BD Viral News

BD Viral News পোস্টগুলো ভালো লাগলে Like, Comment, Share দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ।
(291)

13/10/2025

#একাকিত্ব

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ড. জাকির নায়েক। রোববার (১২ অক্টোবর) এ তথ্য জা...
12/10/2025

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ড. জাকির নায়েক। রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ।

আগামী ২৮ ও ২৯শে নভেম্বর তিনি ঢাকা ও ঢাকার বাহিরে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।
আলী রাজ বলেন, ‘সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’

12/10/2025

একদিন না একদিন আমার কথা ঠিকই মনে পড়বে #একাকিত্ব

12/10/2025

কিছুদিন ক্ষমতায় আর কিছুদিন জেলে নয়তো পলাতক। এটাই আমার দেশের রাজনীতি

09/10/2025

শিক্ষকদের বাড়ি ভাড়ার দাবী মেনে নেয়া হোক সাথে তাদেরকে দেশের যেকোনো জেলায় বাধ্যতামূলক বদলির ব্যবস্থা করা হোক।

04/10/2025

এখন মনে হচ্ছে তাহারা সরকারী দল বাকিরা বিরোধীদল । সরকারী দল যারা ছিলো তাহারা কিন্তু পালাইছে সুতরাং সংবিধানের মৌলিক সংস্কার নির্বাচনের আগেই হতে হবে। এবং হবে ইনশাল্লাহ । এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং সে অনুযায়ী নির্বাচন হতে হবে ।

কি অদ্ভুত!!😥বিকেলে বাবা চলে গেলেন না-ফেরার দে-শে !! ঠিক তখনই রাতে এলো এক নতুন প্রা-ণে-র আগমন। না পারলো বাবা মেয়েকে দেখতে...
01/10/2025

কি অদ্ভুত!!😥
বিকেলে বাবা চলে গেলেন না-ফেরার দে-শে !! ঠিক তখনই রাতে এলো এক নতুন প্রা-ণে-র আগমন।
না পারলো বাবা মেয়েকে দেখতে,, না পারলো মেয়ে বাবাকে চিনতে!!
কয়েকটি ঘণ্টা ব্যবধান মাত্র।
( আল্লাহ উত্তম পরিকল্পনাকারী)
আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ।🤲

30/09/2025
গানটা একবার শুনে আসার অনুরোধ
26/09/2025

গানটা একবার শুনে আসার অনুরোধ

Viral ফজা পাগলার গান, Foja pagla song, Foza Pagla, Fazlur Rahman, রাজাকার, ভুয়া মুক্তিযোদ্ধা, viral Dudu vai song, মুততে বলেছেন ঐ দুদু ভাই | নতুন গান |Bangl...

এই খবর কি কেউ জানে? (কোন রাজনৈতিক দল বা মিডিয়া)
24/09/2025

এই খবর কি কেউ জানে? (কোন রাজনৈতিক দল বা মিডিয়া)

একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে।একজন নারীর ক...
21/09/2025

একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে।একজন নারীর কথা পুরুষের শান্তি, সম্মান, সম্পর্ক এমনকি ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।

1. ঝগড়া অস্ত্র হয়ে যায় – তোমার ভুল, দুর্বলতা বা গোপন কথা সে জমিয়ে রাখে। রাগ হলে সব তোমার বিপক্ষে ব্যবহার করে।

2. সবার সামনে অপমান – সংসারের ভেতরের কথা বাইরে বলে, বন্ধুদের সামনে বা জনসম্মুখে হাসি-ঠাট্টা করে অপমান করে। এতে সম্মান নষ্ট হয়।

3. গসিপ বা কানাকানি – প্রমাণ ছাড়াই অন্যদের কাছে তোমার নামে বদনাম ছড়ায়। পরে সত্য প্রকাশ পেলেও ততদিনে সবাই তার কথাই বিশ্বাস করে ফেলে।

4. সন্তানদের মন বিষিয়ে দেয় – শুধু তোমার সাথে নয়, অন্যদের কাছেও, এমনকি সন্তানদের কাছেও তোমার সম্পর্কে খারাপ কথা বলে। এতে সন্তানরাও তোমাকে ভুলভাবে দেখতে শুরু করে।

5. বড় ক্ষতি ডেকে আনে – অনেক সময় পুরুষ নিজের কাজের জন্য নয়, বরং স্ত্রীর অভিযোগের কারণে বাড়ি, সম্মান, সম্পর্ক সব হারায়। একটি বাড়িয়ে বলা বা ভুল অভিযোগই তাকে আদালতে টেনে নিতে পারে।

6. তুমি ভোগ করো, সে জেতে – তার মুখ তাকে সহানুভূতি আর মনোযোগ এনে দেয়, কিন্তু এর খেসারত দিতে হয় পুরুষকে—চাপ, কষ্ট আর ভেতরের ক্ষত দিয়ে।

শেষে কথা:
সব জেলখানা লোহার শিক দিয়ে বানানো হয় না। কিছু জেলখানা তৈরি হয় অপবাদ, গুজব আর এমন কথায়, যেগুলো থেকে পালানো যায় না। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত। ভুল নারী শুধু বেশি কথা বলে না, সে পুরুষের জীবনকেই ধ্বংস করে দেয়।।

Address

Dhaka
1205

Telephone

+8801511932477

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Viral News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Viral News:

Share

Our ambition is to make sure that your business thrives in this digital world.

Bdkroy.com.bd, every day we strive to be better in order to make sure that your business reaches the maximum number of customers. Our goal is simple: empowering small and medium enterprises to reach out to the customers they otherwise would not be able to reach. We are the largest managed marketplace in the country.