Sandwich By Shimu

Sandwich By Shimu Life is Beautiful �

জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়ে...
17/07/2025

জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠেই জানলার ধারে গুছিয়ে বসেছি। কিছুক্ষণ বাদে বাদে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছি।

যমুনা সেতু পার হবার পর পাশের সহযাত্রী কে জিজ্ঞাসা করলাম ভাই ঈশ্বরদী বাইপাস আর কতক্ষন লাগবে?
উনি বললেন, এটা তো পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামবে না। একদম সোজা নাটোর স্টেশনে গিয়ে দাঁড়াবে। বেশ ভ্যাবাচ্যাকা খেলাম দেখে পাশের সহযাত্রীরা বললো চিন্তার কিছু নেই, ঈশ্বরদী বাইপাসে ট্রেন খুবই স্লো হয়ে যায়, তুমি রানিং এ নেমে যেও। তবে নেমেই দাঁড়াবে না, একটু দৌঁড়বে। তাহলে হুম%&ড়ি খেয়ে পড়ে যাবে না।

তারপর ঈশ্বরদী বাইপাস আসতেই অনিচ্ছা সত্বেও কিছুলোক ঠেলে ঠুলে দরজায় দাঁড় করিয়ে দিল। ঈশ্বরদী বাইপাসে ট্রেন স্লো হতেই ছোট্ট লাফ দিয়ে প্লাটফর্মে নেমেই চো চো করে দৌঁড় দিলাম।
এত জোর দৌঁড়েছি যে সামনের বগি পর্যন্ত পৌঁছে গেছি। সামনের বগির গেটের কাছে পৌঁছাতেই কিছু লোক আমার হাত ধরে, কেউ জামা ধরে, কেউ চুলের মু%&ঠি ধরে বগিতে আবার টেনে তুলল। ততক্ষনে ট্রেন আবার স্পীড নিয়ে নিয়েছে। সবাই বলছে তোর ভাগ্যটা খুব ভালো রে ভাই। এখানে তো ট্রেন থামে না, তবু তুই কপালজোরে ট্রেন টা পেয়ে গেলি।

17/07/2025
17/07/2025

প্রকৃত সাহসী হইলো ডেকোরেটরের মালিক। নিশ্চিত খে-লা হবে জেনেও চেয়ার ভাড়া দিছে🙂
Fact: গোপালগঞ্জ ইস্যু

খুনি টা এখনো তার লাশ কে ভালোবাসে
16/07/2025

খুনি টা এখনো তার লাশ কে ভালোবাসে

মনে হয় ইহাই বিশ্বের একমাত্র অভাগা সাপ যে মানুষের কামড়ে মারা গেছে 😂আর এই সেই পিচ্ছি যে সাপটাকে কামড়াইয়া মারছে! সূত্র : স্...
15/07/2025

মনে হয় ইহাই বিশ্বের একমাত্র অভাগা সাপ যে মানুষের কামড়ে মারা গেছে 😂
আর এই সেই পিচ্ছি যে সাপটাকে কামড়াইয়া মারছে!

সূত্র : স্নেক বাইট স্টাডি ক্লাব অব বাংলাদেশ।

ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্য...
15/07/2025

ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?

ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্যাম।

ম্যাডামঃ - ভূল, বুড়িগঙ্গা নদীর উপর!

সমস্ত ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা তাদের বাড়িতে গিয়ে এটা জানালো। পরের দিন, সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলো যে স্কুলে ভুল শেখানো হচ্ছে।

প্রধান শিক্ষক – সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার বকেয়া ফি জমা দিতে হবে, যা গত ছয় মাস ধরে কেউ দেননি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি। ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু বুড়িগঙ্গার উপরই থাকবে... 😀

Life in Metro😂
15/07/2025

Life in Metro😂

আবার ইনশাআল্লাহ-ও বলছে 🥲
14/07/2025

আবার ইনশাআল্লাহ-ও বলছে 🥲

পরিবর্তন বলে কয়ে আসেনা। আলহামদুলিল্লাহ।
14/07/2025

পরিবর্তন বলে কয়ে আসেনা।
আলহামদুলিল্লাহ।

ধর্মমন্ত্রণালয়ের দায়িত্বে বিগত সময়ের বকধার্মিকদের পরিবর্তে বরং স্বীকৃত মোল্লা থাকলে কি হয়, তা জনাব ড. আ ফ ম খালিদ হোসাইন...
13/07/2025

ধর্মমন্ত্রণালয়ের দায়িত্বে বিগত সময়ের বকধার্মিকদের পরিবর্তে বরং স্বীকৃত মোল্লা থাকলে কি হয়, তা জনাব ড. আ ফ ম খালিদ হোসাইন এ জাতিকে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এ বছরে হজ্জ্ব ব্যবস্থাপনা ও খরচের ব্যাপারটি অনেক চমৎকারভাবে মেইনটেইন করেছে মন্ত্রণালয়। এমনকি হিন্দু-বৌদ্ধদের পুজো, খ্রিস্টানদের উৎসবগুলো যথেষ্ট নিরাপদ ছিলো, ছিলো আনন্দঘন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sandwich By Shimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwich By Shimu:

Share