Top Seller

Top Seller Exploring village life. like as life style, culture, agro activity, food and cooking.

90's Memories...........
06/08/2025

90's Memories...........

90's Memories....
06/08/2025

90's Memories....

90's Memories.............
06/08/2025

90's Memories.............

জল আর সবুজের এই মেলবন্ধনে ধরা দিয়েছে জীবনের এক অনন্য স্বাদ। গাছ থেকে ঝুলে থাকা কাঁচা আম, ঠাণ্ডা পানির ভেজা শরীর আর মুখে ...
05/08/2025

জল আর সবুজের এই মেলবন্ধনে ধরা দিয়েছে জীবনের এক অনন্য স্বাদ। গাছ থেকে ঝুলে থাকা কাঁচা আম, ঠাণ্ডা পানির ভেজা শরীর আর মুখে ফুটে ওঠা সেই নির্মল হাসি—এই একটুখানি মুহূর্ত যেন বলছে, সুখ সবসময় দামি কিছুতে থাকে না, ছোট ছোট মূহূর্তেই লুকিয়ে থাকে।

এই ছবিটা শুধু একটা ফ্রেম না, এটা আমাদের শৈশবের গল্প, গ্রামবাংলার চিরচেনা রূপ আর প্রকৃতির সঙ্গে মানুষের সহজ-সরল বন্ধনের প্রতিচ্ছবি।

04/08/2025
এই মরিচের নাম কি?
02/08/2025

এই মরিচের নাম কি?

পুরানো সে দিনের স্মৃতি- পোস্ট-০২
01/08/2025

পুরানো সে দিনের স্মৃতি- পোস্ট-০২

কে বলতে পাবেন এই ছবি দুইটা কার ? আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি- তিনি বিশ্বব্যাপী একজন জনপ্রিয় তারকা।
31/07/2025

কে বলতে পাবেন এই ছবি দুইটা কার ? আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি- তিনি বিশ্বব্যাপী একজন জনপ্রিয় তারকা।

90's Memories.............
31/07/2025

90's Memories.............

বৃষ্টির ফোঁটা গায়ে লাগুক বা না লাগুক, মায়ের কষ্ট যেন ভিজে না যায়
30/07/2025

বৃষ্টির ফোঁটা গায়ে লাগুক বা না লাগুক, মায়ের কষ্ট যেন ভিজে না যায়

30/07/2025

💔 “শেষ দেখা”

শরতের বিকেল। হালকা সোনালি রোদে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনের রাস্তায় মানুষের ভিড়। অয়ন অনেকদিন পর এ পথে হাঁটছে। হঠাৎ চোখের কোনে একটা পরিচিত মুখ—মেহরীন।

চার বছর আগে, ঠিক এই ক্যাম্পাসেই তাদের প্রথম দেখা হয়েছিল। অয়ন ইঞ্জিনিয়ারিং পড়ছিল, মেহরীন ইংরেজি সাহিত্যে। প্রথম কথাটা হয়েছিল বৃষ্টি ভেজা এক বিকেলে, যখন মেহরীন ছাতা ভুলে ভিজছিল। সেই দিন থেকেই শুরু—চোখের ভাষায় হাজার কথা, হাতে হাত রেখে অগণিত হাঁটা, আর কিছু স্বপ্ন একসাথে দেখার প্রতিশ্রুতি।

কিন্তু জীবন সবসময় গল্পের মতো সুন্দর হয় না। অয়নের চাকরি পেতে দেরি হচ্ছিল, আর মেহরীনের পরিবার চেয়েছিল মেয়ের জন্য স্থিতিশীল কাউকে। অবশেষে চাপের মুখে একদিন মেহরীন বলেছিল—
"অয়ন, আমি আর পারছি না। তোমায় ছাড়া থাকাটা কষ্টের, কিন্তু পরিবারকে ভাঙতে পারব না।"

অয়ন সেই দিন কিছু বলেনি। শুধু একটুকরো হাসি দিয়ে বলেছিল—
"ঠিক আছে, তুমি সুখে থেকো।"

এরপর চার বছর কেটে গেছে। তারা কথা বলেনি, দেখা হয়নি।

আজ হঠাৎ রাস্তার ধারে আবার দেখা। মেহরীন শাড়ি পরে আছে, গলায় সোনার হার, হাতে সিঁদুরের ছাপ। অয়ন অনেকক্ষণ তাকিয়ে ছিল, কিন্তু কাছে যায়নি। মেহরীনও একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল।

অয়ন হেঁটে চলে গেল বিপরীত দিকে।
মনটা হঠাৎ ফিসফিস করে বলল—
"কিছু মানুষকে ছেড়ে দেওয়াই ভালো… কারণ তাদের সুখটাই আসল, যদিও সেটা তোমার সঙ্গে না।"

সেদিন বিকেলে, শরতের আকাশে হালকা মেঘের ফাঁকে রোদ পড়েছিল। কিন্তু অয়নের ভেতরে তখনও ঘন অন্ধকার।

আম এর ভূবনে আপনাকে স্বাগত......
29/07/2025

আম এর ভূবনে আপনাকে স্বাগত......

Address

Gtv, 25 Shegun Bagicha, Dhaka/
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Top Seller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Top Seller:

Share

Category

Bangla Binodan

Welcome to our bangla entertainment Platfrom ''Bangla binodan''. This channel Present pure bangla entertainment, like - bangla movies, dramas, songs, update film news, TV shows, TV serials etc. and other various entertainment. Your great entertainment time is our Commitment.

Please subscribe our channel and keep with us.