Tamu - তামু;

Tamu - তামু; অনন্ত মহাকালের যাত্রা মোর অসীম আকাশের অন্তে 💔🥀🙂🤍🥀💔 থাকব সবাই এক জোটে জিতবে এবার ধানের শীর্ষে। ৩০ তারিখে ধানের শীর্ষে ভোট দিন।

28/07/2025

Psychology পড়ার ইচ্ছে ছিলো অনেক।
কিন্তু আমি নিজেইতো একটা পাগল🥺🥀

27/07/2025

ফেসবুক থেকে কোনো "বন্ধু " পেয়েছেন? যার সাথে পরিচয়টা ভার্চুয়াল হলেও সম্পর্কটা রিয়েল লাইফের মতই!' 🖤

27/07/2025

কিছু আত্মীয়কে block করে দেওয়া উচিৎ ওরা পোস্ট,ছবি ফেসবুকে দেখে, আর comment বাড়িতে এসে করে...! 😒

27/07/2025

বয়ফ্রেন্ড এর সাথে প্রথম দিন দেখা করতে গিয়ে প্রচুর লজ্জা পাইছিলাম, সে আমার হাত ধরে টান দিলে আমি তো লজ্জায় শেষ ভাই রে ভাই🤧🤧 হেতের চোখের দিকে তাকাতেই পারলাম না লজ্জায়,, একটা box গিফট করছিলো,বক্সে ছিলো কিছু গ্লিটার নেইলপলিশ,eye con কাজল,কিছু লিপস্টিক আর একটা বক্সে কিছু চকলেট । পরে Restaurant এ বসছিল,, pizza অর্ডার দিছিলো,আমি কিচ্ছু খাইতে পারি নাই, পেটে খুদা থাকা সত্বেও,,then বাসায় আসবো গাড়িতে উঠিয়ে দিবে,, তো হাঁটার সময় বলতেছে,,এত লজ্জা থাকলে কেমনে হবে ইশু!😒

এটা 6 নম্বর bf এর কাহিনী ছিলো,বাকি গুলো পরে বলবো, এখন ভাত খাচ্চি😑

26/07/2025

মাত্র একটা বিষয়ে চার বছরের অনার্স!!
এত সুখ ক্লাস ওয়ানেও ছিলো না।ধন্যবাদ🙂

26/07/2025

- জীবনের এক পর্যায়ে এসে দেখবেন 🙂

- সময়ের ব্যবধানে আপনার কোনো বন্ধুই নেই 😔

- তামু🙂

26/07/2025

ছোট বেলায় পাগলু ছবিতে দেবের মাথায় ব্যান্ডেজ দেখে এতো ভালো লাগছিলো যে, সব সময় দোয়া করতাম, আমার যেনো একটু মাথা ফা-টে। এমনকি নামাজে বসেও দোয়া করতাম তারপর মাথায় ব্যান্ডেজ করলে আমাকে কেমন দেখা যাবে সেটাও কল্পনা করতাম।

আলহামদুলিল্লাহ ৭ম এ উঠার কয়েকদিন পরেই আমাদের গেইট সাথে ভারি খেয়ে আমার মাথা ফে-টে যায়। ব্যান্ডেজ করার পর এতো খুশি চিলাম সারাদিন আয়না দেখতাম, রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতাম
এই মাথার ব্যান্ডেজ নিয়ে স্কুলে চলে যেতাম

এখন এই কথা মনে পড়লে এতো সরম লাগে,ইচ্ছে করে মাটির ভিতর ডুকে যাই😞

10/07/2025
10/07/2025

এসএসসি পরীক্ষায় ফেইল করায় ধানমণ্ডির৩২ এক যুবকের মৃ*ত্যু
(যুবকের ছবি কমেন্ট বক্সে)

26/06/2025

জীবন এমন না হলেও পারতো।
তুমি যখন আসোনি জীবনে, তখনও একা ছিলাম৷ কই? এমন তো লাগেনি তখন। এমন অস্থিরতা, নিঃশ্বাস নিতে এত কষ্ট হওয়া, নিজেকে ভীষণ একা লাগা, অসহায় লাগা, এসব কিচ্ছু মনে হয়নি আগে।

তুমি আসার পর যেখানে জীবন রঙিন হওয়ার কথা ছিল, সেখানে সবকিছু কেমন উল্টো হয়ে গেল! ভালোবেসে ভালো থাকতে চেয়েছি, অথচ তুমি আর ভালো থাকতে দিলে কই?

অনিশ্চিত অপেক্ষায় পড়ে থেকে, তোমার অবহেলা, অনাদর পেতে পেতে জীবন অতিষ্ঠ জলপ্রপাত মোহকা নদীর মতো থমকে গেছে! তুমি ভালোবেসে আগলে রাখবে তো দূরের কথা, আমি আগলে রাখতে চাইলেও তোমার কেমন অনিহা!

জানো?
কেউ না থাকার যন্ত্রণা আছে বৈকি৷ কিন্তু কেউ থাকার পরেও যখন নিজেকে একা লাগে, নিঃস্ব মনে হয়, সে যন্ত্রণা কাকে বোঝাবো? তুমিও তো বুঝলে না, কত অপেক্ষা, সাধনায় তোমায় পেয়েছিলাম। যে পাওয়ায় হারানোর ভয় থাকে, সম্ভাবনা থাকে, সে পাওয়ায় কোনো আনন্দ নেই, সেখানে আরও ভয়ংকর ভয়!

আমার আফসোস হয় নিজের জন্য!
তোমাকে ভালোবেসে নিজের জীবন ক্ষয় করলাম। কত অপেক্ষা উপেক্ষা হয়ে সময় ফুরায়, তুমি জানলে না৷ অথচ জীবন এমন হওয়ার কথা ছিল না৷ তোমার যেমন সবকিছুই স্বাভাবিক, তেমন আমার জীবনে সবকিছুই স্বাভাবিক থাকার কথা ছিল।

মানুষ পারে না, এমন কিছু পৃথিবীতে নেই। শুধু পারে না, সম্পর্কের শুরুতে মানুষ যেমন থাকে, সারাজীবন তেমনই থাকতে! মানুষ বদলায়, ঠিক তোমার মতোই দ্রুত বদলায়! আমি না হয় চলে যাবো। কিন্তু আমাকে ছাড়া তুমি কতদিন ভালো থাকবে? থাকবে তো ভালো..!!?

~ Tamu - তামু;

আমি,শ্বশুর মিলে শ্বশুরের টুপি খুজতেছি।😳😳শ্বাশুড়ি এসে জিজ্ঞেস করলো,কি খুজাখুজি করো,শ্বশুর বললো,আমার টুপিটা পাচ্ছিনা।এইবার...
21/06/2025

আমি,শ্বশুর মিলে শ্বশুরের টুপি খুজতেছি।😳😳
শ্বাশুড়ি এসে জিজ্ঞেস করলো,কি খুজাখুজি করো,শ্বশুর বললো,আমার টুপিটা পাচ্ছিনা।এইবার শ্বাশুড়িও খুঁজতে লাগলো।
আর শশুর ইচ্ছামত ব'কতেছে শ্বাশুড়িকে,টুপি ধুয়েছো,ঘরে এনে ঠিকমত রাখতেও জানোনা।এই বয়সেও এসে বেখেয়ালী।
খুঁজতেচি ৩ জন মিলে।কিছুহ্মন পর দেবর আসলো,, বলতেছে কি খুঁজেন??,আমি বললাম, আব্বার টুপি।
এখন দেবর বলে আব্বার মাথায় কি এইটা লুংগি???😡

ওমা তাকিয়ে দেখি ঠিকই তো টুপি তো টুপির মালিকের মাথায়।এইবার শ্বাশুড়ির পালা,,এখন শ্বাশুড়ি ইচ্ছামত বলতেছে শ্বশুরকে,,শ্বশুর উত্তরে বলে,,তোমার চোখ কি আসমানে রেখে চলো???
মাথায় যে টুপি দেখনাই কেনো,,,??🙄🙄🙄🐸

যে আপনারে ভালোবাসে নাহ্, আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে.!🙂💔🥀
19/06/2025

যে আপনারে ভালোবাসে নাহ্, আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে.!🙂💔🥀

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tamu - তামু; posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamu - তামু;:

Share

Category