
06/05/2025
সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, লিংকডইন-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য, সেবা বা ব্র্যান্ডকে প্রচার করা। এর মূল উদ্দেশ্যগুলো হলো:
1. ব্র্যান্ড পরিচিতি বাড়ানো
2. ক্রেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ও যোগাযোগ রাখা
3. বিক্রি বা লিড (গ্রাহক) তৈরি করা
4. ভালো কাস্টমার সার্ভিস দেওয়া
মূল স্ট্র্যাটেজিগুলোর মধ্যে পড়ে:
★ আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা (ছবি, ভিডিও, পোস্ট, রিল)।
★ পেইড অ্যাড চালানো (যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন)।
★ ইনফ্লুয়েন্সার মার্কেটিং (জনপ্রিয়দের দিয়ে পণ্যের প্রচার)।
★ কমেন্ট, ইনবক্সের উত্তর দিয়ে কমিউনিটি ম্যানেজমেন্ট।
★ রিপোর্টিং ও অ্যানালিটিক্স দিয়ে ফলাফল বিশ্লেষণ।
আপনি কী নিজের বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চান, না কি ফ্রিল্যান্স কাজের জন্য?
উত্তর জানাতে ভুলবেন না,,,,,,,,,
ধন্যবাদ।