"""বেস্ট লেপটপ গ্যালারি ৫ বছর পূর্তি উৎসব """"বেস্ট লেপটপ গ্যালারি দিচ্ছে স্বল্পমূল্যে কম ব্যবহৃত মান-সম্মত ল্যাপটপ।
বেস্ট লেপটপ গ্যালারি দিচ্ছে স্বল্পমূল্যে কম ব্যবহৃত মান-সম্মত ল্যাপটপ। বিগত ৫ বছর যাবৎ অত্যান্ত সুনামের সাথে বেস্ট লেপটপ গ্যালারি ল্যাপটপ বাজারজাত করে যাচ্ছে। ল্যাপটপ সরবরাহ এবং বিক্রয়ের ক্ষেত্রে বেস্ট লেপটপ গ্যালারি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকে যেন ক্রেতাগণ কোনভাবে ক্ষতির সম্মুখিন না হয়। ল্যাপটপে ইন্টারনাল কোন সমস্যা পরিলক্ষিত হলে বেস্ট লেপটপ গ্যালারি সেগুলো সরবরাহ ও বিক্রয় করা থেকে বিরত থাকে। তথাপী যদি কোন ক্রেতা ল্যাপটপ ক্রয়ের পর দুই বছর মধ্যে কোন সমস্যা দৃষ্টিগোচর হলে বেস্ট লেপটপ গ্যালারি কোন প্রকার সার্ভিস চার্জ ব্যতিরেকে সেই সমস্যার সমাধান করে দেয়ার বিষয়টি সুনিশ্চিত করে এক্ষেত্রে ক্রেতাকে শুধুমাত্র পার্টস এর মূল্যে বহন করতে হয়। দুই বছর পর কোন ক্রেতার ল্যাপটপে সমস্যা দেখা দিলে নাম মাত্র মুল্যে সেই সমস্যার সমাধান করে দেওয়া হয়। অতিরিক্ত কোন চার্জ নেওয়ার মত অনৈতিক কর্মপ্রন্থায় বেস্ট লেপটপ গ্যালারি বিশ্বাসী নয়। বস্তুত বেস্ট লেপটপ গ্যালারি মূল লক্ষ্য মান-সম্মত পন্য বিক্রয় এবং ক্রেতা সন্তুষ্টি। যারা নতুনের অর্ধেক দামে মান-সম্মত (ব্যবহৃত) ল্যাপটপ ক্রয়ে আগ্রহী যোগাযোগ করুন। আমাদের প্রতিটি ল্যাপটপ এর সাথে পাচ্ছেন ২ বছরের ওয়ারেন্টি এবং ৭ দিনের রিপ্লেসমেনট গ্যারান্টি এক বছরের এক্সচেঞ্জ অফার ।