Life of Mily

Life of Mily Hello... I’m Mily 🙋‍♀️
Welcome to Life of Mily🌸
I share cozy home decor 🏡
so many favourite recipes 🍲
and beautiful life moments ✨
Stay with me 💞🤗
(1)

30/07/2025

"আজ আমি বলছি তাদের কথা—
যারা কোনো স্বার্থ ছাড়াই পাশে থেকেছে, শুনেছে, বোঝার চেষ্টা করেছে…
তোমাদের জন্য ভালোবাসা, একগুচ্ছ হাসিমুখ আর অশেষ কৃতজ্ঞতা!
💚 Happy Friendship Day 💚

যখন আমি খুব বেডাগিরি করে ভুতের একটু মুভি দেখে ফেলি👻 তারপর থেকে আমার সাথে যা হয় 👀🫣আল্লাহ গো🙄🙄
29/07/2025

যখন আমি খুব বেডাগিরি করে ভুতের একটু মুভি দেখে ফেলি👻 তারপর থেকে আমার সাথে যা হয় 👀🫣
আল্লাহ গো🙄🙄

শাশুড়ী মায়ের সময়ের চায়ের কাপে,কড়া লিকারের চা... ☕️স্মৃতির স্বাদে ভেজা এক সুন্দর সকাল🌤️শুভ সকাল🌸
28/07/2025

শাশুড়ী মায়ের সময়ের চায়ের কাপে,
কড়া লিকারের চা... ☕️
স্মৃতির স্বাদে ভেজা এক সুন্দর সকাল🌤️
শুভ সকাল🌸

জুলিকে দুইদিন আগে গোসল করিয়েছিলাম। পরের দিন অন্য একটা বিড়ালের সাথে মারামারি হয়।তারপর সারা শরীর কাঁদায় মাখায় ফেলে। বাধ্য ...
27/07/2025

জুলিকে দুইদিন আগে গোসল করিয়েছিলাম।
পরের দিন অন্য একটা বিড়ালের সাথে মারামারি হয়।
তারপর সারা শরীর কাঁদায় মাখায় ফেলে।

বাধ্য হয়ে আবার গোসল করাতে হয়।
যেহেতু শরীরে অনেক বেশি কাঁদা ছিল,
তাই একটু বেশি পানি দিতে হয়েছিল।

আর এরপর থেকেই জুলির জ্বর।
সারাদিন কিছু খায় না, শুধু চুপচাপ শুয়ে থাকে
মনটা খুব খারাপ লাগছে ওকে এভাবে দেখে😭...

অতঃপর!! আজ থেকে আবার খুলে গেলো স্কুলের দরজা…আমাদের মতো সেই মায়েরাও হয়তো প্রস্তুতি নিতো, তাঁদের আদরের সন্তানদের স্কুলে পৌ...
27/07/2025

অতঃপর!!
আজ থেকে আবার খুলে গেলো স্কুলের দরজা…

আমাদের মতো সেই মায়েরাও হয়তো প্রস্তুতি নিতো,
তাঁদের আদরের সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়ার জন্য🥺

কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে,
আজ তাঁদের আর কেউ নেই নিয়ে যাওয়ার মতো😭

হে আল্লাহ🤲
তুমি সেই মায়েদের অন্তরে ধৈর্য দান করো,
তাদের এই শোক সইবার শক্তি দান করো🙏

"রোজার পর এই প্রথম আজ বেগুনি খেলাম 😋কিন্তু তেমন ভালো লাগল না খেতে। অথচ রোজার সময় এই বেগুনিই ছিল যেন সবচেয়ে প্রিয় তখন কত ...
26/07/2025

"রোজার পর এই প্রথম আজ বেগুনি খেলাম 😋
কিন্তু তেমন ভালো লাগল না খেতে।
অথচ রোজার সময় এই বেগুনিই ছিল যেন সবচেয়ে প্রিয় তখন কত তৃপ্তি নিয়ে খেতাম!
আসলে রমজানের খাবারগুলোতে আল্লাহর এক বিশেষ রহমত মিশে থাকে যার স্বাদ-ঘ্রাণই যেন আলাদা ❤️
আলহামদুলিল্লাহ🤲

সকালের বাতাসে আজ একটু বেশিই নরম ছোঁয়া।মনটা চুপচাপ বসে আছে কোনো সিঁড়িতে,ভাবনারা হারিয়ে যাচ্ছে দূরের সবুজে... 🌼আজকের দিনটা...
26/07/2025

সকালের বাতাসে আজ একটু বেশিই নরম ছোঁয়া।
মনটা চুপচাপ বসে আছে কোনো সিঁড়িতে,
ভাবনারা হারিয়ে যাচ্ছে দূরের সবুজে... 🌼
আজকের দিনটাও হোক মুগ্ধতায় ভরা 💛
শুভ সকাল 🌿

#শুভ_সকাল

শান্ত একটা শুক্রবারের সকাল 🍂🌿🪟জানালার পর্দায় নেমে আসা নরম আলোয় ভরে আছে আমার শান্তির ঘর। এই নিরিবিলি মুহূর্তগুলোই মনে হয় ...
25/07/2025

শান্ত একটা শুক্রবারের সকাল 🍂🌿
🪟জানালার পর্দায় নেমে আসা নরম আলোয় ভরে আছে আমার শান্তির ঘর। এই নিরিবিলি মুহূর্তগুলোই মনে হয় আমার সবচেয়ে আপন ☀️
'জুম্মা মোবারক' 🕌

Address

Dhaka
1702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Mily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share