
25/08/2025
এইটা একটা ভালো হাস্যরসাত্নক মিম হইলেও নির্মোহ সত্য হওয়ায় ব্যাপারটা দুঃখের। বেশিরভাগ ক্লাব তাদের ডেডিকেটেড কাজ না করে এসব জিনিসপত্রে বিনোদনের নাম করে মেতে থাকে। এর জন্য বেশি দায়ী এক্সিকিউটিভ হিসেবে যারা থাকে তারা। স্কিল ডেভলপমেন্টে কাজ না করে ওনারা এসব করেই দিন কাটান। অথরিটির উচিত এই বিষয়গুলোয় নজর দেয়া।
ক্রেডিট - আশরাফুল