The Bengal News

The Bengal News বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করে একটি প্রগতিশীল সমাজ বিনির্মান-ই আমাদের লক্ষ্য।
thebengalnews24.com
(8)

সারাদেশে প্রায় তিনশো পূজা মন্ডপে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিমা তৈরি করা হবে- এমন বার্তাযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মা...
25/09/2025

সারাদেশে প্রায় তিনশো পূজা মন্ডপে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিমা তৈরি করা হবে- এমন বার্তাযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৈনিক ‘আজকের পত্রিকা’ এর একটি ফটোকার্ড এই খবরে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি একটি এডিট করা ফটোকার্ড। আজকের পত্রিকার ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। অন্য কোনো গণমাধ্যমে কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এমন কোনো দাবি করা হয়নি। সঙ্গত কারনে এই ভিত্তিহীন ফটোকার্ডটিকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

নিউজ রিপোর্ট ডেস্ক ব্যাঙ্গল নিউজ

25/09/2025

আলোচিত বক্তা মুফতি আলী হাসান উসামা পিএসের সাথে কথোপকথন। ওয়াজ পূর্ববর্তী সময়ে টাকার কন্টাক্ট করা।

25/09/2025

25/09/2025

25/09/2025

মুফতি আলী হাসান উসামার বিরুদ্ধে ওয়াজের নাম করে ধর্মব্যবসার অভিযোগ উঠেছে। আয়োজকরা দাবী করছেম মুফতি আলী হাসান উসামা ওয়াজের পূর্বেই তিনি কন্টাক্ট করে অগ্রীম টাকা নেন। এবং তার ব্যাক্তিগত গাড়ির ড্রাইভারকে টাকা দিতে।
সাক্ষাৎকার দিচ্ছেন হয়রানির শিকার মাওলানা আজিজুর রহমান।

আমরা একাধিকবার মুফতি আলী হাসান উসামার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমাদের কল রিসিভ করেননি।

হবিগঞ্জ জেলায় একই দিনে তিনটি স্থানে আলোচিত বক্তা মুফতী আলী হাসান উসামার অংশগ্রহণ ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্...
25/09/2025

হবিগঞ্জ জেলায় একই দিনে তিনটি স্থানে আলোচিত বক্তা মুফতী আলী হাসান উসামার অংশগ্রহণ ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় তাফসীর কমিটি, আয়োজক এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে—দিনভর একাধিক ফোনালাপ, অগ্রিম অর্থ প্রদানের দাবি এবং শেষ মুহূর্তের সময়সূচি পরিবর্তনের ফলে মাহফিলগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী মুফতী আলী হাসান উসামার ২৪ সেপ্টেম্বরের সময়সূচি ছিল এভাবে:
১. সুজাতপুর, ১২ নং ইউনিয়ন, বানিয়াচং উপজেলা – বিকেল ৩টা থেকে।
২. শাহপুর, ১১ নং মক্রমপুর, বানিয়াচং উপজেলা – বাদ এশা।
৩. নরপতি, চুনারুঘাট উপজেলা – রাত ১০টা।

প্রথম অনুষ্ঠান সুজাতপুরের দাওয়াত দেন স্থানীয় মাওলানা বশির আহমদ, দ্বিতীয়টি শাহপুরের আমন্ত্রণের দায়িত্ব নেন মাওলানা আজিজুর রহমান এবং তৃতীয়টি চুনারুঘাটে দাওয়াত দেন মাওলানা মাহমুদুল হাসান।

আয়োজকদের একজন জানান, তিন মাহফিলেই বক্তা উপস্থিত থাকবেন বলে আগে থেকেই ধারণা ছিল। কিন্তু ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে হঠাৎ খবর আসে যে বক্তা আসবেন না। তাফসীর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এমন খবর পেয়ে আয়োজকরা বিব্রত হয়ে পড়েন।

এক আয়োজকের দাবি, তিনি ব্যক্তিগতভাবে বক্তার চালকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে বক্তা অগ্রিম পারিশ্রমিক ছাড়া বের হবেন না। “আমি ড্রাইভারকে বারবার অনুরোধ করি, শেষ পর্যন্ত কিছুটা লোভ দেখাতেও হয়,” বলেন ওই আয়োজক। পরে তাফসীর কমিটি বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠালে ড্রাইভার নিশ্চিত করেন যে তারা ঢাকা থেকে রওনা হয়েছেন।

নির্ধারিত সময়ে সুজাতপুরের অনুষ্ঠানে বক্তা উপস্থিত হননি। রাত ৯টা ৪৫ মিনিটে তিনি সরাসরি শাহপুরে পৌঁছান। সেখানেও সংক্ষিপ্ত বক্তব্য দেন—মোট ২০ মিনিট। আয়োজকদের বক্তব্য, “প্রতি মিনিটে হাজার টাকা” হিসেব করলে ঠিক ২০ হাজার টাকার সমান সময় বক্তব্য দেওয়া হয়। বক্তৃতা শেষে তিনি তৎক্ষণাৎ গাড়িতে উঠে পড়েন।

শাহপুরের পর বক্তা রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাটে যান। আয়োজকদের অভিযোগ, এই স্থান থেকে আগেই ২৫ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়েছিল, তার সঙ্গে চালকের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা। তবে চুনারুঘাটে গিয়েও বক্তা অসুস্থতার অজুহাতে স্বল্প সময়ের বয়ান করে দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক আয়োজক মনে করছেন, পরিকল্পিতভাবে আর্থিক চাপ সৃষ্টি করে বক্তা ও তাঁর পক্ষ লোকজন অগ্রিম টাকা আদায় করেছেন। “ধর্মীয় মাহফিলের নামে ব্যবসা করা হচ্ছে,” বলে মন্তব্য করেন শাহপুরের একজন কমিটি সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্টকারী ঘটনা হিসেবে দেখছেন। কেউ কেউ ভবিষ্যতে বক্তাদের পারিশ্রমিক ও উপস্থিতি নিয়ে স্বচ্ছ নীতিমালা প্রয়োজন বলেও মত দিয়েছেন।

এ প্রতিবেদনের সময় পর্যন্ত মুফতী আলী হাসান উসামা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ধর্মপ্রাণ জনগণ ও আয়োজকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের আর্থিক লেনদেন ও সময়সূচি ভঙ্গের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত কমেন্টে
24/09/2025

বিস্তারিত কমেন্টে

24/09/2025

ভিডিওর শুরুতে দেখা যাবে—একজন রি*ভলভার দিয়ে ছাত্রদের উপর গু*লি চালাচ্ছে। একই ভিডিওর পরের দিকে সাব্বির ও মেহেদিকে ইট-পা*টকেল ছুঁড়তে দেখা যায় (কমেন্টে মার্ক করা স্ক্রিনশট দেওয়া আছে)।

২ আগস্ট ছাত্রজনতার উপর সরাসরি হা*মলায় অংশ নেয় সাব্বির ও মেহেদি। বর্তমানে এরা দু’জন এনসিপির যুব সংগঠন যুবশক্তির সদস্য (কমেন্টে প্রমাণ সংযুক্ত)।

ফরিদপুরে চাঁ*দা না পেয়ে টেম্পুস্ট্যান্ডে ভা*ঙচুর চালিয়েছে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাসুদ...
24/09/2025

ফরিদপুরে চাঁ*দা না পেয়ে টেম্পুস্ট্যান্ডে ভা*ঙচুর চালিয়েছে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাসুদুর রহমান লিমনের নির্দেশে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ হামলা হয়েছে। এ সময় কমপক্ষে ১৬টি মাহেন্দ্র গাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ৫০-৬০ দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ে টেম্পুস্ট্যান্ডে হামলা চালিয়ে সেখানে যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমাণ কমপক্ষে ১৬টি গাড়ি ভাঙচুর করে।

প্রবীণ চালক মো. লাভলু বলেন, হাজরাতলা মোড় থেকে সালথাগামী একজন মাহেন্দ্র চালক নিয়ম ভঙ্গ করে যাত্রী তুলতে গেলে তাকে লাইনম্যান বাধা দেয়। এনিয়ে তাদের মাঝে তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পরে যুবদলের নেতা লিমনের নির্দেশে হামলা চালানো হয়। লিমনের সহযোগী সোহেল, শাহিন, মিন্টুর নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেয়। তারা অপেক্ষমাণ সবগুলো গাড়ি ভাঙচুর করে। হামলায় কয়েকজন আহত হয়।

24/09/2025

Address

Dhaka
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when The Bengal News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share