Hasan- Life, Travel & Treats

Hasan- Life, Travel & Treats Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasan- Life, Travel & Treats, Digital creator, Dhaka.
(1)

10/08/2025

বাংলাদেশীরা বিদেশে এসেও নারীদের বিরক্ত করে। এখন লাইফ শেষ।

27/07/2025

দিনরাত স্ক্রল না করে যে ২০ টি কাজ আপনি করতে পারেন -

১/ একটি নতুন স্কিল শেখা শুরু করুন। (যেমন Canva, Excel, AI Tools)

২/ কয়েক পৃষ্ঠা বই পড়ুন।

৩/ একটি নতুন ভাষা শেখার অ্যাপে ১০ মিনিট সময় দিন (যেমন Duolingo)

৪/ নিজের জীবনের লক্ষ্যগুলো লিখে ফেলুন।

৫/ দিনে অন্তত ১টি নতুন শব্দ শিখুন।

৬/ YouTube এ কোনো শিক্ষণীয় ভিডিও দেখুন।

৭/ ঘর গুছিয়ে ফেলুন।

৮/ বন্ধু বা পরিবারের কাউকে ফোন দিন।

৯/ হাঁটুন বা সাইকেল চালান।

১০/ এক্সারসাইজ বা ব্যায়াম করুন।

১১/ সকালে সূর্যোদয় বা বিকেলে সূর্যাস্ত দেখুন।

১২/ হাঁটতে হাঁটতে কোনো লেকচার বা অডিওবুক শুনুন।

১৩/ নিজে যা পারেন, অন্যদের তা শেখাতে চেষ্টা করুন।

১৪/ নিজের বা পরিবারের জন্য খাবার রান্না করুন।

১৫/ পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন।

১৬/ ভিডিও বানানো শুরু করতে পারেন। (মোবাইল দিয়েই শুরু সম্ভব)

১৭/ লেখালেখি শুরু করুন। সেটা হতে পারে গল্প, কবিতা, বা নিজের ডায়েরিতে চিন্তাভাবনা লেখা।

১৮/ নিজের কোনো পুরোনো ছবির অ্যালবাম দেখুন।

১৯/ একেবারে কিছু না করে ১০ মিনিট নীরবে বসে থাকুন।

২০/ পুরোনো ব্যবহার না করা কাপড় বা জিনিস ডোনেট করার জন্য আলাদা করুন।

এই ছোট ছোট কাজগুলো একেকটা "স্ক্রল রিপ্লেসমেন্ট"
যা সময়কে গিলেই ফেলে না, বরং গড়েও তোলে।

22/07/2025

এ শহরে নেই মায়ের মত চাঁদ❤️

মা ছাড়া কেউ কোনও দিন কয়নাই- কী খাবি? কী রানবো?মায়েরা যে কয় - আমি ম'ইরা গ্যালে কেউ চাইর আনার দামও দেবেনা,এইটা মনে হয় সত্যিই কয়। ভাইবা দেখলাম সারা দুনিয়ায় রা'গ দেখানোর জায়গাও ওই একটাই। মা।টাকা লাগবে? মা রে ফোন। জুতা ছিড়ে গেছে? মা রে ফোন। মন খারাপ? মা রে ফোন। মেজাজ খারাপ? মা রে ফোন। চশমা হা'রায় গেছে? মা রে ফোন। আমাদের মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা তো স্বরূপে দুনিয়ায় বিরাজ করেনা, তাই আমাদের জগতে তার হয়ে আমাদের মা রে পাঠাইছে।

19/07/2025

প্রবাসীর মৃ""ত্যু 😥😥 বাড়িতে টাকা পাঠানোর পরদিন মৃ**ত্যু 😥😥

প্রবাসে থাকা- আপনার বাবা,ভাই,ছেলে অথবা কোন আত্মীয়কে মানসিক প্রেশার দিবেন না প্লিজ।

শেয়ার করুন প্লিজ

রাকিবকে তুলে নিয়ে নির্যাতন করে মুক্তিপণ আদায় করা অ/প/হ/র/ণ/কারী চক্র। এদের হাতে আরো এমন বেশ কিছু ঘটনার প্রমাণ আমাদের কাছ...
19/07/2025

রাকিবকে তুলে নিয়ে নির্যাতন করে মুক্তিপণ আদায় করা অ/প/হ/র/ণ/কারী চক্র। এদের হাতে আরো এমন বেশ কিছু ঘটনার প্রমাণ আমাদের কাছে রয়েছে।
১ম - নাম মামুন গ্রামের বাড়ি ভবানীপুর ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ।
২য় - নাম ইয়ামিন, বাড়ী বিজয়নগর, বি বাড়ীয়া।
৩য় - নাম আতাবুর রহমান, বাড়ী আশুগঞ্জ, বি বাড়ীয়া।
৪র্থ - নাম ইমন বাড়ী বিজয়নগর, বি বাড়ীয়া।

আমার আব্বুর সন্ধান দিন। আমার আব্বু একজন সৌদি প্রবাসী। তিনি দীর্ঘ ৪ বছরের বেশি সময় সৌদি আরব থাকছেন। তার কম্পানিতে নানা প্...
17/07/2025

আমার আব্বুর সন্ধান দিন।
আমার আব্বু একজন সৌদি প্রবাসী।
তিনি দীর্ঘ ৪ বছরের বেশি সময় সৌদি আরব থাকছেন। তার কম্পানিতে নানা প্রকার টাকা নিয়ে ঝামেলা করে। ৭০০ রিয়াল বেতন দিতো। তাতে কিছু হতো না ঠিক মতো বেতন দিত না। তারপর আব্বু সেখান থেকে চলে আসেন। কোম্পানি তার ইকামাতে খুরুজ মেরে দেয়। অনেক টাকা ঋন ছিল বলে দেশে আসে না আব্বু। তিনি অবৈধ হয়ে থেকে কাজ করতে থাকেন।

১৪. ০৭. ২০২৫ সকাল ১০ টার সময় আব্বু আমাদের সঙ্গে শেষ কথা বলেন। তারপর থেকে আর যোগাযোগ ঘটেনি। কোনো খোঁজ পাচ্ছি না। কথা বলার সময় আমার আম্মু শুনতে পায় তার বাসার ভিতরে থাকা লোকজন ঝামেলা করছে, গালি দিচ্ছে। আব্বুকে জিজ্ঞেস করায় সে ফোন কেটে দেয়। তারপর আর কোনো প্রকার খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিচয় :
নাম : মোঃ আব্দুল রহিম
বর্তমানে থাকেন : সৌদি আরব দাম্মাম।
দেশের বাড়ি : মোড়েলগজ্ঞ, বাগেরহাট, খুলনা
সৌদি আরব আছেন : ৪ বছরের বেশি।

আমাদের সাথে শেষ কথা হয় ১৪ তারিখ সকাল ৯ থেকে ১০ টা আনুমানিক। আমরা খুব অসহায়বোধ করছি। কেউ কি আমার আব্বুর একটু খোঁজ আমাদেরকে দিতে পারবেন? প্লিজ।

এক অসহায় সন্তান
আবদুল মাজিদ।

ভাগ্য এবং ঝুঁকি একই মুদ্রার দুই পিঠ।কখনো শুধুমাত্র ফলাফলের উপর ভিত্তি করে সফলতা বা ব্যর্থতার বিচার করো না।বিল গেটস ভাগ্য...
14/07/2025

ভাগ্য এবং ঝুঁকি একই মুদ্রার দুই পিঠ।

কখনো শুধুমাত্র ফলাফলের উপর ভিত্তি করে সফলতা বা ব্যর্থতার বিচার করো না।

বিল গেটস ভাগ্যবান ছিলেন, অন্যরা সমান প্রতিভা নিয়েও সফল হয়নি।

ধনী হওয়া এবং ধনী থাকা — এ দুটি আলাদা বিষয়।

ধনী হতে হলে ঝুঁকি নিতে হয়।

ধনী থাকতে হলে বিনয় এবং ভয় দরকার।

কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই টাকা জমাও।

সঞ্চয় তোমাকে নমনীয়তা এবং মানসিক শান্তি দেয়।

এগুলোই জীবনে তোমার “অপশন”।

তুলনা করা এড়িয়ে চলো।

কেউ না কেউ সবসময় তোমার চেয়ে ভালো করবে।

তুলনা আনন্দ—এবং সম্পদের স্থিতিশীলতা—চুরি করে।

সবকিছু নিয়ন্ত্রণ করে কয়েকটি বড় ঘটনা।

কয়েকটি ঘটনা (বা বিনিয়োগ) বেশিরভাগ সফলতার জন্য দায়ী।

ব্যক্তিগত অর্থনীতিতে পাওয়ার ল’ (Power law) প্রযোজ্য।

তোমাকে অসাধারণ হতে হবে না, শুধুমাত্র যুক্তিসঙ্গত হওয়াই যথেষ্ট।

যুক্তিসঙ্গত > যৌক্তিক।

এমন পরিকল্পনা অনুসরণ করো, যা তুমি দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারো।

আজকের দিনে বাংলাদেশের বুকে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে—এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি...
12/07/2025

আজকের দিনে বাংলাদেশের বুকে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে—এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের রাষ্ট্রব্যবস্থা, আইনশাসনের এবং মানবিক মূল্যবোধের উপর সমাহার আঘাত।

আমরা গভীর কষ্ট ও তীব্র প্রতিবাদ জানাই এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে। যেখানে একজন মানুষ রাস্তায়-দুপুরে, লোকজনের সামনে, নির্ভয়ে খুন হয়—সেখানে প্রশ্ন উঠে, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কার কাছে নিরাপদ?

এই ঘটনা আমাদেরকে কাঁদিয়ে দিয়েছে, কিন্তু শুধু আবেগ নয়, এবার প্রয়োজন সম্মিলিতভাবে সোচ্চার হওয়া। আমাদের দাবি:

১. অবিলম্বে খুনিদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

২. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে পুনঃমূল্যায়ন হোক।

৩. ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

৪. রাষ্ট্রের পক্ষ থেকে একটি দায়িত্বশীল ও মানবিক অবস্থান নেওয়া হোক।

আমরা ভুলে যাচ্ছি না। আমরা চুপ থাকছি না। বিচার না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ করব—কলমে, কণ্ঠে, কর্মে।

এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার না হলে, আগামী দিনের নিরাপত্তা আর কেউ নিশ্চিত থাকতে পারবে না।

বিচার চাই। নিরাপত্তা চাই। ন্যায় চাই। 🇧🇩 #

মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগ'কে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে ক...
11/07/2025

মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগ'কে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে কেন?

বিএনপি বা যুবদল কেউই এখনো পর্যন্ত তাঁদের নিজ কর্মীর এহেন হত্যাকাণ্ডের কোন রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি? নিহত ছেলেটা তো তাঁদেরই রাজনীতি করতেন।

ছবিতে, গত ২৩শে ডিসেম্বর ২০২৪, ৩০ নং ওয়ার্ড চকবাজার , জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভার মঞ্চে (লাল বৃত্তে) সোহাগ।

নাম সাইফুল ইসলাম রাফি। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর । বৃহস্পতিবার থেকে নিখোঁজ। তাকে এবং তার গাড়ির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা এ...
07/07/2025

নাম সাইফুল ইসলাম রাফি।
বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর ।
বৃহস্পতিবার থেকে নিখোঁজ।
তাকে এবং তার গাড়ির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা এমনকি হাতের মোবাইল ফোন টাও বন্ধ। কেউ যদি কোন খবর জেনে থাকেন 0576584638 আব্দুলাহ ভাই এর নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে।
#রিয়াদ #নিখোঁজ


আমরা সৌদি আরব প্রবাসী পেইজ থেকে নেওয়া

06/07/2025

মৃত্যুর মুহূর্তে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু হচ্ছে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasan- Life, Travel & Treats posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan- Life, Travel & Treats:

Share