রঙ্গিন - Poem .

রঙ্গিন - Poem        . Digital Network & Online Service Point Online Service Point. VIsit Visa Processing, Passport. NID. & Other Online Services . Tilagor Point. Sylhet .

11/08/2025

ওসমানীনগর উপজেলার একটি বাড়িতে পুকুরে মাছ ধরার জন্য জাল ফালানোন হয়েছিল।
আর সবার চোখে ফাঁকি দিয়ে কিভাবে মাছ গুলো চুরি করে নিয়ে যাচ্ছে জালিয়ারা, ভিডিওটিতে দেখুন।

শেয়ার করুন প্রচুর।

04/08/2025

সাহসী ভি"লেন! 👍 তার কথা একটাই আপনি কার বাবার সন্তান কে গা*লি দিলেন! ✊🫵🤫

আমাদের দেশের ৯৫% পুলিশের মুখে সব সময়ই খারাপ গা*লি থাকে।
আপনারা এটাকে কিভাবে দেখেন????

03/08/2025

এই পেইজের ১ জন একটিভ এডমিন প্রয়োজন।

তুই করল্লা , করল্লার মতো হবি তুই কেন বিড়ালের মত হবি🙄😂
01/08/2025

তুই করল্লা , করল্লার মতো হবি তুই কেন বিড়ালের মত হবি🙄😂

30/07/2025

সিলেটের হাসান মার্কেটের সামনে দেখা গেলো অদ্ভুত এক প্রাণী 👈👽🫣👽

29/07/2025

অভিনয় 😃😃😃

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,খৈল, ভুষি বা ফিডও খায় না!  ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইল...
29/07/2025

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!

ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!

নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য সরকার কে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?

👌🤚এক হিন্দু ছেলে তার মাকে কিছু প্রশ্ন করলো ।🙄ছেলে = মা তাজমহল এতো সুন্দর তাজমহল আমরা বানিয়েছি তাই না ??? 😥 মা = জ্বী না...
27/07/2025

👌🤚
এক হিন্দু ছেলে তার মাকে কিছু প্রশ্ন করলো ।
🙄ছেলে = মা তাজমহল এতো সুন্দর তাজমহল আমরা বানিয়েছি তাই না ???
😥 মা = জ্বী না , যিনি বানিয়েছিলেন উনার নাম শাজাহান বাদশা , উনি মুসলিম ছিলেন ।
ছেলে = ওহ । আচ্ছা তাহলে কুতুবমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি ???🙄
মা= জ্বী না । উনিও মুসলিম ছিলেন । উনার নাম কুতুবুদ্দিন আইবক ।😥
ছেলে = । তাহলে লালকেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি ??🙄
মা = না । ওটাও মুসলিম শাসকরা বানিয়েছে ।🤧
ছেলে = তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি ??🙄
মা= না। পুরাতন কেল্লা মুসলিমরা বানিয়েছে ।😔
ছেলে =তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি😕
মা= না। চারমিনার মুসলিম শাসকরা বানিয়েছে।😟
ছেলে = মা আমি শুনেছি ভারত প্রথম মিসাইল তৈরি করেছিল , মিসাইল হিন্দু শাষকরা বানিয়েছে তাই না😀
মা= না । ভারতে প্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন টিপু সুলতান । উনিও মুসলিম।😪
ছেলে= মা আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রোড গ্ৰান্ড ট্রাঙ্ক রোড ।
প্রায় ৩০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ।
আচ্ছা মা সেটা তো আমরা বানিয়েছি ??😌
মা=না । গ্ৰান্ড ট্রাঙ্ক রোড আমরা বানায়নি ।
গ্ৰান্ড ট্রাঙ্ক রোড একজন মুসলিম শাসক বানিয়েছি , উনার নাম শের শাহ 🙁
ছেলে = তাহলে মোঙ্গলদের সাথে যুদ্ধ আমরা করেছি , তাই না ?? 🤗
মা = না । আলাউদ্দিন খলজি মোঙ্গলদের সাথে যুদ্ধ করেছেন । সেই যুদ্ধে আলাউদ্দিন খলজি যদি পরাজিত হতো , তাহলে আজ ভারত ধ্বংস হয়ে যেতো ।😟
ছেলে = আচ্ছা তাহলে হাজারদোয়ারি পেশেস নিশ্চয়ই আমরা বানিয়েছি ??😲
মা = না বেটা । ওটাও মুসলিম শাসকরা বানিয়েছে।😔
ছেলে = আচ্ছা তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল, তাই না ???😯
মা = না । মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল ।😒
ছেলে = আচ্ছা জয় হিন্দ , এই শব্দটি আমরা প্রথম তৈরি করেছিলাম , তাই না ??🤤
মা = না । ওটাও একজন মুসলিম প্রথম বলেছিল ।😢
ছেলে = আচ্ছা মা , সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা , এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম , তাই না ??? 🙂
মা = না , ওটা একজন মুসলিম কবি লিখেছিলেন । উনার নাম ইকবাল ।😢
ছেলে = আচ্ছা তাহলে ভারতের পতাকা আমরা বানিয়েছি, তাই না ???😯
মা = হ্যাঁ , তবে বলতে গেলে না । ভারতের পতাকা পিঙ্গলি ভেনকায়া তৈরি করলেও , তো
উনার তৈরি করা পতাকাকে স্বীকৃতি দেওয়া হয়নি ।
ভারতের পতাকার Latest Update করেছিলেন একজন মুসলিম মেয়ে । উনার নাম সুরিয়া তৌওবজি , উনার বাড়ি হায়দ্রাবাদে ।😞
ছেলে = তাহলে প্রথম Satellite launch করেছিলাম আমরাই,তাই না মা ???😀
মা = জ্বী না । ভারত অনেক বার Satellite launch করেছিল , কিন্তু প্রতিবারই Failed হয়েছে ।
তারপর APJ. Abdul Kalam Azad প্রথম Successful ভাবে Satellite launch করেছিল ।😤😖
উনি না থাকলে আজ ভারত Satellite launch করতে পারতো না । 😭
ছেলে = তাহলে Nuclear weapons নিশ্চয়ই আমরা বানিয়েছি ???😡
মা = না । Nuclear weapons একজন মুসলিম আবিষ্কার করেছে ।
উনার নাম APJ Abdul Kalam Azad । 😭
উনি Nuclear weapons তৈরি না করলে আজকে চীন ও পাকিস্তান মিলে আমাদের আদর করতো ।😱
ছেলে = ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছোড়ো আন্দোলন প্রথম আমরা করেছিলাম তাই না ??😨
মা = না । ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিল টিপু সুলতান ।😭

তাইলে আমরা কি করছি?? 😤
গোমুত্র পান করছি আর কি ?? 😭
আর ভারতের জন্য মুসলিমরা কিছুই করেনি এইসব মিথ্যা রটিয়ে বেড়িয়েছি।🥴 এইবার থাম,

💞 অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের দুনিয়া থেকে বের হয়ে সত্যেকে জানুন 💙

[সংগ্রহীত ]


24/07/2025

ব্রেকিং নিউজ ⚠️
রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ১ জন সন্ত্রাসী 😀😁

এ কিয়া হুয়া?? 😃😁😁

প্রত্যেক এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা ক...
23/07/2025

প্রত্যেক এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা গড়ে তুলতে পারি একটি নিরাপদ, সচেতন ও বাসযোগ্য পরিবেশ।

একটা দুর্ঘটনা হলে বা মানুষ বিপদে পড়লে ৮৫% রিক্সাওয়ালা ৪০ টাকার ভাড়া ১০০ টাকা চেয়ে বসে না দিলে নিয়ে যাবেনা।
এরা প্রতিদিন এইভাবে হাজারের ও বেশি কামাই করে, তবুও অদের মন ভরেনা।
তাই এখন থেকে আর অতিরিক্ত এক টাকাও ভাড়া দেবোনা।
লিল্লাহ দিলে অন্য গরিবদের দেওয়া ভালো।
©

কে সেই মানুষ???? কমেন্ট করেন অথবা শেয়ার করে নিজ ওয়ালে রেখে দেন 🥰
23/07/2025

কে সেই মানুষ????

কমেন্ট করেন অথবা শেয়ার করে নিজ ওয়ালে রেখে দেন 🥰

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/02/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রঙ্গিন - Poem . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share