Islamic Awakening

Islamic Awakening There is no god except Allah, Muhammad sallallahu alaihi wasallam is the Messenger of Allah

আস-সালামুয়ালাইকুম
"Islamic Awakening " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " Islamic Awakening " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

IRGC targets Israeli command center in Beersheva The latest Iranian missile strikes caused significant damage to several...
19/06/2025

IRGC targets Israeli command center in Beersheva

The latest Iranian missile strikes caused significant damage to several sites in Israel, including the Tel Aviv stock exchange building

BREAKING: In a new massacre, several people were killed and injured after an Israeli strike targeted a displacement tent...
19/06/2025

BREAKING: In a new massacre, several people were killed and injured after an Israeli strike targeted a displacement tent in Al-Shati refugee camp, west of Gaza City.

19/06/2025

❗️Israeli army spokesman: “We are launching attacks in Lebanon and Gaza in parallel with our extensive operation in Iran.”

ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলা ‘যুদ্ধাপরাধের সামিল’: ইসরায়েলি মন্ত্রীইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেশটির সোরোকা হাসপা...
19/06/2025

ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলা ‘যুদ্ধাপরাধের সামিল’: ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেশটির সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "যুদ্ধাপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি "কোনো সামরিক ঘাঁটি নয়", বরং "একটি হাসপাতাল" এবং এটিই ইসরায়েলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।

😁

    যুক্তরাষ্ট্র কি যুদ্ধ শুরু করতে যাচ্ছে... ?ব্লুমবার্গ জানাচ্ছে, শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স...
19/06/2025



যুক্তরাষ্ট্র কি যুদ্ধ শুরু করতে যাচ্ছে... ?

ব্লুমবার্গ জানাচ্ছে, শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছেন—সম্ভবত এই সপ্তাহান্তেই।

যদিও এখনো কিছুই চূড়ান্ত নয়, তবে একাধিক ফেডারেল সংস্থা নীরবে যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে বলে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে।

💬 হোয়াইট হাউসের এক সূত্রের দাবি: “সব বিকল্পই টেবিলে রয়েছে।”

🗣 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তাঁর “কিছু ধারণা আছে” এবং তিনি “চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ঠিক সময়ের এক সেকেন্ড আগে।”

এই অবস্থান এক সপ্তাহ আগেও ভিন্ন ছিল—যখন ট্রাম্প কূটনীতির কথা বলছিলেন এবং ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সম্ভাবনা তুলে ধরছিলেন।

🤡 কিন্তু মিত্রদের চাপ ও যুদ্ধপন্থী সিনেটর লিন্ডসি গ্রাহামের ফোনালাপগুলো হয়তো এই অবস্থান বদলে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

⚠️ যুদ্ধের ঢাক যেন আরও জোরে বাজছে… (aqs)

মুফতি তারিক মাসউদ দা:বা:(পাকিস্তান) আগামী ২১ জুলাই ৪/৫ দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন, ইনশাআল্লাহ       #মাদ্রাসা  #কওমি...
19/06/2025

মুফতি তারিক মাসউদ দা:বা:(পাকিস্তান) আগামী ২১ জুলাই ৪/৫ দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন, ইনশাআল্লাহ
#মাদ্রাসা #কওমি

19/06/2025

তেহরান-কোম হাইওয়ে: পিকআপ ট্রাকে বিস্ফোরক বহনকারী একজন মোসাদ এজেন্টকে ধাওয়া করা হয়েছিল।

19/06/2025

🇺🇸 মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে

বর্তমান ইস্রায়েল–ইরান উত্তেজনার মধ্যেই, যুক্তরাষ্ট্র আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা হবে তৃতীয় কারিয়ার স্ট্রাইক গ্রুপ।

USS Nimitz ইতোমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে উত্তর-পশ্চিমে সরানো হয়েছে এবং এটি আগেই সেখানে উপস্থিত USS Carl Vinson‑এর সংযুক্ত হতে চলেছে ।

এর আগেও, USS Theodore Roosevelt পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা বর্তমানে প্রস্তুত অবস্থায় রয়েছে ।

ফাইটার জেট (F‑16, F‑22, F‑35), রিফুয়েলিং প্লেন এবং যুদ্ধজাহাজসহ একটি ব্যাপক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে ।

পরিস্থিতি ‘রক্ষণশীল’ আখ্যা দেওয়া হলেও, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখছে ।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি ব্যর্থ হয়েছে, কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব দেশ পক্ষে ভোট দিলেও, শুধু যুক্তরাষ্ট্র ...
05/06/2025

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি ব্যর্থ হয়েছে, কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব দেশ পক্ষে ভোট দিলেও, শুধু যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে

25/05/2025

জাহান্নামীদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢালা হবে তা তার পেটের মধ্যে প্রবেশ করে পেটের সব কিছু বিগলিত করে পায়ের দিক দিয়ে বেরিয়ে যাবে। এর পর পূর্বের অবস্থায় ফিরে আসলে পুনরায় তা আবার ঢালা হবে।
(তিরমিজী, আবু সাঈদ [রা.])

📍 রিয়াদ ত্রিপাক্ষিক বৈঠকের সারসংক্ষেপবিন সালমানের বক্তব্য:1. গা.জায় গণহত্যা বন্ধের আহ্বান2. সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে ...
14/05/2025

📍 রিয়াদ ত্রিপাক্ষিক বৈঠকের সারসংক্ষেপ
বিন সালমানের বক্তব্য:
1. গা.জায় গণহত্যা বন্ধের আহ্বান

2. সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ
ট্রাম্পের প্রস্তাব ও ঘোষণা:
1. ইরানের সঙ্গে আলোচনা করতে চায়, তবে শর্তসাপেক্ষে:

ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। ইরান যেন সন্ত্রা.সী সংগঠন অন্যত্র না পাঠায়

2. ইরানকে কোনও অবস্থাতেই পারমাণবিক শক্তিধর হতে দেয়া যাবে না।

3. গা.জা থেকে সব বন্দী মুক্ত করতে হবে।

4. হা.মাসের নেতৃত্বে গা.জায় শান্তি সম্ভব নয়—তাদের নেতৃত্ব ছাড়তে হবে।

5. এরদোয়ানের মধ্যস্থতায় সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহ।

6. সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা।

7. হিয.বুল্লাহকে নির্মূল করে লেবানন সরকারকে দেশ পরিচালনার সুযোগ দেয়ার ঘোষণা।

8. আব্রাহাম চুক্তিতে অন্যান্য রাষ্ট্রকে যুক্ত করতে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা।

9. সিরিয়ায় থাকা ফিলি.স্তিনি সশ.স্ত্র সংগঠনের নেতাদের বের করে দিতে সিরিয়ার প্রেসিডেন্টের প্রতি আহ্বান।

10. ডায়েশ নির্মূল করতে সিরিয়ার প্রেসিডেন্টের কাছে সহযোগিতা চাওয়া

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Awakening posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share