পুতুল কথন

পুতুল কথন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পুতুল কথন, Digital creator, Banasree, Dhaka.
(1)

খুব সাধারণ আমি , অসাধারণ হতে চাইনা কোন কিছুতেই যাতে কখনো অহংকার এসে বাসা বাঁধে আমার ঘরে ...যা কিছু আমার , তাতে প্রয়োজনে মানিয়ে নেই ..দূরে থাকি সেইসব থেকে যা আমাকে অসম্মানিত করে !

আমিন
06/11/2025

আমিন

04/11/2025
৮/১০ লাখ টাকা গোপনে জমিয়ে রাখার পরও কিছু মানুষের মুখে শুনবেন এদের তারকারী রান্না করার মত পেঁয়াজ-মরিচ নাই,গোসল করার মত সা...
03/11/2025

৮/১০ লাখ টাকা গোপনে জমিয়ে রাখার পরও কিছু মানুষের মুখে শুনবেন এদের তারকারী রান্না করার মত পেঁয়াজ-মরিচ নাই,গোসল করার মত সাবান নাই।

রুই মাছের পেটি দিয়ে ভাত খেয়ে উঠেও বলবে পুঁইশাকের পাতলা ঝোল দিয়ে ভাত খেয়েছে।

সকাল ১০ টায় বলবে টাকার অভাবে বাজার থেকে ১ কেজি আলু আর ২ লিটার সয়াবিন তৈল কিনতে পারেনি,কিন্তু দুপুর ২ টায় শুনবেন ৫ লাখ টাকায় ২ শতক জমি কিনে দলিল করে ফেলছে।

এইদিকে শুনবেন কমদামী গজ কাপড় কিনে পোশাক তৈরী করে শরীরে দেয়ার ক্ষমতা নেই অথচ ঠিকই ৯০ হাজার টাকার স্বর্ণের চুড়ি বানিয়ে চালের ড্রামে কাপড় পেঁচিয়ে চালের নীচে রেখে দিয়েছে।

যাঁরা সহায় হয়েও অসহায়ের ভান করে এদের চেয়ে ভয়ংকর কিছু নেই।

-Mafroja Mili

চলেন বসা যাক 🤚😅
28/10/2025

চলেন বসা যাক 🤚😅

মানুষ মানুষকেই ভালোবাসে , কিন্তু মানুষ হয়েও আপনি কিছু মানুষের ভালোবাসা পাবেন না ! যেমন করে আপনিও কিছু মানুষকে ভালোবাসতে ...
28/10/2025

মানুষ মানুষকেই ভালোবাসে , কিন্তু মানুষ হয়েও আপনি কিছু মানুষের ভালোবাসা পাবেন না !
যেমন করে আপনিও কিছু মানুষকে ভালোবাসতে পারবেন না 🥀

সৃজনশীল মৃত্যু , হায়রে বাংলাদেশ 🥺🥺🥺🥺🥺একটা ট্রমা শেষ হতে দিবেনা আরেকটা এসে হাজির 😥😥
27/10/2025

সৃজনশীল মৃত্যু , হায়রে বাংলাদেশ 🥺🥺🥺🥺🥺
একটা ট্রমা শেষ হতে দিবেনা আরেকটা এসে হাজির 😥😥

27/10/2025

আল্লাহ যথেষ্ঠ তার বান্দার জন্য , আল্লাহ সহায় হোন সকলের প্রতি 💞

জীবনের মূল্য একটা চাকরি আর পাঁচ লাখ টাকা 🥺
26/10/2025

জীবনের মূল্য একটা চাকরি আর পাঁচ লাখ টাকা 🥺

26/10/2025

নিজেকেই যেতে হয় সবসময় নয়ত উল্টা পাল্টা জিনিসপত্র চলে আসে ...…!
🙄😒

আহারে জীবন ....এই দেশে জন্মানোই মনে হয় আজন্ম পাপ 🥺🥺🥺
26/10/2025

আহারে জীবন ....
এই দেশে জন্মানোই মনে হয় আজন্ম পাপ 🥺🥺🥺

আল্লাহ যে হালে রেখেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ ! কোন অভিযোগ নেই তাঁর দরবারে , যখন তিনি যা করেছেন নিশ্চিত তখন সেটাই প্রয়োজ...
26/10/2025

আল্লাহ যে হালে রেখেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ ! কোন অভিযোগ নেই তাঁর দরবারে , যখন তিনি যা করেছেন নিশ্চিত তখন সেটাই প্রয়োজনীয় এবং উপকারী ছিলো এই বিশ্বাস আমার প্রগাঢ় ! আমি ভবিষ্যৎ নিয়ে আগাম চিন্তা করতে পছন্দ করিনা কারণ আমি জানি আল্লাহ যা করবেন আমার জন্য কখনো তা খারাপ হবেনা ! এই ক্ষুদ্র জীবনে আল্লাহর দেয়া সকল সিদ্ধান্ত আমি খুব সরলতার সাথে নিমিষেই মেনে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ !
আক্ষেপ শুধু দুনিয়ার কিছু মানুষের প্রতি এছাড়া খোদার প্রতি আমার এক আকাশ সমান বিশ্বাস আর একমাত্র ভরসা 💞

পুতুল কথন

আপনার ব্যবহার এত খারাপ রাইখেন না যেনো অন্য জনের স্ট্যাটাস দেখে মনে হয় এটা আপনার জন্যেই দিয়েছে 😀😀😀
25/10/2025

আপনার ব্যবহার এত খারাপ রাইখেন না যেনো অন্য জনের স্ট্যাটাস দেখে মনে হয় এটা আপনার জন্যেই দিয়েছে 😀😀😀

Address

Banasree
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুতুল কথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share