Farjana Urmi

Farjana Urmi I am a ( News Presenter , Anchoring , Voice Artist , Content Creator )

08/11/2025
08/11/2025

আমি থাকি খালে বিলে তুমি থাকো ডালে ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে ?
কি হতে পারে আনসার

08/11/2025

dont miss this four opportunity #ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক

Are you believe that you are a amazing person??Yes that’s true You are a just amazing person because human inside have i...
07/11/2025

Are you believe that you are a amazing person??
Yes that’s true
You are a just amazing person because human inside have impact power if you want to make change so you can change anything by your sides.
আপনি কি বিশ্বাস করেন আপনি একজন অসাধারণ মানুষ
আপনার ভেতরে আছে এক অলৌকিক শক্তি যা কাজে লাগাতে পারলে আপনি হয়ে উঠতে পারেন একজন roll model in the world
আপনার right decision positive thinking are
bas hoye gelen Apni ononna.
Alhamdulliah
আমি একমাত্র বাংলাদেশী leady লিডার হিসেবে লিডারশিপ training নিয়ে সার্টিফিকেট পেলাম ,ফিলিপাইনে ইন্দোনেশিয়ান নেপালিয়ান ট্রেনিং program.
আমি যা অর্জন করতে যাচ্ছি তা আমি বলব আমার চেষ্টা ইচ্ছে আর আমার রক্ত ঝরা ঘামের ফল.
তাহলে আজ আপনি kn পিছিয়ে থাকবেন
চলে আসুন আমি আছি আপনার সাথে???????
ন্যাচারাল পণ্য অর্গানিক পণ্য আর বিজনেস সম্পর্কে জানতে ইনবক্স করুন.
#ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক লন্ডন

একজন লিডার কখনোই সুজুকের অপেক্ষা করে না লিডার শুজুক তৈরি করে.আপনি judi hard work না করে স্মার্ট work করেন আপনি ও হতে পার...
07/11/2025

একজন লিডার কখনোই সুজুকের অপেক্ষা করে না
লিডার শুজুক তৈরি করে.
আপনি judi hard work না করে স্মার্ট work করেন আপনি ও হতে পারেন স্বপ্নবাজ থেকে সপ্নের পুরুষ বা সপ্ন কন্যা হতে অন্নপূর্ণা
কাজ যাই হোক না কেন আপনার দৃঢ়তা আপনার সাহসিকতা আর প্রচেষ্টা আপনাকে অনুপ্রাণিত করে অন্যকে অনুপ্রাণিত করে #ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক

07/11/2025

একজন লিডার কখনোই sujuker অপেক্ষা করে না. leader sujuk তৈরি করে . একজন লিডার তার অভিজ্ঞতা দিয়ে followers দের নুতুন করে তৈরি করে. #ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক #ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক

আমার নুতুন সদস্য কে বলেছে আপনাকে যে কাজ  করার ইচ্ছে থাকলে কাজ হয় না কই আমার তো কাজ হচ্ছে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্...
06/11/2025

আমার নুতুন সদস্য
কে বলেছে আপনাকে যে কাজ করার ইচ্ছে থাকলে কাজ হয় না
কই আমার তো কাজ হচ্ছে
আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি
মানুষের মনোজগতে প্রবেশ করার টেকনিক জানতে হবে
ব্যাস
তাহলে ই হবে
DXN — সারা বিশ্বের মানুষের হাতে সফলতার চাবিকাঠি!

আজ DXN ছড়িয়ে গেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে —
স্বপ্ন দেখছে লাখো মানুষ, নিজেদের জীবনকে বদলে দিচ্ছে এই গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

🇲🇾 Malaysia | 🇮🇳 India | 🇧🇩 Bangladesh | 🇸🇦 Saudi Arabia | 🇴🇲 Oman | 🇦🇪 UAE | 🇶🇦 Qatar | 🇰🇼 Kuwait | 🇧🇭 Bahrain | 🇸🇬 Singapore | 🇳🇵 Nepal | 🇮🇩 Indonesia | 🇵🇭 Philippines | 🇧🇷 Brazil | 🇯🇵 Japan | 🇰🇷 Korea | 🇺🇸 USA | 🇬🇧 UK | 🇨🇦 Canada ...
এবং আরও ১৮০+ দেশে DXN বিজনেস সক্রিয়! 🌍

এখন সফলতার সময়, এখন DXN-এর সময়!
আপনি যেখানেই থাকুন, এখান থেকেই শুরু হতে পারে আপনার সফলতার গল্প।

💬 বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন
#ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক

06/11/2025

জীবনে সফল হতে হলে শুধু স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্ন পূরণের সঠিক পথও খুঁজে নিতে হয়।DXN সেই পথ — যেখানে আপনি পাবেন স্বাস্থ্য, সম্পদ ও স্বাধীনতার অসাধরণ প্রমাণ #ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক

06/11/2025

Dxn Kuwaiti 19 Anniversary with Star Diamons & Above Achievers Recogniton, 19 DEC 2025 Friday |3PMCONVENTION
📍 CENTER& ROYAL SUITES HOTEL BANQUET HALLDxn

কুয়েতি স্টার ডায়মন্ডস এবং তার উপরে প্রাপ্তদের স্বীকৃতির সাথে ১৯তম বার্ষিকী,১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার |
বিকাল ৩টা
📍কনভেনশন সেন্টার এবং রয়েল স্যুটস হোটেল ব্যাঙ্কুয়েট হলআরো বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

তুমি কি নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাও?কান খুলে শোনে নাও ব্র্যান্ড হতে সময় লাগে, ধৈর্য লাগে, আর নিজেকে প্রতিদিন ...
05/11/2025

তুমি কি নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাও?
কান খুলে শোনে নাও
ব্র্যান্ড হতে সময় লাগে, ধৈর্য লাগে,
আর নিজেকে প্রতিদিন গড়ে তোলার চেষ্টা লাগে।
Rolls-Royce
আপনি কি জানেন
একটি সাধারণ Toyota তৈরি হতে গড়ে 18-20 ঘণ্টা সময় লাগে।
কিন্তু
একটি Rolls-Royce তৈরি হতে লাগে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর

কারণ Rolls-Royce হলো Luxury Brand, যা একবার তৈরি হলে সারা পৃথিবীতে তার আলাদা মূল্য, সম্মান ও পরিচিতি থাকে।

ঠিক তেমনি —
যদি তুমি নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়তে চাও, wait করতে হবে
তারাহুরু করা যাবে না
নিজের জন্য সময় দাও
তোমাক ইতিহাস বানাও এর জন্য যা করা লাগে চেষ্টা করে দেখো না একবার
প্রতিদিন শিখো, প্রতিদিন কাজ করো
ধৈর্য নিয়ে নিজের ভেতরকার Brand Value তৈরি করো

মনে রাখবে:
“সস্তা জিনিস তাড়াতাড়ি তৈরি হয়,
কিন্তু ব্র্যান্ড তৈরি হতে সময় লাগে।”
তাই, নিজেকে সস্তা প্রোডাক্ট নয়, বরং Rolls-Royce এর মতো একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করো!
#ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক #ডিএক্সনব্যাদেশক

05/11/2025

মাঝে সোজা এভাবেই করতে হয় #ডিএক্সনব্যাদেশ #ডিএক্সনব্যাদেশক #

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category