Dainik Delta Times

Dainik Delta Times The Daily Delta times is a Bangla National daily newspaper. It was launched on October 2018.

উত্তর কোরিয়াকে আধিপত্যবাদের বিরোধিতা করার আহ্বান চীনেরআনন্তর্জাতিক ডেস্ক: পিয়ংইয়ংয়ের সাথে সহযোগিতা জোরদার করতে এবং আধিপত...
29/09/2025

উত্তর কোরিয়াকে আধিপত্যবাদের বিরোধিতা করার আহ্বান চীনের
আনন্তর্জাতিক ডেস্ক:
পিয়ংইয়ংয়ের সাথে সহযোগিতা জোরদার করতে এবং আধিপত্যবাদের বিরোধিতা করার জন্য বেইজিং একসাথে কাজ করতে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল রোববার তার উত্তর কোরিয়ার সমকক্ষকে বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে একটি হালকা ইঙ্গিত দিয়েছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরল সফরের কয়েক সপ্তাহ পর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই চীনের রাজধানীতে ওয়াংয়ের সাথে দেখা করেন। তিনি দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। ওয়াং উত্তর কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে চোয়েকে বলেছেন, ‘চীন-ডিপিআরকে সম্পর্ক বজায় রাখা, সুসংহত এবং উন্নয়ন করা সর্বদা চীন সরকারের অটল কৌশলগত নীতি’। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে তিনি বলেছেন, ‘চীন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে ডিপিআরকে-এর সাথে সমন্বয় ও সহযোগিতা জোরদারও সকল ধরণের আধিপত্যবাদের বিরোধিতা করতে এবং উভয় পক্ষের সাধারণ স্বার্থ এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করতে ইচ্ছুক’। মন্তব্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে, যা সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে টানাপোড়েনে সত্ত্বেও দুই প্রতিবেশী ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে এই মাসে বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে কিম জং উন চীনা নেতা শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়েছিলেন। বিচ্ছিন্ন পরমাণু শক্তিধর রাষ্ট্রের জন্য বেইজিং কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং দুটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে। কিম জং উন বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার দাবি করা বন্ধ করে দেয় তবে তিনি তার সাথে পুনরায় যোগাযোগ শুরু করতে প্রস্তুত। পিয়ংইয়ং তার পরমাণু কর্মসূচিকে ন্যায্যতা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াসহ তার মিত্রদের কাছ থেকে আসা হুমকির কথা উল্লেখ করে।

মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকারআনন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকার বন্দি একজন মার্কিন নাগরিককে মুক...
29/09/2025

মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার
আনন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের তালেবান সরকার বন্দি একজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। এক ব্রিটিশ দম্পতিকে মুক্তি দেওয়ার এক সপ্তাহ পর এই মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান। মন্ত্রণালয় এক বিবৃতিতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আমির আমিরি নামে শনাক্ত করেছে। আমিরকে জিম্মি বিষয়ক ওয়াশিংটনের বিশেষ দূত অ্যাডাম বোহেলারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোহেলার চলতি মাসের শুরুতে তালেবান সরকারের সংগে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য কাবুল সফর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেশটির সরকারি নাম ব্যবহার করে জানিয়েছে, ‘আফগানিস্তান ইসলামি আমিরাত আজ আমির আমিরি নামে এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে।’ মন্ত্রণালয় আরো জানায়, ‘আফগানিস্তান সরকার নাগরিকদের সমস্যাগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে না এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করে।’ আমিরির মামলা সম্পর্কে খুব কমই জানা যায়, কারণ এটি ব্যাপকভাবে প্রকাশিত হয়নি। মুক্তির বিষয়ে অবগত একজন কর্মকর্তা বলেন, ৩৬ বছর বয়সী আমিরি ‘২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন।’ কর্মকর্তা আরও বলেন, আমিরি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে চিকিৎসা পরীক্ষার জন্য কাতারের দোহায় কিছুক্ষণের জন্য থামবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমিরির মুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তাকে আফগানিস্তানে ‘ভুলক্রমে আটক’ করা হয়। আমিরিকে মুক্ত করতে সাহায্য করার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রাশিয়ায় অ্যাটমিক প্রদর্শনীতে স্থান পেল ইরানের পারমাণবিক উদ্ভাবনআনন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অ্যাটম এক্সপো ২০২৫-এ প্রদর্শন...
29/09/2025

রাশিয়ায় অ্যাটমিক প্রদর্শনীতে স্থান পেল ইরানের পারমাণবিক উদ্ভাবন
আনন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার অ্যাটম এক্সপো ২০২৫-এ প্রদর্শন করা হয়েছে ইরানি বিজ্ঞানীদের সক্ষমতা এবং আধুনিক সব সাফল্য। মস্কোতে অনুষ্ঠিত রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটম উইকের এই ইভেন্টটিতে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের (এইওআই) এক্সপোজিশন বুথে তাদের উদ্ভাবন তুলে ধরে তেহরান। গত রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। আয়োজনে উপস্থিতি ছিলেন এইওআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মোহাম্মদ ইসলামি। মস্কোর একটি সাংস্কৃতিক প্রদর্শনী কমপ্লেক্সে ইরানি প্যাভিলিয়নটি দেশটির সর্বশেষ পারমাণবিক শিল্প অর্জনগুলো প্রদর্শন করে দর্শনার্থীদের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে। ইরান এবং আয়োজক দেশ রাশিয়ার পাশাপাশি, চীন, বেলারুশ, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ অন্যান্য দেশ এবং এর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও তাদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি সক্ষমতা তুলে ধরে এই প্রদর্শনীতে। ইরানের পারমাণবিক চিকিৎসা, কৃষি, ইলেকট্রনিক্স এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন পণ্য আন্তর্জাতিক পর্যায়ে দেশটির বৈজ্ঞানিক অগ্রগতির বহিঃপ্রকাশ তুলে ধরা হয় এতে। এছাড়াও, পারমাণবিক রেডিওফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, ডায়াবেটিসের ক্ষত চিকিৎসার জন্য একটি কোল্ড প্লাজমা জেট ডিভাইস, স্থিতিশীল আইসোটোপ সমৃদ্ধকরণসহ ভারী জল উৎপাদন, কৃষি খাতে পারমাণবিক শিল্পের প্রয়োগ এবং রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন প্রয়োগসহ নানারকম পারমাণবিক শিল্প পণ্য ইরানের প্রদর্শনী বুথে প্রদর্শিত হয়ে। প্রদর্শনীটি ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, যা ইরান এবং অন্যান্য দেশের সর্বশেষ পারমাণবিক শিল্পের সাফল্য দেখার একটি অনন্য সুযোগ প্রদান করে।

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি আনন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির তিন শতাধিক স্কুল ও একাধিক বিম...
29/09/2025

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
আনন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লির তিন শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। গতকাল রোববার স্থানীয় সময় ভোর ৬ টা ৮ মিনিটে ৩০০ স্কুলের ইমেইল আইডিএত একযোগে পাঠানো মেইলবার্তায় এ হুমকি দেয়া হয়েছে। দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ৩ শতাধিক স্কুলের মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। বোমার হুমকি দেয়া বার্তায় বলা হয়েছে, “স্কুল এবং বিমানবন্দরের প্রশসানকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।”নিজের সম্পর্কে ওই হুমকিদাতা বলেন, “আমাকের কারোর স্পর্শ করার ক্ষমতা নেই, আমি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারি না, কারণ আমি অসীম। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।” দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেছেন, “মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। ৩ শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”

আরব আমিরাত নতুন ৪ ক্যাটাগরির ভিসা চালু করলআনন্তর্জাতিক ডেস্ক: ভিসার ক্ষেত্রে নতুন ক্যাটাগরি চালু করেছে সংযুক্ত আরব আমিরা...
29/09/2025

আরব আমিরাত নতুন ৪ ক্যাটাগরির ভিসা চালু করল
আনন্তর্জাতিক ডেস্ক:
ভিসার ক্ষেত্রে নতুন ক্যাটাগরি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এন্ট্রি ভিসা সংক্রান্ত সংশোধনী ও সংযোজনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকারি কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) গতকাল, এই ঘোষণা দেয়। নতুন ভিসা ব্যবস্থায় যুক্ত হয়েছে কয়েকটি বিশেষ ক্যাটাগরি। চারটি নতুন ভিজিট ভিসা ক্যাটাগরি-কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্টস সেক্টর, ক্রুজ শিপ এবং প্রমোদ তরীর সঙ্গে সংশ্লিষ্টদের জন্য। মানবিক রেসিডেন্স পারমিট এক বছরের জন্য দেয়া হবে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা নবায়নযোগ্য।বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর রেসিডেন্স পারমিট এক বছরের জন্য অনুমোদনযোগ্য, শর্তপূরণ সাপেক্ষে একই মেয়াদে পুনর্নবায়ন করা যাবে। বন্ধু বা আত্মীয়ের জন্য ভিজিট ভিসা আয়ের ভিত্তিতে স্পনসরশিপের মাধ্যমে আত্মীয় বা বন্ধুকে আনা যাবে। বিজনেস এক্সপ্লোরেশন ভিসার ক্ষেত্রে আর্থিক সক্ষমতা থাকা জরুরি। এর মধ্যে থাকতে পারে সংযুক্ত আরব আমিরাতের বাইরে বিদ্যমান কোনো প্রতিষ্ঠানে শেয়ার মালিকানা, নতুন কোম্পানি প্রতিষ্ঠার আর্থিক সক্ষমতা অথবা পেশাগত যোগ্যতার প্রমাণ। ট্রাক ড্রাইভার ভিসার স্পনসর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি স্বাস্থ্য ও আর্থিক গ্যারান্টি থাকাও প্রয়োজন। প্রতিটি ভিসা টাইপের জন্য অনুমোদিত অবস্থানকাল এবং নবায়নের শর্তাবলি স্পষ্টভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে। এই নতুন ভিসা কাঠামোর মাধ্যমে আমিরাত বিশেষ দক্ষ জনশক্তি, পর্যটন খাতের কর্মী এবং মানবিক পরিস্থিতিতে থাকা বিদেশিদের জন্য বসবাস ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করলো।

মিশিগানে গির্জায় হামলাকারী কে এই থমাস স্যানফোর্ডআনন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক গির্জায় ভয়াবহ গ...
29/09/2025

মিশিগানে গির্জায় হামলাকারী কে এই থমাস স্যানফোর্ড
আনন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক গির্জায় ভয়াবহ গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে গ্র্যান্ড ব্ল্যাঙ্কে অবস্থিত দ্য চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে সংঘটিত এই হামলার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড। সিএনএনের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর পাল্টা প্রতিক্রিয়ায় ঘটনাস্থলেই নিহত হন স্যানফোর্ড। তিনি ইরাক যুদ্ধের সাবেক সেনা ও পেশায় ট্রাকচালক ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, গত রোববার সকালে স্যানফোর্ড প্রথমে তার পিকআপ ট্রাকটি গির্জার মূল প্রবেশদ্বারে ধাক্কা মারে। এরপর একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে চার্চে উপস্থিত উপাসকদের ওপর নির্বিচারে গুলি চালায় এবং এক পর্যায়ে ভবনে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রতিরোধ করে।মার্কিন মেরিন কর্পসের একজন মুখপাত্র সিএনএনকে জানান, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মেরিন বাহিনীতে দায়িত্ব পালন করেন স্যানফোর্ড। তিনি সার্জেন্ট পদে কর্মরত ছিলেন এবং এই সময়ে একাধিক পদকও পান। ২০০৭ সালের গ্রীষ্মে‘অপারেশন ইরাকি ফ্রিডম’-এর অংশ হিসেবে ইরাকে নিযুক্ত ছিলেন তিনি। এর আগে তিনি জাপানেও কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও পারিবারিক সূত্রে জানা যায়, স্যানফোর্ড বিবাহিত ছিলেন এবং তার এক পুত্রসন্তান রয়েছে। নবজাতক সন্তান জন্মের পর থেকেই বিরল জেনেটিক রোগ ‘কনজেনিটাল হাইপারইনসুলিনিজম’-এ আক্রান্ত হয়। এ অবস্থার জন্য দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থাকতে হয় শিশুটিকে এবং অগ্ন্যাশয়ের অংশবিশেষ অপসারণে করাতে হয় একাধিক অস্ত্রোপচারও। এই চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারকে আর্থিক সংকটে পড়ে এবং স্থানীয় একটি প্রতিবেদনে বলা হয়, সন্তানের পাশে থাকার জন্য স্যানফোর্ড কোকা-কোলায় ট্রাকচালকের চাকরি থেকে ছুটি নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সুস্থ সন্তান পাওয়া যে কত বড় আশীর্বাদ, তা কখনো অবহেলা করবেন না। আমি চার বছর মেরিন কোরে ছিলাম, ইরাকে যুদ্ধ করেছি, কিন্তু সন্তানের অসুস্থতা সামলানো তার চেয়েও অনন্য এক অভিজ্ঞতা।’স্যানফোর্ডের মায়ের ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি একজন শিকারপ্রেমী ছিলেন এবং হরিণসহ বিভিন্ন প্রাণী শিকার করে ছবি তুলতেন। এতসব তথ্য সামনে আসলেও মিশিগান চার্চে এই হামলার পেছনের উদ্দেশ্য এখনো অজানা। তবে তার সামরিক অতীত, পারিবারিক সংগ্রাম ও ব্যক্তিগত জীবনকে ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠছে, যা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

মার্কিন ভিসা ফি বৃদ্ধির পর যেভাবে স্বপ্নভঙ্গ হচ্ছে ভারতীয়দেরআনন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্...
29/09/2025

মার্কিন ভিসা ফি বৃদ্ধির পর যেভাবে স্বপ্নভঙ্গ হচ্ছে ভারতীয়দের
আনন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই মাসে এক ঘোষণায় এইচ-১বি ভিসা প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নেয়ার সবচেয়ে বড় পথ হিসেবে ব্যবহৃত এই ভিসার ফি বাড়িয়ে দেয়া হয়েছে নাটকীয়ভাবে। আগে যেখানে খরচ ছিল গড়ে দুই হাজার ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ডলার। ট্রাম্পের এমন সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হচ্ছে ভারতীয় তরুণ-তরুণীদের। ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি শহর বাগেশ্বরের মেয়ে মেঘনা গুপ্তা। ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল, ২৩ বছরের মধ্যে মাস্টার্স শেষ করে কয়েক বছর ভারতের বড় কোনো কোম্পানিতে চাকরি করবেন, তারপর ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হবেন। সেই স্বপ্ন পূরণের আশায় তিনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের (টিসিএস) হায়দরাবাদ অফিসে। পদোন্নতির অপেক্ষায় ছিলেন, যাতে ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে প্রজেক্টে কাজের সুযোগ পান। কিন্তু ২৯ বছরে এসে তার সব হিসাব এলোমেলো হয়ে গেছে। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের ফলে কোনো ভারতীয় কর্মীকে এই ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার খরচ কমপক্ষে ১ লাখ ৬০ হাজার ডলার হয়ে যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে দেশীয় কর্মী নিয়োগের তুলনায় অনেক বেশি। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এর ফলে মার্কিন কোম্পানিগুলো বিদেশি কর্মী না নিয়ে, স্থানীয়দের নিয়োগ দিতে উৎসাহিত হবে। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত। কারণ, ২০২৪ সালে সব এইচ-১বি ভিসার মধ্যে প্রায় ৭০ শতাংশই পেয়েছিলেন ভারতীয় নাগরিকরা। চিকিৎসা থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি খাত-প্রায় প্রতিটি জায়গাতেই ভারতীয় পেশাজীবীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। চীনারা ছিলেন অনেক পিছিয়ে, মাত্র ১২ শতাংশ। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মেঘনা বলেন, “এটা আমার জন্য ভীষণ হৃদয়বিদারক, আমার সারা জীবনের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রে যাওয়ার। এখন মনে হচ্ছে সেই ‘আমেরিকান ড্রিম’ আসলে একটা নিষ্ঠুর রসিকতা।” ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি সত্ত্বেও দেশের অবকাঠামো সংকট, কর্মসংস্থানের ঘাটতি আর বৈষম্যের কারণে লাখো তরুণ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে সুযোগ খোঁজেন। সরকারি তথ্য বলছে, ২০২০ সালে যেখানে ৯৪ হাজার ভারতীয় বিদেশে গিয়েছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪৮ হাজারে। মাত্র পাঁচ বছরে এই হার ২৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন নীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে ভারতীয়দের দখল করা মধ্যম স্তরের চাকরিগুলোকে। এগুলোর মধ্যে সফটওয়্যার ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে ফাইন্যান্স ও স্বাস্থ্যখাতের ব্যাক-অফিস সাপোর্টের চাকরিও রয়েছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, “এক লাখ ডলার ফি মানে হলো এন্ট্রি-লেভেল কর্মীর বার্ষিক বেতনের চেয়েও বেশি খরচ। ছোট প্রতিষ্ঠান ও স্টার্টআপদের পক্ষে এটা একেবারেই অযৌক্তিক।” তার মতে, মার্কিন কোম্পানিগুলো এখন কেবল বিশেষজ্ঞ স্তরের, অতি-দুর্লভ পদের জন্য বিদেশি কর্মী আনবে। অন্যদিকে সাধারণ কাজ অফশোরে ভারত বা অন্য হাবে সরিয়ে দেবে। কেবল নতুন আবেদনকারীরাই নন, যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো ভারতীয়ও আতঙ্কিত। মেটার এক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানান, তিনি এবং তার স্ত্রী দুজনেই এইচ-১বি ভিসায় আছেন। যদিও বিদ্যমান ভিসা বা নবায়নের ক্ষেত্রে নতুন ফি প্রযোজ্য নয় বলে স্পষ্ট করা হয়েছে, তবুও অনিশ্চয়তায় ভুগছেন তারা। তিনি বলেন, “গত ১১ বছরে কখনো ভারতের কথা মাথায় আসেনি। কিন্তু এ ধরনের অস্থিতিশীলতা আমাদের মতো অনেককে জীবন বদলে দেয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তার সহকর্মীদের অনেকেই শিশুদের স্কুলিং, বাড়ি কেনা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সবকিছু নিয়ে এখন দোটানায়। তার মতে, “অভিবাসীদের অবদান যুক্তরাষ্ট্রের সাফল্যের শেকড়ে মিশে আছে। একবার যদি এই প্রতিভা চলে যায়, তাহলে উদ্ভাবনও থেমে যাবে।” এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কেও নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে। সম্প্রতি ওয়াশিংটন ভারতের রপ্তানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার অর্ধেক আরোপ করা হয়েছে রাশিয়া থেকে তেল কেনার জন্য। এখন ভিসা নীতির ধাক্কায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের আইটি খাতের শীর্ষ সংগঠন নাসকম বলেছে, আকস্মিক এ নীতি পরিবর্তন “পরিবারগুলোকে বিপর্যস্ত করবে”এবং চলমান প্রজেক্টগুলোর ধারাবাহিকতায় আঘাত হানবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর অবশ্য বলছে, এটা ভারতের জন্য সুযোগ হতে পারে, বিদেশমুখী দক্ষ জনশক্তিকে দেশে ফিরিয়ে আনার। কিন্তু বাস্তবে অনেক তরুণ বিকল্প হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য কিংবা নিউজিল্যান্ডের দিকে ঝুঁকছেন, ভারতে ফেরার কথা ভাবছেন না। প্রবাসী শিক্ষার্থীদের সংগঠন নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান স্টুডেন্টস জানায়, এই ঘোষণার পরই আতঙ্কিত শিক্ষার্থীদের কাছ থেকে তাদের হটলাইনে ৮০টির বেশি প্রশ্ন এসেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সুধাংশু কৌশিক বলেন, “এটা অভিবাসীদের মনে করিয়ে দেয়া যে তারা এখানে কোনোদিনই পুরোপুরি নিরাপদ নয়। যেকোনো মুহূর্তে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।”

ইউরোপীয় শীর্ষ সম্মেলন ঘিরে কঠোর পদক্ষেপ নিলো ডেনমার্কআনন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে নি...
29/09/2025

ইউরোপীয় শীর্ষ সম্মেলন ঘিরে কঠোর পদক্ষেপ নিলো ডেনমার্ক
আনন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সাময়িকভাবে সব বেসামরিক ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডেনমার্ক। আজ এ তথ্য জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। পুলিশ ও নিরাপত্তা সংস্থার কার্যক্রম সহজ করতে এবং বিদেশি ড্রোনের মাধ্যমে সম্ভাব্য অনিশ্চয়তা ও বিঘ্ন এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় মন্ত্রণালয়টি। বিবৃতিতে বলা হয়, আসন্ন ইউরোপীয় সম্মেলন উপলক্ষে পুলিশ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশীয় নাগরিক ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। বিবিসির খবরে বলা হয়, এই ড্রোন নিষেধাজ্ঞা ৩ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর লঙ্ঘন করলে জরিমানা বা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে রয়েছে ডেনমার্ক। ২২ সেপ্টেম্বর থেকে দেশটি অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার ঘটনা শুরু হয়। এসব ড্রোন উড্ডয়নের কারণে কোপেনহেগেন ও অসলো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। গত সপ্তাহে অলবর্গ ও বিলুন্ড বিমানবন্দরেও একই ধরনের ঘটনার কারণে স্থগিত করা হয় সকল কার্যক্রম। তবে এখন পর্যন্ত এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী এসব ঘটনাকে “হাইব্রিড হামলা”হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি একটি পদ্ধতিগত অভিযানের অংশ ছিল। ড্রোন অনুপ্রবেশের ঘটনায় এখনো তদন্ত চলছে এবং রাশিয়ার সম্পৃক্ততা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’ এছাড়া নরওয়ে, রোমানিয়া, ইস্তোনিয়া ও পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধযান প্রবেশের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা যৌথভাবে ড্রোন মোকাবিলায় একটি “ড্রোন ওয়াল”গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাটোও জানিয়েছে, বাল্টিক অঞ্চলজুড়ে নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরানআনন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহুল আলোচিত অভিযু...
29/09/2025

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
আনন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহুল আলোচিত অভিযুক্ত বাহমান চুবিয়ালের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এটি চলতি বছরের জুন মাসে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর গুপ্তচরবৃত্তির দায়ে ১০ম মৃত্যুদণ্ড কার্যকর। মিজানের প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচরদের একজন সন্দেহে ফাঁসি দেয়া হয় চুবিয়ালকে। তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে জানা গেছে এবং তিনি ইরানের “সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্পে”কাজ করতেন। মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডাটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধানসহ অন্যান্য লক্ষ্যও অনুসরণ করেছিল। ইরানের সুপ্রিম কোর্ট চুবিয়ালের আপিল খারিজ করে তার বিরুদ্ধে “পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় কোনো গুপ্তচরে ফাঁসি। এর আগে বাবাক শাহবাজি নামের আরেক অভিযুক্তকে একই অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

৯ হাজার কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তির পথে ইউক্রেনআনন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে লড়তে এবং প্রতিরক্ষা জোরদারে যুক...
29/09/2025

৯ হাজার কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তির পথে ইউক্রেন
আনন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বিরুদ্ধে লড়তে এবং প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের অস্ত্র ও ড্রোন চুক্তি করতে যাচ্ছে ইউক্রেন। এ নিয়ে আলোচনার জন্য শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই মাস বা আগামী মাসে হতে পারে এই সফর। যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯০ বিলিয়ন বা ৯ হাজার কোটি ডলারের অস্ত্র কেনার একটি তালিকাও ইউক্রেন তৈরি করেছে বলে জানিয়েছেন জেলেনস্কি। বাংলাদেশি মুদ্রার হিসেবে এ চুক্তির মূল্য প্রায় ১১ লাখ কোটি টাকা। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে যান জেলেনস্কি। সেখানে ৯০ বিলিয়ন ডলারের বিশাল চুক্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি রাশিয়ার হামলার জবাবে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে ইউক্রেনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। পরিকল্পনার অংশ হিসেবে দুটি বড় চুক্তির কথা উঠে এসেছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একটি ‘মেগা ডিল’ নামে বৃহৎ অস্ত্র ক্রয়চুক্তি এবং অপরটি ‘ড্রোন ডিল’। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ড্রোন চুক্তি নিয়ে ইতোমধ্যে প্রযুক্তিগত দলগুলো কাজ শুরু করেছে। চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেন থেকে ড্রোন ক্রয় করবে।’ গত সাড়ে তিন বছরের যুদ্ধে ইউক্রেন শুরু থেকেই নিজস্ব ড্রোন শিল্প গড়ে তুলেছে। বর্তমানে লাখ লাখ ড্রোন তৈরি করছে দেশটি। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে এই উৎপাদন আরও ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হচ্ছে না। এজন্য পশ্চিমা মিত্রদের সহায়তার ওপরই নির্ভর করতে হচ্ছে ইউক্রেনকে। বিশেষত আকাশ প্রতিরক্ষায় পশ্চিমা অস্ত্র সরবরাহ দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেলেনস্কি বলেন, সম্প্রতি ইসরায়েল থেকে পাওয়া একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন ইতোমধ্যে মোতায়েন করেছে। শিগগিরই আরও দুটি প্যাট্রিয়ট সিস্টেম পাওয়ার আশা করা হচ্ছে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে শহর ও নাগরিকদের সুরক্ষা দেয়া বর্তমানে তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইউক্রেনে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ও তেল স্থাপনায় ড্রোন হামলা চালাচ্ছে। জেলেনস্কির ইঙ্গিত, এর বাইরে রাশিয়ার বিরুদ্ধে আরও কৌশলগত পদক্ষেপ নেয়া হতে পারে।

পিরোজপুর: আমড়ার জন্য বরিশাল বিখ্যাত। বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় এর ফলন বেশি বিধায় বরিশালের আমড়া বলেই পরিচিতি বেশি। ব...
29/09/2025

পিরোজপুর: আমড়ার জন্য বরিশাল বিখ্যাত। বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় এর ফলন বেশি বিধায় বরিশালের আমড়া বলেই পরিচিতি বেশি। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালী উপজেলাসহ স্ব^রুপকাঠী ও নাজিরপুরে আমড়া আবাদ হয় বেশি। এবার কাউখালীতে আমড়ার বাম্পার ফলন হয়েছে।

চট্টগ্রাম: সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পূজায় শহরের পূজামন্ডপ গুলোতে ছিল ভক্তদের ভিড়। ছবিটি সোমবার ...
29/09/2025

চট্টগ্রাম: সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পূজায় শহরের পূজামন্ডপ গুলোতে ছিল ভক্তদের ভিড়। ছবিটি সোমবার সন্ধ্যায় হাজারীগল্লি এলাকার একটি পূজামন্ডপ থেকে তোলা।

Address

Zaman Tower (Level-14), 37/2 Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Delta Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Delta Times:

Share

Delta Times 24

Delta Times 24