Foysal Ahmed

Foysal Ahmed Welcome to My Page একজন উদ্যোক্তা হিসাবে ক্যারিয়ার শুরু করি ।

আলহামদুলিল্লাহ্‌,
(3)

আমার হোম অফিস।  তুমিও চাও নিজের টাকায় এরকম একটা অফিস বানাতে?  তাহলে আমাদের Faiza IT Institute থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু ক...
28/10/2025

আমার হোম অফিস।

তুমিও চাও নিজের টাকায় এরকম একটা অফিস বানাতে?

তাহলে আমাদের Faiza IT Institute থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু কর ঘরে বসে ডলার ইনকাম

নিজের অফিসে ফিল টাই অন্যরকম
28/10/2025

নিজের অফিসে ফিল টাই অন্যরকম

পরিশ্রম করলে সফলতা আসবেই । তবে নিয়মিত করতে হবে ।
28/10/2025

পরিশ্রম করলে সফলতা আসবেই । তবে নিয়মিত করতে হবে ।

Good Morning and Welcome to New Revulsion 💻
27/10/2025

Good Morning and Welcome to New Revulsion 💻

26/10/2025

নিজের অফিস, তাই যা ইচ্ছা তাই করি

😔 আমরা এক অদ্ভুত প্রজন্মে বাস করছি...যাদের না আছে লক্ষ্য, না আছে আদর্শ, না আছে কোনো মিশন।সব জানে, কিন্তু কিছুই বোঝে না 💭...
26/10/2025

😔 আমরা এক অদ্ভুত প্রজন্মে বাস করছি...
যাদের না আছে লক্ষ্য, না আছে আদর্শ, না আছে কোনো মিশন।
সব জানে, কিন্তু কিছুই বোঝে না 💭

☀️ রোদে হাঁটতে চায় না, ☔️ বৃষ্টিতে ভিজতে ভয় পায়।
ঘাসে হাঁটলে এলার্জি, কাঁদামাটিতে পা দিলেই বিরক্তি।
অর্ধ কিলোমিটার গেলেও 🚶‍♂️ না গিয়ে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা!

🎧 গান শোনে না, 🎬 সিনেমা দেখে না, 🏃‍♀️ খেলাধুলা করে না।
সকাল মানেই ঘুম, রাত মানেই অনলাইন 📱
এক্সারসাইজ? ব্রেকফাস্ট? — এগুলো নাকি “পুরোনো দিনের কথা”! 😶

🙄 সিনিয়রদের সম্মান এখন বিরল জিনিস।
গায়ে ধাক্কা দিলেও “Sorry” বলে না,
বরং দাঁত কেলিয়ে হাসে — যেন কিছুই হয়নি!

🚌 বাসে দেখবেন, ছোট ছেলেটাই সিটের জন্য ধাক্কাধাক্কি করছে।
বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকলেও — চোখে চোখ রেখে বসে থাকে 😔

🌃 সারারাত অনলাইনে, সারাসকাল ঘুমে।
সূর্যোদয় দেখে না 🌅, সূর্যাস্তে ফোনে রিল দেখে 🎞️
মোবাইল গেম, ফাস্টফুড, ফেসবুক, ইউটিউব — এটাই তাদের পৃথিবী 🍔🎮

📚 ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না।
বই তাদের কাছে “বোরিং”, অথচ একই গল্প রিলসে দেখে ঘণ্টার পর ঘণ্টা ⏳

😶 এই প্রজন্ম হাঁটতে জানে না, দৌড়াতে পারে না, গান গাইতে পারে না, আঁকতে জানে না।
তাদের একমাত্র স্কিল — দ্রুত স্মার্টফোন স্ক্রল করা 👆📱

💔 নেই বিনয়, নেই শ্রদ্ধাবোধ, নেই শৃঙ্খলা।
কখন চুপ থাকতে হয়, কখন শুনতে হয় — কিছুই জানা নেই।

🚨 সবচেয়ে ভয়ঙ্কর বিষয় —
তারা জানে না, তারা আসলে কী জানে না… 😔

🧠 Think before you scroll.
একটু থামো, চারপাশটা দেখো… হয়তো সময় এখনো শেষ হয়নি 🌿

25/10/2025

স্কিল্লস এমন এক শক্তি যা আপনাকে সবসময় জয়ী হতে সাহায্য করে ।

কন্ট্রোল রুম 💻ফুল টাইম রিমোট জব, এজেন্সি, ই-কমার্স বিজনেস, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ট্রেনিং চালানোর জন্য একটা পারফেক্ট হ...
25/10/2025

কন্ট্রোল রুম 💻

ফুল টাইম রিমোট জব, এজেন্সি, ই-কমার্স বিজনেস, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ট্রেনিং চালানোর জন্য একটা পারফেক্ট হোম অফিস।

আল্লাহর রহমত ছাড়া কিছু সম্ভব না। আলহামদুলিল্লাহ 🕋🤲
25/10/2025

আল্লাহর রহমত ছাড়া কিছু সম্ভব না।

আলহামদুলিল্লাহ 🕋🤲

25/10/2025

টাইলস লাগানোর জন্য রেডি

চাকরির বিজ্ঞপ্তিপদ: অভিজ্ঞ এসইও এক্সপার্টপ্রতিষ্ঠান: ফাইজা আইটি ইনস্টিটিউটচাকরির ধরন: ফুল-টাইম (অফিস ভিত্তিক)বন্ধ: শুক্র...
24/10/2025

চাকরির বিজ্ঞপ্তি
পদ: অভিজ্ঞ এসইও এক্সপার্ট

প্রতিষ্ঠান: ফাইজা আইটি ইনস্টিটিউট

চাকরির ধরন: ফুল-টাইম (অফিস ভিত্তিক)

বন্ধ: শুক্রবার

মাসিক বেতন: ১৬,০০০ টাকা

লোকেশন: শরীফ কমপ্লেক্স (৩য় তলা), ১৭৯ বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ সদর

কাজের দায়িত্ব ও করণীয়:

ওয়েবসাইটের টেকনিক্যাল, অন-পেজ ও অফ-পেজ এসইও কার্যক্রম বাস্তবায়ন করা।

কীওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস এবং কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা।

Google Search Console, Google Analytics ও অন্যান্য টুল ব্যবহার করে ওয়েবসাইটের পারফরম্যান্স মনিটরিং ও রিপোর্টিং করা।

অর্গানিক ট্রাফিক এবং সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য কার্যকরী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন।

ব্যাকলিংক তৈরির জন্য বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা।

স্থানীয় এসইও (Local SEO) ম্যানেজমেন্ট।

প্রার্থীর যোগ্যতা:

এসইও-তে অন্তত ১-২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এসইও-র বিভিন্ন টুল (যেমন: Ahrefs, SEMrush, Moz ইত্যাদি) ব্যবহারে দক্ষতা আবশ্যক।

সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের আপডেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (যেমন: WordPress) সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

সমস্যা সমাধান এবং ডেটা অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে।

দলগতভাবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুবিধাদি:

নিয়মিত বেতন।

আনন্দদায়ক ও বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ।

ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।

আবেদনের পদ্ধতি:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচের নম্বরে ফোন করে অথবা সরাসরি অফিসে এসে কথা বলতে বলা হলো:

ফোন: +8801991505652

লোকেশন: শরীফ কমপ্লেক্স (৩য় তলা), ১৭৯ বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ সদর

মনোযোগ দিন: শুধুমাত্র যারা হবিগঞ্জ অফিসে ফুল-টাইম কাজ করতে পারবেন এবং সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন, তারাই যোগাযোগ করবেন।

Address

Dhaka

Telephone

+8801991505652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foysal Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foysal Ahmed:

Share