পরবর্তী প্রকাশনা প্রকাশিত হবে আগস্ট মাসের ১৪ তারিখে। চাইলে ঘুরে দেখে আসতে পারেন পত্রিকার পূর্ববর্তী প্রকাশনা থেকে :
লিংক : https://www.thepapyrus.org
লিখা পাঠানোর ঠিকানা-
মেইল : [email protected]
লিখা পাঠানোর শেষ সময়: ১১ আগস্ট (সোমবার), রাত ১২ টা পর্যন্ত।
The Papyrus - আমরা একদল শিক্ষার্থী – বর্তমান ও প্রাক্তন। প্রাক্তনদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ গবেষক, কেউ ব.....