Maharin's cake baking

Maharin's cake baking "Maharin's cake baking" ঘরের তৈরি ফ্রেশ খাবারের স্বাদ �

Avocado....
29/09/2025

Avocado....

04/09/2025
সকাল সকাল চলে গেল এই টুসটুসে গোলাবজামুন।একেবারে অন্য রকম স্বাদের এই গোলাবজামুন আপনিও চাইলে অর্ডার করতে পারেন। 😋
12/05/2025

সকাল সকাল চলে গেল এই টুসটুসে গোলাবজামুন।
একেবারে অন্য রকম স্বাদের এই গোলাবজামুন আপনিও চাইলে অর্ডার করতে পারেন। 😋

নওশীন আপু আমার অনেক পুরনো ক্লায়েন্ট।আপুর ছোট বোনের এনগেজমেন্ট ছিলো গতকাল। মেহমানদের অতিথি আপ্যায়নে হরেক রকমের আয়োজনের ভি...
03/05/2025

নওশীন আপু আমার অনেক পুরনো ক্লায়েন্ট।আপুর ছোট বোনের এনগেজমেন্ট ছিলো গতকাল। মেহমানদের অতিথি আপ্যায়নে হরেক রকমের আয়োজনের ভিতর রোস্ট আর কাবাবের দায়িত্বটা আপু আমাকে দিলেন।

২০ পিস রোস্ট ও কাবাব ছিলো গতকাল দুপুরের জন্য অর্ডার আলহামদুলিল্লাহ।
ছোট ছোট এরকম অনুষ্ঠান, গেট টুগেদারে খাবারের ঝামেলার দায়িত্বটা আমাদের উপর দিয়ে আপনি অনুষ্ঠানে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন। ☺️

আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা অনেকেই অর্ডার করার জন্য নক দিচ্ছেন আবার দাম শোনার পর এটাও বলছেন দাম বেশী 😔। কিন্তু বর্তম...
30/04/2025

আসসালামু আলাইকুম।
আপুরা ভাইয়ারা অনেকেই অর্ডার করার জন্য নক দিচ্ছেন আবার দাম শোনার পর এটাও বলছেন দাম বেশী 😔।
কিন্তু বর্তমান বাজার অনুযায়ী দাম কি আসলেই বেশী?
একটা খাবারের সাথে আরও অনেক কিছু এড থাকে পরিশ্রম, প্যাকেজিং সহ খুটিনাটি অনেক কিছু। সব মিলিয়েই আমাদের দাম নির্ধারন করার পর দেখা যায় মুনাফা খুবই সামান্য।

আপনি রেস্টুরেন্ট থেকে ঐ একই খাবার নির্দিষ্ট একটা দামে কোনো বাক্য ব্যায় ছাড়াই কিনে ফেলেন যেখানে অনেক সময় সেটার মান নিয়েও প্রশ্ন থাকে।
তবে কেন ঘরের যত্ন নিয়ে তৈরী করা খাবার অর্ডার করার সময় আপনারা দাম নিয়ে মন ভার করেন? অথচ ঘরের খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় কারণ আমার পরিবার ও বাচ্চারা সেই খাবার সন্তুষ্টচিত্তে খাচ্ছে।

(কোনো পেজে আমাদের ছবি ব্যাবহার করা যাবেনা)

ছোট বাচ্চাদের টিফিন বা নাস্তায় প্রায়ই আমরা নুডলস দিয়ে থাকি। আর আমাদের বাচ্চাদের কথা কি বলবো নুডলসও তাদের খুব পছন্দের নাস...
29/04/2025

ছোট বাচ্চাদের টিফিন বা নাস্তায় প্রায়ই আমরা নুডলস দিয়ে থাকি। আর আমাদের বাচ্চাদের কথা কি বলবো নুডলসও তাদের খুব পছন্দের নাস্তার আইটেম। 😋
কথা হলো এই পছন্দের খাবারটা আরএকটু ঝাকানাকা করে তাদের সামনে দিলে মনে হয় আরও ইয়াম ইয়াম করে খাবে। ভাত খাওয়া ছাড়াও এইভাবে যেকোনো খাবার দিলে বাচ্চাদের পুষ্টির উপাদানগুলো ঠিক থাকে।
সবজি হিসেবে আরও এড করা যায় ব্রকলি, বাধাকপি রোল, দু তিন রকমের ক্যাপসিকাম।
পেজে ইনশাআল্লাহ এরকম নতুন কিছু সামনে এড করবো।
সবাই পাশে থাকবেন আর দোয়ায় রাখবেন 💝

(ছবি আমার তোলা।
কারো ছবি ব্যাবহারের অনুমতি নাই)

এই যে সকাল থেকে আকাশের অবস্থা এই মেঘ মেঘ। তারপর হুট করেই বিকেলে "ঝড় এলো এলো ঝড়" অবস্থা। এখন মন চায়তেছে হয় খিচুড়ি না হয় এ...
28/04/2025

এই যে সকাল থেকে আকাশের অবস্থা এই মেঘ মেঘ। তারপর হুট করেই বিকেলে "ঝড় এলো এলো ঝড়" অবস্থা।
এখন মন চায়তেছে হয় খিচুড়ি না হয় একটু ভর্তা ভাত😋 আহা আহা। তাইতো আগের তোলা ছবি পোস্ট করেই মনকে শান্ত করলাম।
সবার অবস্থাও কি আমার মতো?

আসসালামু আলাইকুম। অনেক দিন পর পেজে ব্যাক করলাম। আসলে টুকটাক কাজ করা হলেও আগের মতো তেমন পোস্ট করা হয়না পেজে। বলা যায় আলসে...
27/04/2025

আসসালামু আলাইকুম।
অনেক দিন পর পেজে ব্যাক করলাম। আসলে টুকটাক কাজ করা হলেও আগের মতো তেমন পোস্ট করা হয়না পেজে।
বলা যায় আলসেমি চলে আসে কেন জানি পোস্ট করতে। যার ফলাফল দেখতেই পাচ্ছি পেজের রিচ শূন্য একেবারে তলানিতে ।
আমি যে একসময় দৌড়ায় দৌড়ায় কাজ করতাম ক্লাস করাতাম সেটা আমি নিজেও ভুলে গেছি সাথে ফলোয়াররাও ভুলে গেছে😑।
কিন্ত এবার মনে হলো নাহ অনেকদিন হয়েছে এবার আল্লাহর নাম নিয়ে আবার শুরু করি।
কাছের দূরের সবাই একটু কষ্ট করে লাইক শেয়ার করে দিয়েন এই বান্দীর পেজটাকে।
এত্ত এত্ত দোয়া আর ভালোবাসা রইল সবার জন্য 🥰😍💝

Address

Dhaka
1362

Telephone

01745244985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maharin's cake baking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maharin's cake baking:

Share