FarooQ

FarooQ Digital Markter

বই পড়তে এবং নতুন কিছু শিখতে ভালো লাগে

21/08/2025

TikTok sponsor

আপনার নিজের জন‍্য কি ছয়টা মাস সময় হবে? একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না। এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বি...
20/08/2025

আপনার নিজের জন‍্য কি ছয়টা মাস সময় হবে?

একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না।

এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন।

কী করবেন এই সময়ে? নিজের স্বপ্ন পূরণ করবেন, নিজেকে নতুন করে গড়ে তুলবেন।

আমরা প্রায়ই বলি, “সময় পাই না।” কিন্তু সত্যি কি পাই না, নাকি সময়টা এমন কাজে নষ্ট করি, যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না?

ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা—এসব বাদ দিলে দেখবেন, আপনার হাতে কত সময় পড়ে থাকে।

চলুন, ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন, ছয় মাস পরে আপনার জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে।

১. ফালতু আড্ডাকে ‘না’ বলুন।

বন্ধু ফোন দিয়ে বলল, “চল, টো টো করে ঘুরি, আড্ডা দিই।” আপনি জানেন, সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না, শুধু সময় নষ্ট। এখন কী করবেন?

বিনয়ের সঙ্গে বলুন, “না রে ভাই, আজ পারব না।” প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার চেষ্টা করে দেখুন। প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে, তখন গর্ব অনুভব করবেন।

২. নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন।

আপনার কোনো স্বপ্ন আছে, তাই না? হয়তো একটা বই লেখা, নতুন কোনো স্কিল শেখা, বা একটা ব্যবসা শুরু করা। কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন। এবার সেই স্বপ্নের দিকে সময় দিন।

ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন। ছয় মাস পরে যখন দেখবেন, আপনার কাজ এগিয়ে গেছে, তখন নিজেকে ধন্যবাদ দিবেন।

৩. যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন।

আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা সবসময় শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে হতাশ করে? কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয়?

এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন, যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে।

৪. দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন।

দিনের কাজগুলোর একটা তালিকা করুন। সকালে উঠে ভাবুন, “আজ কী কী করব?” আর সেটা সময়মতো শেষ করুন।

রাতের শেষে যখন দেখবেন, আপনার সব কাজ শেষ হয়েছে, তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে। আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।

৫. নিজের শরীরের যত্ন নিন।

এটা খুব জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই এগোবে না। প্রতিদিন অন্তত আধঘণ্টা হাঁটুন বা ব্যায়াম করুন।

আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে ১০ মিনিট ধ্যান করুন। দেখবেন, আপনার মন শান্ত থাকবে, আর কাজে মনোযোগ আরও বাড়বে।

৬. সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিন।

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম—এগুলো যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন। এই ছয় মাসে ঠিক করুন, দিনে এক ঘণ্টার বেশি এদের পেছনে সময় দেবেন না।

এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন। একটা অনলাইন কোর্স করতে পারেন, বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন।

৭. প্রতিদিন নতুন কিছু শিখুন।

নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা। ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করুন। প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন। হয়তো এটা কুকিং, হয়তো ডিজিটাল মার্কেটিং, কিংবা কোনো নতুন ভাষা।

ছয় মাস পরে দেখবেন, আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন।

ভাবুন তো, ছয় মাস পরে আপনি কোথায় দাঁড়াবেন?

ছয় মাস খুব বেশি সময় নয়। কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন, ছয় মাস পরে আপনার জীবন একদম নতুন মোড় নেবে। আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন।

জীবনটা ছোট।

কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে।

ছয় মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন।

নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন।

ছয় মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন, তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন—আর সেই মানুষটি হবে আপনারই আপডেটেড ভার্সন।

তো? এই ছয় মাসের যাত্রা শুরু করবেন কবে?

আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকেই শুরু হতে পারে।

©️

19/08/2025

নিজে থেকে গায়ে পড়ে সাইদা কাউকে কখনো উপকার করতে নেই

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest amo...
18/08/2025

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!

আমরা কি তাহলে আশা করতে পারি খুব তাড়াতাড়ি প্রথম আলো এবং 71 টিভির চেয়ারম্যানের হাতে হাত করা পড়া দেখতে পারব আমরা আসলে য...
18/08/2025

আমরা কি তাহলে আশা করতে পারি খুব তাড়াতাড়ি প্রথম আলো এবং 71 টিভির চেয়ারম্যানের হাতে হাত করা পড়া দেখতে পারব

আমরা আসলে যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি তারা সচরাচর সবাই জানে এই দুইটা প্রতিষ্ঠান বিগত দিনে কে কি রকম কাজকর্ম চালায় গেছে এইটা আমরা সবাই খুব ভালো করে জানি,



অবশ্যই এটা বাংলাদেশ এই দেশে যারা ভাল কাজ করব তারা বিপদে পড়বে এটা স্বাভাবিক,

জঙ্গলে যেমন সোজা গাছটাকে আগে কাটা হয়
তেমনি বাঁকা গাছটা কাটতে গেলে বলে সমস্যা হইবো দেরি হইব অসুবিধা আছে অনেক কষ্ট হইবো,

ঠিক এমনই সমাজে ভালো মানুষের উপর জুলুমগুলা খুব তাড়াতাড়ি করা হয়

গ্রেফতার করা হয়েছে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাহেব কে,  আমি ছোট মানুষ অত কিছু বুঝিনা অতটুক বুঝার মত জ্ঞান বুদ্...
18/08/2025

গ্রেফতার করা হয়েছে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাহেব কে,
আমি ছোট মানুষ অত কিছু বুঝিনা অতটুক বুঝার মত জ্ঞান বুদ্ধি আমার নাই,
আমরা কি তাহলে খুব তাড়াতাড়ি দেখতে পারব একাত্তর আর প্রথম আলোর চেয়ারম্যান আটক হয়েছে

নাসির উদ্দিন সাহেবের ফ্যামিলি যতগুলো মানুষের পাশে দাড়াইছে উপকার করছে দুর্ভাগা হতভাগা সবাই জানে বেইমান বাঙালিরা,

প্রথম আলো আর ৭১ টিভি চেয়ারম্যানরা এই দুইজন ব্যক্তি

নাসির উদ্দিন সাহেব যতগুলা লোকের উপকার করছে এতগুলা লোকের সাথে কখনো তারা কথাই বলে নাই

আমার তো মনে সন্দেহ আছে বাস্তবে একসাথে দেখছে কিনা

তাহলে আমরা কি খুব তাড়াতাড়ি প্রথম আলো আর একাত্তরের চেয়ারম্যান কে দেখতে পারবো যে তারাও আটক হইছে পুলিশের কাছে

17/08/2025

খাইতে পারে

শুধু কি নিজে খুশি থাকলে ভালো লাগে, আশেপাশে মানুষরে তো খুশি করার দায়িত্ব আছে নাকি আপনার হতাশা মন খারাপ বিভিন্ন রকম সমস্য...
17/08/2025

শুধু কি নিজে খুশি থাকলে ভালো লাগে, আশেপাশে মানুষরে তো খুশি করার দায়িত্ব আছে নাকি

আপনার হতাশা মন খারাপ বিভিন্ন রকম সমস্যা, এইগুলা যখন আপনার পাশের মানুষ দেখে তখন তারা খুশি হয়,

সমাজে এক শ্রেণীর মানুষ আছে, যারা মানুষের পিছনে পরনিন্দা করে বিভিন্ন রকম আজেবাজে কথা বলে, দিনশেষে তারা ফকম ফাইভ ছাড়া কিছুই পায় না

16/08/2025

যতটা সম্ভব মানুষের চুপ থাকা উচিত

প্রাচীনকাল থেকে বিখ্যাত কিছু অজুহাত যেগুলো মানুষকে সফল হতে দেয় না, তালিকাটি পড়ুন নিজেকে সাবধানে যাচাই করুন এবং দেখুন আ...
16/08/2025

প্রাচীনকাল থেকে বিখ্যাত কিছু অজুহাত যেগুলো মানুষকে সফল হতে দেয় না,
তালিকাটি পড়ুন নিজেকে সাবধানে যাচাই করুন এবং দেখুন আপনার মধ্যে কতগুলো অজুহাত রয়েছে

১. যদি টাকা থাকতো

২. আমার যদি উচ্চ শিক্ষা থাকতো

৩. আমি যদি আরেকটু মোটা হতাম আমার শরীরে যদি আরেকটু মাংস থাকতো
৪. আমি যদি একটি চাকরি পেতাম

৫. সময়টা যদি ভালো যেত

৬. যদি আশেপাশের মানুষ এবং আমার ফ্যামিলির মানুষ আমাকে বুঝতো

৭. যদি আমার জীবনটা নতুন করে শুরু করতে পারতাম

৮. যদি জন্মসূত্রে ধনী হতে পারতাম

৯. অন্য লোকের মত যদি আমার প্রতিভা থাকতো

১০. যদি অতীতের সুযোগগুলো কাজে লাগাতে পারতাম

১১. যদি ঋণের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারতাম

১২. সবাই যদি আমার বিরোধ আচরণ না করত

১৩. যদি মনের মধ্যে এত দুশ্চিন্তা না থাকতো

১৪. যদি ভাগ্য আমার প্রতি বিরূপ না হত

১৫. আমার ভুল পরিবারে জন্ম না হতো

১৬. পরিশ্রম করতে না হতো

১৭. যদি অতীত ভুলে যেতে পারতাম

১৮. আমার যদি একটা ব্যবসা থাকতো

১৯. আমাকে সাহায্য করার মত কেউ যদি থাকতো

২০. অতীতে যদি টাকা সঞ্চয় করতাম

15/08/2025

আপন মানুষ এখন নেয়,

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when FarooQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share