
08/06/2025
নদী
ছোট্ট এক গ্রাম, নাম সুন্দরপুর। গ্রামের পাশে বয়ে গেছে এক শান্ত নদী—নাম তার কল্যাণী। এই নদীর পাড়েই বেড়ে উঠেছে ছেলেটি—আরিফ। ছোটবেলা থেকে নদী যেন তার বন্ধু, সঙ্গী, মা-বাবার পরে সবচেয়ে প্রিয়।
প্রতিদিন স্কুল থেকে ফিরে আরিফ ছুটে যেত নদীর পাড়ে। কখনো মাছ ধরত, কখনো শুধু পাথর ছুঁড়ে দেখত কতদূর যায়। বর্ষাকালে নদী যখন রেগে যেত, তখনও আরিফ ভয় পেত না। বরং নদীর গর্জন তাকে শোনাত এক নতুন গল্প।
কিন্তু সময় বদলাল। শহরের উন্নয়নের নামে নদীর পাশে গড়ে উঠল কারখানা। নদীর স্বচ্ছ জল ধীরে ধীরে হয়ে গেল কালো, দুর্গন্ধময়। মাছেরা উধাও, পাখিরা আর বসে না।
আরিফ তখন বড় হয়েছে। শহরে চাকরি পায়, বছর শেষে ছুটি নিয়ে গ্রামে আসে। একদিন নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। দেখে তার প্রিয় কল্যাণী আর নেই। একটা ক্লান্ত, বিষণ্ণ জলধারা কোনোরকমে বয়ে চলেছে।
চোখে জল আসে আরিফের। সে বলে,
“তুই তো আমার শৈশব, আমার গল্প। তোকে বাঁচাতেই হবে।”
সেইদিন থেকে আরিফ শুরু করে এক সংগ্রাম। গ্রামের লোকদের নিয়ে পরিষ্কার করতে থাকে নদী, সচেতন করে সবাইকে। ধীরে ধীরে নদী আবার ফিরে পায় প্রাণ, ফিরে পায় কিছুটা তার পুরোনো রূপ।
নদীর বুকে সূর্য পড়লে এখন আবার ঝিকমিক করে আলো। আর আরিফ? সে দাঁড়িয়ে থাকে পাড়ে, মুচকি হেসে।
কারণ নদী শুধু জল নয়, নদী হচ্ছে স্মৃতি, ভালোবাসা আর প্রতিজ্ঞা।