01/11/2025
অনেক দিন পরে আমরিনকে নিয়ে ঘুরে আসলাম আমাদের দু'জনের ক্যাম্পাসে। Gen-Z রা ক্যাম্পাসটাকে ছবির মত সুন্দর করে সাজিয়েছে। ক্যান্টিন, মাঠ আর গ্যালারিতে নবীনদের আড্ডা দেওয়া দেখে সেই ২০১৩ সালের স্মৃতিগুলো চোখের সামনে ভাসছিল। আহা, কতই না সুন্দর আর মিষ্টি ছিল সেই দিনগুলি। 🫶