Bangla Trend 2

Bangla Trend 2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla Trend 2, Video Creator, Shariatpur, Naria, Dhaka.

স্ক্রিনশট দেয়া ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন,বা দেখবেন।ঘটনা যতদুর জানলাম, ঢাকার বাহির থেকে ট্যুর শেষ করে ঢাকায় ফিরছিলেন,হে...
08/07/2025

স্ক্রিনশট দেয়া ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন,বা দেখবেন।
ঘটনা যতদুর জানলাম, ঢাকার বাহির থেকে ট্যুর শেষ করে ঢাকায় ফিরছিলেন,হেলমেট সহ অন্যান্য গিয়ার্স পড়া ছিলো,বিকেল আনুমানিক ৫ ঘটিকায় গজারিয়া বাউশিয়াংশে মধ্য বসিয়া বাস স্ট্যান্ডে জ্যাম থাকার কারনে বাইক নিয়ে দাড়িয়ে ছিলো একটি বাসের পেছনে।
পেছন থেকে বেপরো-য়া গতিতে আসা অন্য একটি বাস তাদের বাইক সহ দুজনকেই থেত-লে দিয়েছে,এমন ভাবে আ-ঘাত করছে যে,বাইকার ১ সেকেন্ড সময়ও পায়নি কিছু করার
আরও দুটি তাজা প্রা-ণ গেলো চলে।
অথচ পরিবার ছিলো অপেক্ষায় 😥

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বরো করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখ...
07/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বরো করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।
তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন।'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।
তাকে বলেন,যেকোন কাজ সন্মানের।শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।
তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন।দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।
বাচ্চাদের অভাব শিখাবেন না।অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না।এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে।খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।
যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

লিখাটা কে লিখেছেন জানিনা ফেসবুক থেকে নেওয়া।
সংগ্রহীত 💜❤️


আমার পেইজের ৯২ হাজার মানুষের মধ্যে যদি এই রাজ থেকে থাকেন প্লিজ ধরা দিন!! 😑 আর যদি কেউ চিনে থাকেন তাইলে ধরিয়ে দিন! এই বেট...
07/07/2025

আমার পেইজের ৯২ হাজার মানুষের মধ্যে যদি এই রাজ থেকে থাকেন প্লিজ ধরা দিন!! 😑 আর যদি কেউ চিনে থাকেন তাইলে ধরিয়ে দিন! এই বেটির জ্বালায় ফেবুতে থাকা বড়ই দায় হয়ে পড়েছে!😫😫 রাজ ভাই যদি দেখে থাকেন তাইলে প্লিজ আমাদের বাঁচান। 😫😫

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পো...
07/07/2025

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দূত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। হয়তো মহিলাটার মা"নসিক সম'স্যা আছে।

মে মাসের ১ তারিখ থেকে পড়ানো শুরু করেছিলাম জুনের ৩ তারিখ বেতন নিয়ে ঈদের বন্ধ দিয়েছিলাম।বাড়ি অনেক দূরে হওয়ার বাড়িতে গেলে ১...
07/07/2025

মে মাসের ১ তারিখ থেকে পড়ানো শুরু করেছিলাম জুনের ৩ তারিখ বেতন নিয়ে ঈদের বন্ধ দিয়েছিলাম।বাড়ি অনেক দূরে হওয়ার বাড়িতে গেলে ১৫-২০ দিন থাকা হয়,ফিরে এসে গত ২১ তারিখ থেকে আবার পড়ানো শুরু করেছি।আজকে হঠাৎ গার্ডিয়ান খাম টা হাতে দিলে খুবই অবাক হয়েছি, তার মধ্যে আবার আমার পরীক্ষার কারণে ঠিক মতো পড়াতেও পারি নি কিন্তু উনি ঠিকি সময় মতো সম্পূর্ণ বেতন দিয়েছেন।আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য এমন টিউশন আল্লাহর দেওয়া অনেক বড় রহমত।❤️

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনে...
04/07/2025

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা।

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের
ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, "আমাকে ফাঁ/সিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।"

এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, "কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।"

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।

—সংগৃহীত

জামাই আজকে বাসায় দেরি করে আসছে তাই দরজা বন্ধ করে বসে ছিলাম। অনেক্ক্ষণ ডাকাডাকি করে কত তালবাহানা, আমি তাও খুলিনি.. তারপর ...
02/07/2025

জামাই আজকে বাসায় দেরি করে আসছে তাই দরজা বন্ধ করে বসে ছিলাম। অনেক্ক্ষণ ডাকাডাকি করে কত তালবাহানা, আমি তাও খুলিনি.. তারপর এই অবস্থা অবশেষে খুলে দিলাম দরজা।🙂
আমার আবার দয়ার শরীর।🫣

পাদ কয় প্রকার
25/06/2025

পাদ কয় প্রকার

17/06/2025
15/06/2025

চোখের পলকে সব শে-ষ হয়ে গেল

Address

Shariatpur, Naria
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Trend 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category