Jana Ojana News

Jana Ojana News Welcome to the official page of Jana Ojana News. The leading informative web portal in Bangladesh.
(912)

Jana Ojana News was established in March 2016 with a view to creating a large online community with the slogan " Discover Something Different". Get the latest informative videos that matter to you from anywhere with any device you have.

07/19/2025

জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ থেকে বিএনপি ও অন্যান্য ফ্যাসিবাদ-বিরোধী দলের প্রতি ‘জোট গঠনের বার্তা’ আসবে। 🔹 তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনকে একটি শক্তিশালী জাতীয় ঐক্যে রূপান্তর করা এখন সময়ের দাবি।”
সমাবেশটি হবে তাঁদের “ইতিহাসে প্রথম একক জাতীয় জমায়েত”—এতে সব দলের নেতাদের আমন্ত্রণ থাকছে। এটি কেবল ৭ দফা দাবি জোরদার সময় নয়, বরং আগামী নির্বাচনের জন্য রাজনৈতিক জোট গঠনের প্রস্তুতি বলে তিনি মন্তব্য করেছেন। 🗳️

07/19/2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জাতীয় জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ সফল করতে গ্রাম থেকে শহরে ২০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে নেমেছেন। তারা হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগ ও অন্যান্য প্রবেশদ্বারে ভোর থেকে নেতাকর্মীদের গাইড করছে। 🎯 আয়োজনে সাত দফা দাবি: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, গণহ*ত্যার বিচার, মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতি চালু ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি‑সহ অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এটি জামায়াতের ইতিহাসের প্রথম একক জাতীয় সমাবেশ, যা নতুন রাজনৈতিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে পরিপূর্ণ প্রস্তুতির প্রতিফলন।

07/19/2025

জাতীয় নাগরিক পার্টির গুণ্ডা–হামলার পর সমালোচনায় আসা সারজিস আলমকে মুখোমুখি করে ‘জুলাই’ আন্দোলনের সদস্য ফারজানা সিঁথি বলেছেন—

“জুলাই বেই‌চা দল গঠনের মতো আবার ব্লকেডের ডাক দিছেন নাকি?”

তিনি তীব্র কটাক্ষ করে প্রশ্ন তোলেন, এটা কিনা কখনো অচল রাখা বা জোরপূর্বক আন্দোলনের পরিকল্পনা ছাড়াও রাজনৈতিক জনসংযোগ নয়। ফারজানা বলছেন, “জুলাই রিমেকের আড়ালে ফ্যাকরের রাজনীতি হচ্ছে।” সামাজিক যোগাযোগে এই মন্তব্য ভাইরাল হয়েছে এবং নতুন করে আলোচনা উত্তপ্ত হয়েছে—এতে আবার কি রাজনৈতিক উস্কানিমূলক বার্তা প্রতিফলিত হচ্ছে?

07/18/2025

যেভাবে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা

07/18/2025

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে যুক্তরাজ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন—“মনে রাখবেন, বিশ্ব দেখছে!” 🌐 তিনি সম্প্রতি এক পোস্টে অভিযোগ করেন, ড. ইউনূস আন্তর্জাতিক সহানুভূতি ও মানবিক ইমেজকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন, যা ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে। তার মতে, “বিশ্ব আজ শুধু তার অবদান নয়, বরং তার সকল কর্মকাণ্ডও নজরে রাখছে।” এই মন্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, ন্যায়বিচারের স্বার্থেই এমন সতর্কতা প্রয়োজন; অন্যরা বলছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচার।

07/18/2025

কুমিল্লায় এক অনন্য নমুনা সততার উদাহরণ সৃষ্টি করলেন অটোরিকশা চালক **অনিক হাসান**। 💛 যাত্রীর তাড়াহুড়োতে ফেলে যাওয়া ব্যাগে প্রায় **১৫ লাখ টাকা** ছিল—আর অনিক এক মুহূর্তও দ্বিধা না করে রাতে তল্লাশি করে ব্যাগের মালিককে তা ফেরত দিয়েছেন। তিনি জানান, “বাবা বলেছিলেন—যার জিনিস, তাকে ফিরিয়ে দাও,” এই মূল্যবোধ থেকেই তার আচরণ। টাকার মালিক অত্যন্ত আপ্লুত, অনিকের সততা স্থানীয়দের মাঝে আলোড়ন তুলেছে এবং সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় বইয়ে দিয়েছে। একজন সাধারণ মানুষ আজ হয়ে উঠলেন সমাজের এক বাস্তব নায়ক।

07/18/2025

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের রাজনীতি থেকে ‘ফ্যাসিবাদ ও মুজিববাদকে নির্মূল করা পর্যন্ত সংগ্রাম চলবে’। তিনি মনে করেন, আওয়ামী লীগ কঠোরভাবে ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাস করে, যা দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। এ লক্ষ্যে এনসিপি “সংস্কারধর্মী রাষ্ট্র ও নতুন সংবিধান” গড়ার পথেই এগিয়ে যাবে। পাশাপাশি তিনি সাম্প্রতিক সমাবেশে বলেছেন—“এটা শুধু রাজনীতি নয়, জনগণের অধিকার ও স্বাধীনতার লড়াই”।

07/18/2025

গোপালগঞ্জে এনসিপির “মার্চ টু গোপালগঞ্জ” কর্মসূচির পরেড শেষে একজন গু*লিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (৩২) ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে মা*রা গেছেন, এ নিয়ে নি*হতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। আগের চারজনের সঙ্গে রমজানের মৃ*ত্যু এনসিপি–আওয়ামী লীগের সংঘ*র্ষের মানদণ্ডকে নতুন মাত্রা দিয়েছে। 🔥 গোটা শহরে কারফিউ জারি, পরিস্থিতি এখনো অশান্ত। আহত আরও দু’জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ ও সেনা মোতায়েন রাখা হয়েছে 😔

07/18/2025

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজবাড়ীর এক পথসভায় বলেছেন:

“বাংলাদেশ সেদিনই ঘুরে দাঁড়াবে, যেদিন সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে।”

তিনি আরও উল্লেখ করেছেন, “গত ১১ মাসে আমরা মিডিয়ার বিরুদ্ধে লড়ছি, বলতে বলছে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত”—কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, কেনই বা? 😡 হাসনাত দাবি করেন, মুজিববাদকে তারা “মুর্দাবাদ” স্লোগানে প্রতিফলিত করেছে এবং ৫৬ হাজার বর্গমাইল জুড়েও দেশের মানুষ নাহিদ, সারজিস বা আখতারের মতো বিপ্লবীদের রূপ ধারণ করেছে। রাজনৈতিক অঙ্গন থেকে হাসনাতের এই বক্তব্যে সমালোচনা ও শ্রদ্ধার ঢেউ বইছে—এতে তিনি বিএনপি-এর ঐক্য ও ধার্মিক রাজনৈতিক বোঝাপড়ার আহ্বান জানিয়েছেন।

07/18/2025

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন—“নির্বাচন-বিরোধী জাতীয় নাগরিক পার্টি ইচ্ছাকৃতভাবে গোপালগঞ্জে গেছে যেন গণ্ডগোল বাধে।” 📍 তিনি বিশ্লেষণে বলেন, ‘মার্চ টু গোপালগঞ্জ’ অনুষ্ঠানটিকে তারা পরিকল্পিতভাবে এমন সময় ঠিক করেছে, যাতে সংঘর্ষ ও উত্তেজনা তৈরি হয় এবং নির্বাচন পেছানো যায়। সমাজ, প্রশাসন ও রাজনৈতিক পর্যবেক্ষকদের তিনি প্রশ্ন করেছেন—এই সহিংসতা থেকে লাভবান কে? প্রশাসনের প্রস্তুতি না থাকায় গোপালগঞ্জে চারজন নিহত ও শহরে কারফিউ জারি হয়েছে। 😶

এই তীব্র মন্তব্য রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করছে—নির্বাচন ও রাজনৈতিক আস্থা পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করছে।

07/17/2025

গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকর্মীরা যুবদলের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে পুলিশের হাতে দিয়েছেন। ⚖️ শহরের বাজারে মাইক হাতে অস্ত্র মহড়া দিয়ে প্রকাশ্যে চাঁদা আদায়ের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দল তাকে বহিষ্কার করে। বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু জানান, “একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজনৈতিক দলের নেতা হতে পারে না”—সুতরাং সংগঠনিদের সাহায্যে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এতে প্রতীয়মান হলো—দলীয় শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় বিএনপি সমর্থন করছে। স্থানীয় পুলিশও জানিয়েছে—তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজি সহ মোট সাতটি মামলা রয়েছে, এবং আইনানুগ প্রক্রিয়ায় অভিযান অব্যাহত থাকবে।

07/17/2025

সরকারি পরিপত্র জারি হতে চলেছে: স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতাদের আর থাকতে দেয়া হবে না। এবার সরকারি কর্মকর্তাদের নিয়োগ করা হবে—রাজনৈতিক প্রভাব ও অনিয়ম দূর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অননুমোদিত দখল থেকে মুক্ত করার জন্য সর্তক পদক্ষেপ হিসেবে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ মেনে শিক্ষাবিভাগ আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নীতিমালা চূড়ান্ত করবে। এরপর এক মাসের মধ্যে সকল কমিটি পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন শুরু হবে—যা শিক্ষার মান ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রদানের চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।

Address

East Elmhurst, NY

Alerts

Be the first to know and let us send you an email when Jana Ojana News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jana Ojana News:

Share

Our Story

Get the latest news that matters to you from anywhere with any device you have. Our website - https://dhakalive24.com