সেরকম Fun

স্পেশাল মুরগী,২/১ টা শিয়ালকে মেনশন করুন।ছবিঃ কালেক্টেড।
18/09/2025

স্পেশাল মুরগী,
২/১ টা শিয়ালকে মেনশন করুন।

ছবিঃ কালেক্টেড।

🥱🥱
18/09/2025

🥱🥱

14/09/2025

বহুদিন পরে দেশে বৃষ্টি বলয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষন চলছে।

এই ধারাবাহিকতা চলতে পারে ১৯ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে।

অন্যদিকে সবার চোখ ফাঁকি দিয়ে গোপনে দেশ থেকে পালিয়েছে ভ্যাপসা গরম।এই মুহূর্তে দেশের আকাশ মেঘের দখলে রয়েছে।

ফলে দেশে আজকে ভ্যাপসা গরমের উপস্থিতি নাই বললেই চলে।বৃষ্টি বলয়ের আগমন উপলক্ষে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া আরামদায়ক থাকতে পারে। কিন্তু বৃষ্টি বলয় বিদায় নিলেই সে আবারো চট করে দেশে ঢুকে পরবে এবং আবারো দেশের মানুষকে কষ্ট দিবে।

তবে দীর্ঘদিন পরে বৃষ্টি বলয় আসায় সবাই খুশি হলেও এতটাও খুশি হওয়ার দরকার নেই।কারন কিছুকিছু স্থানে ভারী বর্ষনের কারনে ভূমিধস থেকে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতেপারে।
হতেপারে ফসলের ক্ষতি।

যাই যাদের অতিবৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নোটঃ বৃষ্টি বলয়ে কিছুকিছু স্থানে আপডেট এর বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ।

★যাদের দৈনন্দিন জীবনে কাজের জন্য সবসময় আবহাওয়ার আপডেট প্রয়োজন তারা স্পেশাল আপডেট সবার আগে পেতে আমাদের পেইড অ্যাপ ব্যবহার করে সার্ভিস নিতে পারেন।অ্যাপের লিংক কমেন্টে দেওয়া হলো।

ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

06/09/2025

"Before you start anything,learn how to finish it."

ইনি সেই রাজবাড়ীর নুরা পাগল।যাঁর লাশ কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।লোকটা কেমন ছিলেন—সেটা আমি জানি না।মাজার ভেঙ...
06/09/2025

ইনি সেই রাজবাড়ীর নুরা পাগল।
যাঁর লাশ কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
লোকটা কেমন ছিলেন—সেটা আমি জানি না।

মাজার ভেঙে দিলে মেনে নেওয়া যেতো।
কিন্তু একটি লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা—
এ কেমন মুসলমানি কাজ?
আমার বোধগম্য হয় না।

কবর দেওয়ার পর মৃত ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যান।
তাঁর বিচার করার দায়িত্ব মহান রবের হাতে অর্পিত থাকে।
তাহলে তাঁকে কবর থেকে তুলে এই নৃশংসতা চালানো—
কোথা থেকে ন্যায়সঙ্গত হলো?

সময় উত্তর দেবে।
মনে রেখো—
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।

02/09/2025

🇺🇸: winter is coming
🇧🇩: biyer season

প্রাণ থাকলেই প্রাণী হয়,তবে গাজাবাসীরাকি মানুষ নয়।ইজরাইলের পক্ষে থাকা অস্ট্রেলিয়া মনুষত্ব দেখাতে আসছে.
02/09/2025

প্রাণ থাকলেই প্রাণী হয়,
তবে গাজাবাসীরাকি মানুষ নয়।
ইজরাইলের পক্ষে থাকা অস্ট্রেলিয়া মনুষত্ব দেখাতে আসছে.

01/09/2025

গরিবের আবার চিঠি দিবস, সিম কোম্পানি থেকে ডেইলি মেসেজ আসে এটাই অনেক!😮‍💨

31/08/2025

আমাদেরও থালা বাটি বিজয় ছিলো! 🙂

চীন সফরে যাচ্ছেন নরে,ন্দ্র মোদি....!শেখ হাসি*নার শেষ বিদেশ সফর ছিল চীন। জিয়া*উর রহমানের শেষ বিদেশ সফর ছিল চীন।ক্ষমতাচ্যু...
31/08/2025

চীন সফরে যাচ্ছেন নরে,ন্দ্র মোদি....!
শেখ হাসি*নার শেষ বিদেশ সফর ছিল চীন।
জিয়া*উর রহমানের শেষ বিদেশ সফর ছিল চীন।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে এর*শাদের শেষ বিদেশ সফর ছিল চীন।
ক্ষমতাচ্যুত হওয়ার আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইম*রান খানের শেষ বিদেশ সফর ছিল চীন।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে শ্রীলংকার রাজাঁ*পাকশেরও শেষ বিদেশ সফর ছিল চীন..!

শুভকামনা রইলো পিও!

Address

Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when সেরকম Fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category