
21/07/2025
উওরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ছোট ছোট শিশুদের জন্য অনেক রক্ত লাগবে, 🙏🙏🙏 প্লিজ যারা পারবেন এসব লোকেশনে চলে যান। আমাদের টিম সব জায়গায় থাকবে।
📍 রক্তদান করতে পারেন এই হাসপাতালগুলোতে:
✅ ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
✅ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
✅ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
✅ কুয়েত মৈত্রী হাসপাতাল
✅ উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
✅ মনসুর আলী মেডিকেল কলেজ
দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না, শুধু যারা সাহায্য করতে পারবেন তারা যান, খুবই দ্রুত। কারণ পরে যেয়ে লাভ হবেনা। আমি যত সংগঠনের সাথে যুক্ত আছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি। সকলকে অনুরোধ জানাচ্ছি 🙏 আপনারা দ্রুততার সাথে রক্তের ব্যবস্থা করুন।