Nahian Raju

Nahian Raju Content creator

কমেন্টে আপনার অবস্থান জানান...
22/10/2025

কমেন্টে আপনার অবস্থান জানান...

বিয়ের সাতদিন পর আমার বউকে গন/ধ/র্ষণ করা হয়েছিল। এই জঘন্য কাজটা আমার সামনেই করা হয়েছিলো কিন্তু আমি কিছু করতে পারিনি। আমাক...
20/10/2025

বিয়ের সাতদিন পর আমার বউকে গন/ধ/র্ষণ করা হয়েছিল। এই জঘন্য কাজটা আমার সামনেই করা হয়েছিলো কিন্তু আমি কিছু করতে পারিনি। আমাকে বেঁধে রেখে আমার সামনেই ন.রপিশাচ.রা আমার বউকে ধ'র্ষণ করেছিল। আমি অনেক আকুতি মিনতি করেছিলাম কিন্তু তাদের কানে আমার আকুতি পৌছায়নি। ওরা ছিলো চার জন। বিয়ের পর আমি নিজেই আমার বউ এর কাছে যাইনি। কারণ সে অসুস্থ ছিলো। কিন্তু ওরা অসুস্থ্যতা দেখেনি। ওরা চলে যাওয়ার পরেও পাঁচ ঘন্টা আমার স্ত্রী আমার সামনে ন/গ্ন, র'ক্তা/ক্ত অবস্থায় পড়েছিলো। তাঁর কান্না আমার ভিতর পর্যন্ত পৌছে গিয়েছিল। তারপর তাকে হাসপাতালে ভর্তি করি। সে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে দিন গুনতে থাকে। আর আমি ধ'র্ষক'দের শাস্তির জন্য দৌড়াদৌড়ি করতে থাকি। একসময় তাদের গ্রেফতার করা হয়। তবে কেস চালাতে হয়েছে আমাকে। আমার সবকিছু আমি বিক্রি করে দিয়েছিলাম শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু আমি পাইনি।

তিনমাস পর তারা জামিনে বের হয়ে আসে। আর সেদিনই আমার স্ত্রী গ'লায় দ'ড়ি দিয়ে আ"ত্মহ'ত্যা করা। চিঠিতে লিখে গিয়েছিল।
এই দেশে ধ'র্ষকের শাস্তি হয় না কিন্তু ধ/র্ষিতার মানসিক শাস্তি ঠিকই হয়।

আমার সামনে দিয়ে যখন আমার বউকে ধ"র্ষণ করা মানুষগুলো হেঁটে যেতো তখন ম'রে যেতে ইচ্ছে করতো। ওরা ছিল প্রভাবশালী তাই ওদের কে কিছু করা যাবে না সেটা জানি আমি।

একটা মেয়ের সাহায্য নিয়ে ওদের চারজনকে আমি কিড'ন্যাপ করি। কারণ ওরা ছিলো সে"ক্স পাগল। সে"ক্সের জন্য কোনো মেয়ে বললে যেখানেই হোক না চলে যেতো। চারজন মানুষকে একা কিডন্যাপ করা কখনো সম্ভম না। কিন্তু আমি করেছিলাম। তার জন্য ব্যবহার করেছিলাম একজাতীয় স্প্রে যেটা নাকে ধরলে চব্বিশ ঘন্টা অজ্ঞান থাকবে।
ওরা যখন চোখ খুলে তখন একটা অন্ধকার রুমের ভিতর হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল।

ওদের জ্ঞান ফেরার পরেই আমি ছুটে যাই ওদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখন আমার মনে হয় আমার বউ এর মৃ'ত্যু য/ন্ত্রণা। কতোটা কষ্ট দিয়েছিলো তাকে। হাসপাতালের বেডে কতোটা যন্ত্রণা সহ্য করেছিল।

তখন আমার মনে হলো এদেরকে শুধু দুইমিনিটের মৃ/ত্যু দিলে আমার বউ এর আত্মা শান্তি পাবে না। এদের আমি পৃৃথিবীর সবচেয়ে ভয়ংকর আর কষ্টকর মৃ/ত্যু উপহার দেবো।

সাতদিন ওদেরকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। সাতদিন ওদের সাথে আমি নর"পিশা"চের মতো ব্যবহার করেছিলাম।

ওদের শরীরের প্রতি ইঞ্চি পরপর শুই **ঢু'কিয়ে'ছিলাম। শুই দিয়ে মুখের সমস্ত জায়গায় **ছিদ্র করেছিলাম। তারপর সমস্ত গায়ে **ল'বণ ম'রিচ মাখিয়ে দিয়েছিলাম নিজ হাতে।

দ্বিতীয় দিন তাদেরকে টানা দুই ঘন্টা **ধ'র্ষণ করিয়েছিলাম। তারা কান্না করে চিৎকার করেছিল। সহ্য করতে পারছে না। তখন আমি এক পৈ'শাচি'ক আনন্দ ভোগ করেছিলাম।

তৃতীয় দিন আমি তাদের মাথার চুলগুলো **টেনে **টেনে তুলি। এটা করতে আমার অনেক কষ্ট হয়েছিলো। চতুর্থ দিন আমি তাদের কান দুটো প্লাস দিয়ে টেনে টেনে **ছিঁড়ে/ছিলাম। তারা সেদিন আমার কাছে মৃ/ত্যু ভিক্ষা চেয়েছিল। খুব করে আকুতি করেছিলো তারা আর সহ্য করতে পারছে না। মৃ/ত্যু চায় তারা। কিন্তু আমি তাদের মৃ/ত্যু দেয়নি। পঞ্চম দিন আমি তাদের **চোখদুটো তুলে ফেলি। তুলে ফেলার আগে চোখে **মরিচের গুড়া দিয়েছিলাম। তারা পঞ্চম দিনে অজ্ঞান হয়ে যায়। আমি ভেবেছিলাম ওরা মা/রা গিয়েছে। তাই নিজের প্রতি অনেক রাগ হয়েছিলো সেদিন। কিন্তু সাতদিনের দিন তাদের জ্ঞান ফিরে। আমি বুঝতে পেরেছিলাম তারা বেশি সময় বাঁচবে না। তাই তাদের চির'তরে **শে'ষ করার সিদ্বান্ত নেই।

তাদের **লি/ঙ্গে/র অর্ধেক **কে/টে ফেলেছিলাম। তারপর তাদের বাকি **লি/ঙ্গতে আগুন ধরিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে পুরো শরীরে **আগুন ছড়িয়ে যায়। তবে অনেক সময় লেগেছিলো তাদের শ'রীরে **আ'গুন ছ'ড়াতে। তারা প্রায় বিশ মিনিটের মতো **আগুনে **পু"ড়েছে আর **মৃ/ত্যু যন্ত্র/ণায় চি/ৎকার করেছে।
পুরো সাতদিনে আমি একটা ভিডিও বানাই। সাতান্ন মিনিটের একটা ভিডিও। যেটাতে সাতদিনের ভয়ংকর শাস্তিগুলো রেকর্ড করা ছিলো। আমি জানতাম ভিডিওটা ফেসবুকে ছাড়লে ভাইরাল হবে। তাই ফেসবুকে ছেড়ে দেই।

ভিডিওটা দেখার পর বারো জন **ধ/র্ষক **আত্ম"হ'ত্যা করে। কিছু মানুষ দেখে স্ট্রো**ক করে। কিছু মানুষ ভিডিওটা দেখার সাহস পায়নি।

ভিডিওটা দেখার পর ধ'র্ষণ অনেকটা কমে এসেছে।

তবে আদালত আমার ফা"সির রায় দিয়েছে। আমি এমন একটা দেশে বাস করি যেখানে **ধ"র্ষণ করার জন্য জেল,ফাসি কিছু হয় না। কিন্তু ধ"র্ষক"দের শাস্তি দেওয়ার অপরাধে ঠিকই আদালত আইন প্রয়োগ করে।


লেখা ও ছবি কালেক্ট করা হয়েছে ;

অনিরুদ্ধ গুহ-এর ওয়াল থেকে।

19/10/2025

সুন্দর স্বচ্ছ চিন্তা ❤️

খাম্বার দাম? অর্ধশত কোটি! মানুষের দাম? নাই!
13/10/2025

খাম্বার দাম? অর্ধশত কোটি!
মানুষের দাম? নাই!

ভোট দিন
12/10/2025

ভোট দিন

Tag friends
12/10/2025

Tag friends

মেয়েটা দেখতে 'মায়াবী' না? ব্লার করা ছবিটাও এই মেয়েটার ই! ব্লার করার পরেও বুঝা যাচ্ছে তার মায়াবী চেহারাটা শেষ!!!মেয়েটাকে ...
04/10/2025

মেয়েটা দেখতে 'মায়াবী' না?
ব্লার করা ছবিটাও এই মেয়েটার ই! ব্লার করার পরেও বুঝা যাচ্ছে তার মায়াবী চেহারাটা শেষ!!!
মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার স্বামী!! দুনিয়া থেকে বিদায় করার আগে যতোভাবে কষ্ট দেওয়া যায়, ততোভাবেই কষ্ট দিয়েছে!
ফ্যামিলির মানুষদের থেকে আলাদা করে দিয়েছে, সবার থেকে একা করে দিয়েছে। মানসিক কষ্ট,শারীরিক কষ্ট সব দিয়েছে!

একটা কথা আছে, One wrong choice can destroy you badly!
একটা 'ভুল মানুষ' আপনার সুন্দর জীবন টা শেষ করে দিতে পারে! সে আপনার জীবনের সব শান্তি কেড়ে নিবে! ভুল মানুষ লাইফে চলে আসার মতো খারাপ কিছু আর নাই!

মানুষ চিনতে সাবধান! 'বিয়ে' নামক সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও সাবধান! 'পার্টনার' খারাপ হলে আপনার বাকি জীবন শেষ!!!

অনলাইনে আসক্ত😊
01/10/2025

অনলাইনে আসক্ত😊

আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। এই চার নাপিতকে দেখে আপনার দিনটি শুরু হোক। এই চারজনে মিলে খুলেছে এক ভ্রাম্যমান সেলুন। কো...
26/09/2025

আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। এই চার নাপিতকে দেখে আপনার দিনটি শুরু হোক।

এই চারজনে মিলে খুলেছে এক ভ্রাম্যমান সেলুন। কোনো টাকাপয়সা ছাড়াই ঘুরে ঘুরে তারা মানুষকে হেয়ারকেট করে দেয়। কিন্তু বোগলের চুল কাটে না। একজন বলেছিল ভাই বোগল আর ঐখানের চুলও কেটে দেন। তখন তারা বলে আমাদের দেখে কি আপনার নাপিত মনে হয়? সারাদিন ঘুরে ঘুরে চুল কাটলেও নিজেদেরকে নাপিত বলতে নারাজ।

এখন আপনারাই বলুন, এটা কি ঠিক?

??
24/09/2025

??

23/09/2025

রেডি ত?

22/09/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahian Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category