Holy Tube Media

Holy Tube Media Enjoy your Life

18/04/2025
15/10/2024

যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

15/10/2024

অধিক পরিমান সম্পদ সুখ দিতে পারে না। যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারার মধ্যেই সুখ।

15/10/2024

আমাদের ও সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে পার্থক্য হল: সাহাবায়ে কেরাম শুধু জান্নাতই চাইতেন আল্লাহর কাছে; ব্যস এতটুকুই। তোমরা দুনিয়ার সবকিছু পেতে চাই, সাথে জান্নাতও।

15/10/2024

আগামীর নতুন পৃথিবী বিনির্মাণে করণীয়

15/10/2024

ইনশাআল্লাহ শীঘ্রই এই পেজে একটিভ হবো। নিয়মিত গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পাবেন।

পশ্চিমা মিডিয়াগুলো ইসলাম সম্পর্কে এত বেশি অপপ্রচার চালিয়ে আসছে যে, সেখানকার অনেকেই এ ধর্মকে একটি নিকৃষ্ট, নোংরা ও বর্বর ...
02/10/2023

পশ্চিমা মিডিয়াগুলো ইসলাম সম্পর্কে এত বেশি অপপ্রচার চালিয়ে আসছে যে, সেখানকার অনেকেই এ ধর্মকে একটি নিকৃষ্ট, নোংরা ও বর্বর ধর্ম বলে মনে করে। কোনো অমুসলিম সন্ত্রাস করলে এর সাথে কোনো ধর্মকে জড়ানো হয় না, অথচ দুনিয়ার যেকোনো প্রান্তে সাধারণ কোনো মুসলমানও যদি কিছু একটা করে, তবে দোষ হয় ইসলামের। মুসলমান পুরুষ মাত্রই সন্ত্রাসী, মুসলমান নারী মানে নির্যাতিতা, পুরুষের দাসী ইত্যাদি অপপ্রচার বছরের পর বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে। এত অপপ্রচারের পরেও পশ্চিমা সভ্যতা ও ইসলামবিদ্বেষী গণমাধ্যম সত্যের আলো থেকে মানুষকে দূরে রাখতে পারছে না। যারা সত্য-সন্ধানী তারা অভিভূত হচ্ছেন ইসলামের আলোকোজ্জ্বল সৌন্দর্যে। আর গ্রহণ করে নিচ্ছেন একমাত্র সত্য ধর্ম ইসলাম। প্রতিদিনই কোথাও না কোথাও কোনো অমুসলিম ইসলামের দাওয়াত কবুল করে বলছেন, “আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।” প্রতিনিয়ত এ মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

এমন লাখো কাহিনী থেকে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বময় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়গ্রহণকারী খ্যাতনামা নওমুসলিমদের আলোর পথে আসার ঈমানজাগানিয়া, চমকপ্রদ, মর্মস্পর্শী, মনোমুগ্ধকর, বিস্ময়কর ও অসাধারণ কাহিনী নিয়ে সংকলিত- ‘আধুনিক বিশ্বের নওমুসলিমদের ঈমানদ্বীপ্ত কাহিনী’ বইটি। যাদের মধ্যে রয়েছে বৈজ্ঞানিক, দার্শনিক, ধর্মযাজক-পাদ্রী, সাংবাদিক, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, অভিনেত্রী, নাস্তিক, অধ্যাপক, ডাক্তার, পাইলট ও রাষ্টদূতসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ।

তাদের ওই সব ঘটনাবলি একদিকে যেমন মুসলিম উম্মাহকে গভীর হতাশার মাঝেও আশার বাণী শোনায়, অন্যদিকে তা এক কঠিন বার্তাও বহন করে। বইটিতে সেই চিত্রটিই ফুটে উঠেছে।
একদিকে যেমন প্রচুর সংখ্যক অমুসলিম ইসলাম গ্রহণ করছেন এবং জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলছেন, অন্যদিকে অনেক মুসলিমকে ইসলামের বিধি-বিধান পালনে উদাসীন দেখা যায়। তাই মুসলিম-সমাজে জন্মগ্রহণ করেও যারা ইসলামের মূল্য অনুধাবনে সক্ষম হয়নি, তাদের উচিত বিশ্বের বিভিন্ন প্রান্তের নওমুসলিমদের ঈমান উদ্দীপক ঘটনাবলি ও ইসলামের প্রতি আনুগত্যপূর্ণ জীবন যাপন সম্পর্কে চিন্তা-ভাবনা করা। এটা ইসলাম সম্পর্কে তাদের চরম অবহেলা ও গভীর ঔদাসীনতা থেকে মুক্ত হতে সহায়তা করতে পারে।

আশা করি, বইটি পড়ে বাংলাভাষী পাঠক-পাঠিকারা জানতে পারবেন কীভাবে সারা দুনিয়াতে অমুসলিমরা সত্যকে কবুল করে নিচ্ছে।

সেই সাথে নওমুসলিমদের ঈমানী দৃঢ়তা, আল্লাহর প্রতি অটল আস্থা এবং দ্বীনের জন্য সব ধরনের ত্যাগ স্বীকারের প্রেরণার গল্পগুলো পাঠককে স্মরণ করিয়ে দেবে ইসলামের প্রথম যুগের কথা এবং উজ্জীবিত করবে ঈমানী চেতনায়, ঝরাবে অশ্রু, করবে অভিভূত, ঈমানকে করবে শাণিত, ঈমানের দেয়ালকে করবে সুদৃঢ় ।

--------------------------------------
বইঃ আধুনিক বিশ্বের নওমুসলিমদের ঈমানদীপ্ত কাহিনী
সংকলনেঃ নূর মুহাম্মদ বিন গাজী
পৃষ্ঠাঃ ৩০৪
বিক্রয় মূল্যঃ ২২০/-
প্রকাশকঃ কালের ধ্বনি
মুদ্রণঃ মাকতাবাতুল হেরা
বাংলা বাজার, ঢাকা

দেশের যেকোনো জায়গা থেকে ঘরে বসে বইটি পেতে এখনি অর্ডার করুন।

অর্ডার করতে কল করুন- 01830-862798

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Holy Tube Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share