
12/07/2025
জুলাই এ কি সবার আসল রূপ বের হয় নাকি?
সাধারণ জনগণ আপনাদের সামনে এসব অন্যায় হয় আপনারা প্রতিবাদ করেন না কেনো?? ফেবুতে লিখলে হবে? চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ কি নিজের হাত পা চালিয়ে করা যায় না??
একটা মানুষকে পাব্লিক প্লেসে এই হাল করে কিভাবে?????
এতো গুলো মানুষের সামনে মারলো সেখানে কি young পোলাপান ১০ জনও ছিলো না?
১০জন মিলে ধরলে ওই পাতি নেতা যেতো কোথায়?পাতি নেতা হওয়ার আগে বড় কথা সে মানুষ হিসেবেই কোন মনুষ্যত্বের আধিকারী যে চাঁদার জন্য একটা মানুষকে পাথর মারে ?
কোন দলের লোক ব্যপার না,ব্যপার অন্যায়।আর অন্যায়কারী যেই হোক, কোনো অন্যায়ের হক রাখেনা।
গরিব মানে কি মারার লাইসেন্স পাওয়া যায়? বাহ।
গা*জা*র মানুষের সাথে ইহুদিরা যেমন আচরণ করে নিজের দেশের মানুষও দেখি কম না। সুযোগ পেলে তার চেয়েও বেশি করবেন আপনারা। ২ বছরের জুলাই প্রমাণিত ।
আর মানুষ হিসেবে বাইরের দেশের জন্য যেমনে চিল্লান দূর থেকে তাহলে নিজের দেশের ভেতর এই নির্মম অন্যায় মেনে নেন কিভাবে তাও চোখের সামনে???
মানুষ হিসেবে অন্যায়ের প্রতিবাদ করুন
যখন যেখানে যে অবস্থায় দেখতে পান না কেনো।
আর আপারে আগের বার অনেক কিছু লিখলেও এখন মনে হচ্ছে আসলে হাসু আপা/ আন্টি কিছু মানুষের জন্য একদম উচিত ব্যক্তি ছিল । Sorry to say আগে অনেক কিছু বললেও আমি এসব কাহিনি দেখে লিখতে বাধ্য হচ্ছি।উনি আসলেই এই ধরনের মানুষের জন্য ঠিক ছিলো।(স্টুডেন্টদের সাথে যেটা হইছে ওটা ১০০% অন্যায় সেটা আলাদা টপিক )
এই যদি হয় এখনি অবস্থা আরো দিন তো পড়ে আছে।
এখনো কাগজে কলমে ক্ষমতা হাতে পায় নি তার আগে মানুষ এমনে মারে এরা? ??
মানে সত্যি??এখন বইলেন না আপনাদের দলের না।তাহলে আপনাদের নাম ব্যবহার করে কিভাবে??? এতো সাহস আসে কিভাবে?
ক্ষমতা কাগজ কলমে পেলেতো বুলডুজার দিয়ে মারবেন যা দেখতেছি। নিজেদের দলের বিষদের নিজেরা খুজে বের করে নিজেরাই শাস্তি দিন এখনো সময় আছে।নাহলে আপনাদেরও মানুষ একই কাতারে মাপবে।
আমরা GenZ.
এখনো প্রতিবাদের ভাষা আছে।
এইসব অন্যায় করে পার পাবেন??
বা***ল কতো গুলা চু*ড়ি পড়া লোক এগুলা ক্ষমতার চেয়ারে বসে কি করে আল্লাহ জানে এখন , এদের বিয়া হানিমুন শেষ হলে এবার দেশের হাল ধরে দেশকে ভাল করুন । আইনের আওতায় এদের উচিত শিক্ষা দিন।
ক্ষমতা নেওয়ার আগে এতো বড় বড় ডায়ালগ দিলেন।
কতো গুলা মানুষ, ছেলে আপনাদের কথায় জান দিলো, হসপিটালে এখনো চিকিৎসাধীন আছে।
এখন ডেউলি দেশের এতো বাজে বাজে নিউজ, চুরি ছিনতাই, রে-প ।
আপনাদের হয়ে আগেরবার পোষ্ট করাই এখনো কতো মানুষ কটু কথা শোনায় যে খুবতো বললা দেশ ভাল হবে উন্নতি হবে।। এখন?
ভাই আপনারা যদি কন্ট্রোল করতে না পারেন, তো উপযুক্ত কাউকে দিন।
কিন্তু আমরা জণগণ হিসেবে নিরাপদ বাংলাদেশ চাই।