Core Productivity

Core Productivity Information is power

03/11/2025

জার্মানি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি!
১. বাংলাদেশে কালো কালির কলম ব্যবহার করা হলেও জার্মানিতে নীল কালির কলম ব্যবহার করে!

২. আমার বিশ্ববিদ্যালয়ে একেকটি লেকচার হয় সাধারনত ৩ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৪ ঘণ্টা পর্যন্ত। ক্লাস একদম সময়মতো শুরু হয় এবং মাঝে ১৫ মিনিটের বিরতি থাকে। ক্যাম্পাসে জার্মানির হিসেবে তুলনামূলক অর্ধেক দামে (৩ ইউরোর একটু বেশি) দুপুরের লাঞ্চ করা যায়৷ সাদারনত হালাল আইটেম থাকে।

৩. একেকটি লেকচারে যত পরিমাণ পিডিএফ সরবরাহ করা হয়, বাংলাদেশে একটি বিষয়ে পুরো সেমিস্টারেও আমার তত পরিমাণ শিট পড়তে হয় নাই!

৪. পড়াশোনার জন্য যত রকম সুযোগ-সুবিধা দরকার, সবই জার্মান সরকার প্রদান করে। প্রায় ৯৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই। প্রফেসররা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ; ইমেইল করলে সাধারণত উত্তর দেন। আমার বিশ্ববিদ্যালয়ে প্রথম তিন মাস ক্লাস, চতুর্থ মাসে পরীক্ষা, এরপর দুই মাস সেমিস্টার ব্রেক। তবে পাশ করা যথেষ্ট কঠিন। কোনো বিষয়ে তিনবার ফেল করলে কোর্স থেকে বাদ দেওয়া হয়। ক্লাসরুমে জার্মান সহপাঠীদের নিজস্ব সার্কেল থাকে, তবে অন্যরা বেশ বন্ধুত্বপূর্ণ।

৫. বিশ্ববিদ্যালয়ের ডর্মগুলোর ভাড়া বাইরের তুলনায় অনেক কম। এখানে প্রত্যেকের জন্যে সিঙ্গেল রুম থাকে। রুমের সাইজ একজনের জন্যে খুবই কম্ফোর্টেবল ভাবে থাকার মত হয়ে থাকে! বন শহরে স্টুডেন্ট ডর্মে ৩২০ থেকে ৪৫০ ইউরো পর্যন্ত ভাড়া দিতে হয়। এর মধ্যে ওয়াইফাই ও বিদ্যুৎ বিল অন্তর্ভুক্ত থাকে। সবচেয়ে বেশি খরচ হয় ডর্ম ভাড়ায়। তবে রেডিও বিল নিজে দিতে হয় (পাশাপাশি রুমের কয়েকজন শেয়ার করেও দেয়া যায়)।

৬. দ্বিতীয় সর্বোচ্চ খরচ হয় পাবলিক হেলথ ইন্সুরেন্সে। বয়স ৩০ বছরের কম হলে মাসে ১৪০ ইউরো, ৩০ বছরের বেশি হলে ২৪০ ইউরো দিতে হয় (বেতন ১৫০০ ইউরোর বেশি হলে আরও বেশি দিতে হয়)। এই ইন্সুরেন্সে দাঁতের কিছু চিকিৎসা বাদে প্রায় সবকিছু কভার করে। এখানকার ডাক্তাররা খুবই বন্ধুত্বপূর্ণ। চিকিৎসার খরচ সরকার বহন করে। অর্থাৎ হেলথ ইন্সুরেন্সের মান্থলি পেমেন্টের বাইরে চিকিৎসার জন্যে আলাদা বিল দিতে হয়না।

৭. তৃতীয় সর্বোচ্চ খরচ হয় খাবারের জন্য। মাসে গড়ে ১৫০ থেকে ২০০ ইউরো খরচ হয়। এখানে প্রচুর হালাল দোকান আছে, সুপারসপ গুলোতেও হালাল খাবার পাওয়া যায়, (এছাড়া হালাল গোস্তের জন্যে টার্কিশ সপ ওবা, জেলদি আছে) তাই হালাল খাবার পাওয়া নিয়ে তেমন কোনো সমস্যা হয় না।

৮. ফলের দাম তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অনেক সময় কম, কারণ প্রায়ই অফার থাকে। তবে গরুর মাংস ও সবজির দাম তুলনামূলক বেশি। দেশি মুরগির দাম প্রায় বাংলাদেশের মতোই। তবে কলা, তরমুজ ইত্যাদির দাম বেশি এবং কেজি হিসেবে বিক্রি হয়। কোমল ও মদ্যপ পানীয়ের দাম তুলনামূলকভাবে কম। খাতা-কলমের দাম বাংলাদেশের কাছাকাছি বা কিছুটা বেশি (একেক সুপার শপে একেক রকম হয়)

পোশাকের দাম অনেক বেশি। এক জোড়া ভালো জুতা বা একটি ভালো শীতের পোশাক কিনতে ৪০ থেকে ১০০ ইউরো পর্যন্ত বাজেট রাখতে হয়। মোবাইল ও ল্যাপটপের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি, তবে মান অনেক ভালো। এখানে ক্যাশ টাকা (ইউরো) ক্যারি করা লাগেনা, সব পেমেন্ট কনট্রাক্টলেস (NFC) এ করা যায়, চাইলে ক্যাশেও করা যায়!

৯. একজন আন্তর্জাতিক শিক্ষার্থী মাসে ৮৭ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। সেমিস্টার ব্রেকে ফুল-টাইম কাজ করা যায়। এখানে সর্বনিম্ন ঘণ্টাপ্রতি বেতন ১২.৮১ ইউরো। শিক্ষার্থীরা সাধারণত ১২.৮১ থেকে ১৩.৫০ ইউরো রেটে কাজ করে। পার্টটাইম জবে সাধারনত কোন ট্যাক্স পে করতে হয়না, তবে সোস্যাল সিকিউরিটি ফি দিতে হয়।

১০. মসজিদ তুলনামূলক কম, প্রায় সব মসজিদেই মা-বোনদের জন্যে আলাদা ব্যবস্থা থাকে। জুম্মা এবং ঈদের নামাজ তারা মসজিদে এসে পড়েন। রমাদানে সব মসজিদেই ফ্রি ঈফতারের ব্যবস্থা থাকে, মা বোনরাও অনেকে মসজিদে যেয়ে ঈফতার করেন।

১১. ডয়েচল্যান্ড টিকিট থাকলে ICE ছাড়া সব পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। ট্রেনে টিকিট সবসময় চেক করেনা, বাসে-ট্রামে বন সিটিতে কখনোই টিকেট চেক করেনা।

NRW তে ট্রেন প্রায় সময় লেট করে। এক ট্রেন থেকে নেমে পরের কানেকটিং ট্রেন ধরার জন্যে আপনাকে সবসময় দৌড়াতে হবে! পাবলিক ট্রান্সপোর্টে ফরেনদার পাশে জার্মান কেউ বসবে কি না, তার সম্ভাবনা ৫০-৫০! (আমার অভিজ্ঞতা এরকম ই)

১২. এখানে ৬০ থেকে ৭০ বছর বয়সেও জার্মানরা অনেক সক্রিয়। বয়স্ক মানুষদের সাধারণত বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। রাস্তায় কোনো তথ্য জানতে চাইলে তারা বেশিরভাগ সময় সাহায্য করে। বিশ্ববিদ্যালয়গুলো সাধারনত রেসিজম মুক্ত, বন শহরেও আমি এখনো রেসিজমের তেমন অভিজ্ঞতা পাইনি, তবে জার্মানিতে রেসিজম আছে।

১৩. সামারে তাদের ড্রেসের ঠিক থাকেনা! জার্মানদের কালচার হচ্ছে তারা মদ অফার করে! তবে কেউ মদ পান করে না জানার পর, তাকে আর মদ অফার করবেনা। তাদের পারিবারিক বন্ধন অনেকটাই কম! একটা বয়স পর্যন্ত পারিবারিক বন্ধন ভালোই থাকে। তবে বয়স বাড়ার সাথে কমে যায় বলেই আমার ধারনা! বাচ্চা কাচ্চারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যার যার মত স্বাধীন! গার্ল্ফ্রেন্ড-বয়ফ্রেন্ড ই তাদের কাছে স্বামী - স্ত্রী!

১৪. দাড়ি থাকা, না থাকা নিয়ে তেমন কোন সমস্যা হয়না, কারো লম্বা দাড়ি আছে, নাকি দাড়ি নাই, কে কি পোষাক পরে আছে এগুলো নিয়ে তাদের মাথাব্যাথা দেখিনাই!

১৪. বিশ্ববিদ্যালিয়ের যেসব শিক্ষার্থী রংধনুর সাথে জড়িত, তাদের পক্ষ থেকে প্রায় ই রংধনুর বিভিন্ন ইভেন্টে আমন্ত্রন জানিয়ে ইমেইল করে!

১৫. পাবলিক টয়লেট ইউজ করতে পে করতে হবে, এবং টয়লেটে টিস্যু ই একমাত্র ভরসা! 🫢

এই সব গুলো তথ্য গত ৯ মাসে বন শহরে থেকে আমার অভিজ্ঞতা! এবং সবগুলোই এভারেজ তথ্য! এক স্টেট থেকে অন্য স্টেটে, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে পার্থক্য হতে পারে!
আপনারা যারা জার্মানিতে আছেন আপনারাও কমেন্টে আপনাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। ধন্যবাদ 😊

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি নাসমাধান: Looka.comসমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাইসমাধান: Remove.bgসমস্যা: আম...
02/11/2025

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি না
সমাধান: Looka.com

সমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাই
সমাধান: Remove.bg

সমস্যা: আমি রঙের কম্বিনেশন ঠিক করতে পারি না
সমাধান: Coolors.co

সমস্যা: ফন্ট মিলাতে পারি না ডিজাইনে
সমাধান: Fontjoy.com

সমস্যা: আমি অটো ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চাই
সমাধান: Brandmark.io

সমস্যা: ইলাস্ট্রেশন বানাতে পারি না
সমাধান: Illustroke.com

সমস্যা: UI আইডিয়া তৈরি করতে চাই
সমাধান: Uizard.io

সমস্যা: আমি প্রোডাক্ট মকআপ বানাতে চাই
সমাধান: Smartmockups.com

সমস্যা: রিয়েলিস্টিক ফটো এডিট করতে পারি না
সমাধান: Photoroom.com

সমস্যা: আমি ভিজ্যুয়াল কনসেপ্ট দ্রুত বানাতে চাই
সমাধান: Kittl.com

Make a logo and build a brand you love with Looka.

02/11/2025

যে অভ্যাস মানুষকে দিন দিন গরিব করে......!!

১. আয়ের চেয়ে বেশি খরচ করা।
অন্যকে দেখানোর জন্য বেশি খরচ। ঋণ নেয় শুধু জীবনযাত্রা আপগ্রেডের জন্য, বিনিয়োগের জন্য নয়।

২. আর্থিক পরিকল্পনার অভাব।
কোন বাজেট নেই, কোন সঞ্চয় নেই, কোন রোডম্যাপ নেই। ফলে বেতন পেলেই ফুরিয়ে যায়।

৩. দক্ষতা ও উন্নয়নকে অবহেলা।
একই আয়ে আটকে থাকা। নতুন কিছু শেখা, নেটওয়ার্কিং বা সুযোগ খোঁজার চেষ্টা না করা।

৪. ধৈর্য না রাখা।
আজকের আনন্দের জন্য ভবিষ্যতের লাভ ত্যাগ করা। কম্পাউন্ড গ্রোথকে এড়িয়ে যাওয়া কারণ সেটা সময় নেয়।

৫. ঋণ ব্যবস্থাপনায় গাফিলতি।
ভোগের জন্য লোন নেয়, উৎপাদনের জন্য নয়। সুদের হিসাব না রেখে ঋণকে বাড়তে দেওয়া।

৬. আর্থিক শিক্ষার অভাব।
টাকা কীভাবে কাজ করে সুদ, মুদ্রাস্ফীতি, ট্যাক্স, বিনিয়োগ কিছু না বোঝা। ভাবা যে শুধু সেভিংস অ্যাকাউন্টই যথেষ্ট।

৭. জরুরি তহবিল না রাখা।
একটি দুর্ঘটনা, চাকরি হারানো বা অসুস্থতা পুরো ফাইন্যান্স ধ্বংস করে দেয়। তারপর আবার ঋণ বা অন্যের উপর নির্ভরতা।

৮. কমফোর্ট জোনে আটকে থাকা।
“আমি ব্যবসায়ী না” বা “ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ” এমন অজুহাত দিয়ে সুযোগ হাতছাড়া করা।

৯. স্বাস্থ্য ও শৃঙ্খলা অবহেলা।
খারাপ স্বাস্থ্য খরচ বাড়ায়, কাজের ক্ষমতা কমায়। শৃঙ্খলার অভাব টাকাপয়সার সিদ্ধান্তেও প্রভাব ফেলে।

১০. সম্পদ তৈরি না করা।
বছরের পর বছর চাকরি করে কিন্তু এমন কিছু তৈরি না করা যা প্যাসিভ ইনকাম দেয়। শুধু বেতনের উপর নির্ভর করে থাকা।

১১. স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া আসক্তি।
অবিরাম স্ক্রল করা সময়, মনোযোগ, এনার্জি নষ্ট করে। তুলনা, হিংসা ও হঠাৎ খরচ বাড়ায়। স্কিল বা সম্পদ গড়ার সময় নষ্ট হয়।

১২. দোষারোপ ও অজুহাত দেওয়া।
“সরকার খারাপ”, “সময় খারাপ”, “আমার ভাগ্য খারাপ” এমন দোষ চাপিয়ে নিজের দায়িত্ব না নেওয়া।(সংগ্ৰহকৃত)।

30/10/2025

🌿✨ ওপেন পোর্স? চিন্তা নেই! ত্বকের যত্নেই সমাধান 💧

মুখের ত্বকে ছোট ছোট গর্তের মতো দাগ দেখা দেয় যাকে বলে open pores — এতে ত্বক নিস্তেজ আর রুক্ষ দেখায় 😔
কিন্তু কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা অনেকটাই কমানো যায়👇

💚 প্রতিদিন মুখ পরিষ্কার রাখো (মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করো)
❄️ বরফ ঘষো দিনে ১–২ বার – ত্বক টানটান হয়
🌱 অ্যালোভেরা জেল বা শসার রস লাগাও – প্রাকৃতিকভাবে pores ছোট করে
🍋 লেবু-মধু প্যাক সপ্তাহে ২–৩ দিন
☀️ বাইরে বের হওয়ার আগে অবশ্যই Sunscreen ব্যবহার করো

আর হ্যাঁ, বেশি তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে পানি বেশি খাও 💦
ত্বক তোমার যত্ন চায়, ভালোবাসাও তেমন দাও 💚

জানতে হলে পড়ুন সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।মেয়েরা ১৫ এর আগেই।সেখানে আমরা মেয়েদের ...
25/08/2025

জানতে হলে পড়ুন
সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।
মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 -(সূরা নূর)❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয়।।
ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।

Address

Dhanmondi
Dhaka
1002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Core Productivity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category