Alvi Chowdhury

Alvi Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alvi Chowdhury, Digital creator, Dhaka.

Alvi Chowdhury is a Bangladeshi musical artist, Entrepreneur, Digital Marketer, Influencer & internet personality Who is Mostly known as a YouTuber rather than Musician.

🎯 আপনার সময়ই আপনার পুঁজি,  বিশেষ করে আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা বিজনেসম্যান হোন!  রাতের ৫ মিনিটের একটা অভ্যাস আপনার ...
20/05/2025

🎯 আপনার সময়ই আপনার পুঁজি, বিশেষ করে আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা বিজনেসম্যান হোন!

রাতের ৫ মিনিটের একটা অভ্যাস আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে চোখে পড়ার মতো।

🕰️ কেন রাতের পরিকল্পনা আপনার জন্য গেমচেঞ্জার?

📉 একজন বিজনেস অনার প্রতিদিন গড়ে নেয় হাজারো সিদ্ধান্ত —
ক্লায়েন্ট মিটিং, ইনভয়েস, কনটেন্ট ডেলিভারি, মার্কেটিং, টিম ম্যানেজমেন্ট…

📚 Harvard বলছে, আমরা দিনে প্রায় ৩৫,০০০টা সিদ্ধান্ত নেই!
সকালে উঠে "আজ কী করব?" ভাবলে আপনার মস্তিষ্কের অর্ধেক শক্তি সেখানেই শেষ হয়ে যায়।

📌 এর সমাধান?
রাতে ঘুমানোর আগে ৫ মিনিট সময় নিয়ে পরদিনের প্ল্যান তৈরি করুন।
📊 কী বলছে গবেষণা?

🔹 Cornell University:
রাতে টাস্ক লিখে রাখা মানুষরা দিনে ১৮–২৫% বেশি প্রোডাক্টিভ।

🔹 Sleep Foundation:
এই অভ্যাস ঘুমের মান ২৭% পর্যন্ত বাড়াতে পারে মানে আপনি শুধু কাজই না, ঘুমও ভালো পাবেন।

🚀 একজন ফ্রিল্যান্সার/বিজনেসম্যান হিসেবে আপনি কী পাবেন?

💡 Clarity:
কোন ক্লায়েন্টকে আগে ফলোআপ করবেন, কোন কাজের ডেডলাইন সামনে সব আগেই জানেন।

🧠 Mental Load কমে যায়:
দিন শুরু হয় “focus” দিয়ে, “panic” দিয়ে না।

📈 Consistency আসে:
আপনার প্রোডাক্টিভ রুটিন দেখে ক্লায়েন্টও বুঝে এই মানুষটা রিলায়েবল।

💵 Time = Income:
আপনার প্রতিটি ঘন্টা মানে ইনকাম।
তাই সময় অপচয় মানেই ইনকামের অপচয়!

✅ কিভাবে শুরু করবেন?

🕙 প্রতিদিন রাতে ৫ মিনিট সময় বের করুন
📝 একটা ছোট নোটবুক / অ্যাপ ব্যবহার করুন
📌 ৩টি টপ প্রাধান্য পাওয়া কাজ লিখুন
📆 টাইম ব্লক করুন কোন কাজ কখন করবেন
😴 ঘুমাতে যান নিশ্চিন্তে — কারণ আপনার মাথায় প্ল্যান আছে

🔧 Best Tools for Night Planning:

✅ Google Keep

✅ Notion

✅ TickTick

✅ Microsoft To-Do

✅ Note Book and Pen (Old But Gold)

🔥 শেষ কথা:

আপনি যত ব্যস্তই হোন, রাতের মাত্র ৫ মিনিট আপনাকে এনে দিতে পারে:

✅ স্ট্রাটেজিক দিন
✅ হাই লেভেল ফোকাস
✅ এবং সবচেয়ে বড় কথা; স্ট্রেস ফ্রি মাইন্ড

আমি নিজেও প্রতিদিন ঘুমানোর আগে নোটবুকে লিখে রাখি,
পরের দিন কী করব, কাকে ফলোআপ করব, কোন কাজ ডেলিভার করব।

এই একটা অভ্যাস আমার পুরো দিনটাকে রিলাক্স রাখে অনেকগুণ বেশি।

আপনি কি এখনো দিনের শুরুতে গেসওয়ার্ক দিয়ে চলছেন?
নাকি অলরেডি আপনি প্রোডাক্টিভ মানুষদের কাতারে? 💬

প্রোডাক্টের দামের ব্যাপারে পোস্টে সরাসরি লিখে দেওয়া উচিত কি না, তা অনেকটা আপনার ব্র্যান্ড পজিশনিং, টার্গেট অডিয়েন্স এবং ...
20/05/2025

প্রোডাক্টের দামের ব্যাপারে পোস্টে সরাসরি লিখে দেওয়া উচিত কি না, তা অনেকটা আপনার ব্র্যান্ড পজিশনিং, টার্গেট অডিয়েন্স এবং মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে।

✅ দাম লিখে দিলে যেসব সুবিধা হয়:
1. Trust Build হয়: দাম স্পষ্টভাবে দেওয়া মানে আপনি ট্রান্সপারেন্ট। এতে কাস্টমার বিশ্বাস করে।
2. ইনবক্স ঝামেলা কমে: “Price please” টাইপ ইনবক্স কমে যায়। অটো ফিল্টারিং হয়, যারা সিরিয়াস না তারা ইনবক্স করে না।
3. ফাস্ট ডিসিশন: দাম দেখে কাস্টমার দ্রুত ডিসিশন নিতে পারে।
4. কম্পিটিটিভ মার্কেটিং: আপনি বুঝতে পারেন কোন দামে কোন প্রোডাক্ট চলছে।



❌ দাম না লিখলে যেসব সুবিধা থাকে:
1. আপনার ফ্লেক্সিবিলিটি থাকে: কাস্টমারের সাথে কথা বলে দাম সেট করা যায় (বিশেষ করে যখন ডিজাইন বা কাস্টমাইজেশন ভেরি করে)।
2. Leads বাড়ে: অনেক কাস্টমার শুধু দাম জানার জন্য ইনবক্স করে, তখন আপনি তাদের সাথে আলোচনায় ঢুকতে পারেন।
3. প্রাইসিং কপি করার ভয় কমে: কম্পিটিটররা সহজে আপনার প্রাইসিং স্ট্র্যাটেজি বুঝে ফেলতে পারে না।



🤔 তাহলে করবেনটা কী?

👉 যদি আপনার টার্গেট অডিয়েন্স:
• মধ্যবিত্ত/পাশাপাশি দাম সচেতন মানুষ হয় — তাহলে দাম দেওয়া ভালো।
• প্রিমিয়াম/ব্র্যান্ড কনশাস/এক্সক্লুসিভ মার্কেট হয় — তাহলে দাম না দিয়ে “DM for price” বা “Price on inbox” রাখাই ভালো।



✅ স্মার্ট একটা সমাধান: হাইব্রিড পদ্ধতি
1. নতুন কালেকশন বা সেল অফার থাকলে দাম দিয়ে দিন।
2. প্রিমিয়াম বা কাস্টমাইজড প্রোডাক্টে ইনবক্সে দাম দিন।
3. পোস্টে রেঞ্জ দিন: যেমন — “Starts from ৩৫০০ টাকা” — এতে ট্রান্সপারেন্সিও থাকে, আবার সব বলা হয় না।



🎯 ব্যক্তিগত মত:

আপনি যদি ব্র্যান্ড ভ্যালু এবং প্রোডাক্ট কোয়ালিটিতে কনফিডেন্ট হন, তাহলে দাম লুকিয়ে রাখার দরকার নেই। ট্রান্সপারেন্সি এখন কাস্টমারদের কাছে অনেক বড় ফ্যাক্টর।

Free 'Skills' Coursesa.  Learn copywriting1. youtu.be/Pum2gV7N_9A2. youtu.be/9qZcT9I8W4g3. youtu.be/B13gAAcqrAc4. youtu....
21/04/2025

Free 'Skills' Courses
a. Learn copywriting
1. youtu.be/Pum2gV7N_9A
2. youtu.be/9qZcT9I8W4g
3. youtu.be/B13gAAcqrAc
4. youtu.be/UfCgUv8-HlI
5. youtu.be/LU4gHGdYDI0
b. Learn photography
1. youtu.be/yhAmMUi2NmM
2. youtu.be/LxO-6rlihSg
3. youtu.be/V7z7BAZdt2M
c. Learn video editing
1. youtu.be/y7Ci_H9bYEk
2. youtu.be/oC3gXr1s_aU
3. youtu.be/ZQDGJn89uNk
4. youtu.be/MqwlW76sFCM
d. Learn to proofread
1. youtu.be/Up3WZJn4OpQ
2. youtu.be/sNbi3h7Ucr0
3. youtu.be/pYb7p0DiVMI
4. youtu.be/14pgya2Xl8o
e. Learn transcription
1. youtu.be/bltDLL6-CbQ
f. Learn public speaking
1. youtu.be/i5mYphUoOCs
2. youtu.be/dHAbmoFHqgA
3. youtu.be/7tzentBmmUc
4. youtu.be/k8GvTgWtR7o
g. Learn digital marketing
1. youtu.be/hiEb1m7CXH4
2. youtu.be/BjRmz6rO9SQ
g. Learn digital marketing
1. youtu.be/hiEb1m7CXH4
2. youtu.be/BjRmz6rO9SQ
h. Learn web development
1. youtu.be/Q33KBiDriJY
2. youtu.be/zAfLvFHKUS0
I. Learn graphic designing
1. youtu.be/9QTCvayLhCA
2. youtu.be/k0EyAs9Q4NI
j. Learn game development
1. youtu.be/wKNyTvImeqY
2. youtu.be/6luTavBJ3gw
k. Learn software development
1. youtu.be/zOjov-2OZ0E
2. youtu.be/cYXkNOeKXQM
l. Learn affiliate marketing
youtu.be/ZnKQlGpVWpE
youtu.be/ZjhZ7vCl3HQ
youtu.be/mzBHq9BK6i4
m.Learn dropshipping
youtu.be/fMt3kv1vc_A
youtu.be/rqGNDT_utao

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —  ১...
19/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

16/04/2025

ChatGPT is FREE (𝗖𝗼𝗻𝘁𝗲𝗻𝘁 & 𝗔𝘂𝘁𝗼𝗺𝗮𝘁𝗶𝗼𝗻)
CapCut is FREE (𝗩𝗶𝗱𝗲𝗼 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 & 𝗦𝘂𝗯𝘁𝗶𝘁𝗹𝗲𝘀)
Ideogram is FREE (𝗜𝗺𝗮𝗴𝗲 𝗚𝗲𝗻𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 & 𝗧𝗲𝘅𝘁)
Perplexity is FREE (𝗥𝗲𝗮𝗹-𝗧𝗶𝗺𝗲 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵)
Gamma is FREE (𝗔𝗜 𝗣𝗿𝗲𝘀𝗲𝗻𝘁𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗶𝗻 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱𝘀)
Notion is FREE (𝗣𝗿𝗼𝗱𝘂𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝘆 & 𝗧𝗲𝗮𝗺 𝗪𝗼𝗿𝗸)
Suno is FREE (𝗖𝗼𝗽𝘆𝗿𝗶𝗴𝗵𝘁-𝗙𝗿𝗲𝗲 𝗔𝗜 𝗠𝘂𝘀𝗶𝗰)
WiFi is FREE

You don’t need a budget. You need ex*****on.
These tools are the shortcut 99% of people are sleeping on.

🔥 STOP SCROLLING. LISTEN UP! 🔥আপনার failure একটা OPTION, but giving up? Nah, that’s a CHOICE.🚀 আজ যদি move না করেন, কাল ...
20/02/2025

🔥 STOP SCROLLING. LISTEN UP! 🔥

আপনার failure একটা OPTION, but giving up? Nah, that’s a CHOICE.
🚀 আজ যদি move না করেন, কাল আফসোস করবেন।
This is your sign— TAKE ACTION.
✅ Start that business
✅ Launch that idea
✅ Build that skill

Done > Perfect ~ Move first, master later.
📌 Comment “START” if you’re DONE waiting & READY to take action!

💥 Bro, কি করো?Same old life? Same old excuses?Money কম? Skills নেই? Opportunity নাই?🚀 একটাই truth ~ You don’t FIND time,...
20/02/2025

💥 Bro, কি করো?
Same old life? Same old excuses?
Money কম? Skills নেই? Opportunity নাই?
🚀 একটাই truth ~ You don’t FIND time, you MAKE time.
🔥 রাত জেগে Netflix না দেখে, নিজেকে LEVEL UP করো।
🔥 Scrolling না করে, কিছু শেখো।
🔥 Overthinking না করে, START করো!
No more waiting. No more excuses.

Comment “GAME ON” if you’re ready to change your life.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Alvi Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alvi Chowdhury:

Share