
11/09/2024
আসসালামু আলাইকুম আমি ফেসবুকে একটিভ আছি 2010 সাল থেকে, আমার ফেসবুকে মূলত দুইটা একাউন্ট একটি অ্যাকাউন্ট বর্তমানে নাম হচ্ছে Marlo Mal মাল, ও আমার মেইন ফেইসবুক একাউন্টের নাম হচ্ছে জাহিদুল ইসলাম শান্ত,
তুই দুইটা একাউন্টের মধ্যে আমার বর্তমানে জাহিদুল ইসলাম শান্ত যে একাউন্টে আছে, এই একাউন্টটি কিসু অসুবিধার জন্য অ্যাকাউন্টটি ফেইসবুক থিকে ডিজেবল করে দেওয়া হয়েছ, আপনারা যারা আমার সাথে কন্টাক করতে চান আমার এই বর্তমানে যে একাউন্ট mal আছে সেটাতে আপনারা কেন দিবেন, আর আমার যে একাউন্টটি ডিজেবল হয়ে গিয়েছে জাহিদুল ইসলাম শান্ত নামে, এই অ্যাকাউন্টটি আমি অতি দ্রুত রিকভার করার চেষ্টা করব, আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের দোয়া ও ভালবাসায় আমি আমার মেইন একাউন্টে ব্যাক করে নিয়ে আসতে পারবো, ধন্যবাদ সবাইকে