By Us

By Us Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from By Us, Video Creator, Dhaka.

এক বাক্স শৈশব ❤️❤️
06/04/2023

এক বাক্স শৈশব ❤️❤️

05/04/2023

বউয়ের এনিভার্সারি গিফট!!

আমাদের বিয়ের ২ বছর পূর্ণ হলো গত ০২/০৪/২০২৩ তারিখে আর রিলেশনের বয়স ৬ বছর +

রিলেশনের শুরু থেকে দুজন দুজনকে ১০০% ফ্রিডম ও স্পেস দেয়ার ট্রাই করেছি অলওয়েজ। এজ রেজাল্ট, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের ব্যাপারে যতোটুকু বলবো কম হয়ে যাবে তো এক কথায় বলতে চাই, সব কিছুর জন্য "আল-হামদুলিল্লাহ "

অন্যান্যবার বউকে না জানিয়ে কিছু না কিছু করি তো এবার ভাবলাম বউ কে জিজ্ঞেস করি যে এনিভার্সারিতে কি গিফট নিবে!

তো তার উত্তর ছিলো :
অপ্রাপ্তির কিছু নাই আল-হামদুলিল্লাহ, যাস্ট একটা জিনিস বাদে।

সেটা কি?

ওর অপ্রাপ্তির লিস্টের এই একটা জিনিস ছিলো যেঃ তাকে বাসায় গাছ লাগাতে এলাউ করতে হবে।

অনেকে ভাবতে পারেন, গাছ লাগানোর ব্যাপার টায় আবার এলাউ করার কি আছে!

এবার বলি, আমরা ছোট বড় সব কিছু ই সব সময় দুজন বসে ডিস্কাস করে করাটা প্রেফার করি। সো গাছ লাগানোর ব্যাপারটাও এর বাহিরে নয়।

আমি এই একটা জিনিস তাকে কখনোই এলাউ করিনি। কারণ আমার কাছে গাছপালা / পশু-পাখি ম্যান্টেইন করা এক্সট্রা কাজ মনে হয় + কোথাও মুভ করার ফ্রিডমটা ও কমে যায়। তো এসব মেইনটেইন করার এক্সট্রা স্ট্রেস ওর নেয়ার কোন দরকার নাই। সো সব কিছুতে এটাই মেইনটেইন করার ট্রাই করি যে, অভার অল ও স্ট্রেস ফ্রি থাকুক বা ফ্রি টাইমে একটু রিল্যাক্স করুক। এজন্য আমি যা যা স্টেপ নেয়ার দরকার অলোয়েজ সেটা করার বেস্ট ট্রাই করি।

বাট এবার এজ গিফট গাছ চেয়ে আমাকে একদম কট খাইয়ে দিলো 😑। ও জানে অন্যান্য সবকিছুতে হ্যা বললে ও এটায় না বলি কিন্তু এমন দিনে যদি চায় তো আমি মানা করবোনা। (আমাকে ট্রিক করসে 😭)

তো বউয়ের খুশির জন্য আর কিছু না ভেবে নিয়ে গেলাম গাছ কিনতে।
লোকেশন একদম আমাদের বাসার পাশেই, কলোনি বাজারের মোড়ে।

গাছের জন্য এলাউ করলে ও ছোটো একটা কন্ডিশন এড করে দিলাম সাথে যে, শুরুতে বেশি নেয়া যাবেনা। যদি দেখি যে প্রোপারলি ম্যান্টেইন করতে অসুবিধা হচ্ছে না তাহলে নেক্সটে যতো খুশি ততো নিয়ে আসুক, নো অবজেকশন ফ্রম মাই সাইড।

তো এই লোকেশন এর পুরোটা জুড়ে গাছ। বউ কি কি গাছ আপাতো সিলেক্ট করলো সেটা জানতে হলে ভিডিও টি দেখতে হবে।

স্টে ব্লেসড, সবাই ভালো ও সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।

ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ♥️♥️

Address

Dhaka

Telephone

+8801617011192

Website

Alerts

Be the first to know and let us send you an email when By Us posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category