03/11/2025
যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে লাগাবেন না:
🚫 ফ্রিজ – স্টার্টের সময় বেশি কারেন্ট নেয়
🚫 ওয়াশিং মেশিন – মোটর ও হিটার অতিরিক্ত লোড দেয়
🚫 ইলেকট্রিক আয়রন – ২০০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে
🚫 মাইক্রোওয়েভ ওভেন – দুর্বল সংযোগে আগুনের ঝুঁকি
🚫 কেটলি/রাইস কুকার – হঠাৎ বেশি কারেন্ট নেয়
🚫 হিটার, গিজার বা ব্লোয়ার – সবসময় আলাদা ওয়াল সকেটে দিন
✅ নিরাপদ ব্যবহারের টিপস:
মাল্টিপ্লাগে শুধু ছোট যন্ত্র (চার্জার, টিভি, ল্যাম্প) ব্যবহার করুন
সার্টিফায়েড মাল্টিপ্লাগ নিন (ISO/BSTI)
একটার সঙ্গে আরেকটা মাল্টিপ্লাগ জোড়া লাগাবেন না
তার গরম হলে সঙ্গে সঙ্গে খুলে ফেলুন
একটা ছোট ভুলেই হতে পারে বড় দুর্ঘটনা—
নিরাপত্তা আগে, সুবিধা পরে! 🔌🔥
゚viralシalシ ゚viralシfypシ゚viralシ