15/07/2025
আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত ড. আ ছ ম তরিকুল ইসলাম স্যারের ২ টি গুরুত্বপূর্ণ বই, র্অডার করুন : 01875-246455
1. হারাম উপার্জন ইবাদত কবুল ও জান্নাত প্রাপ্তির অন্তরায়
পৃষ্ঠা সংখ্যা: ২৩২ টি, মুদ্রিত মূল্য: ২৯০ টাকা, বোর্ড বাধাই।
লেখক : প্রফেসর ড. আ. ছ.ম তরীকুল ইসলাম (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুস্টিয়া)
2. নান্দনিকতায় চির ভাস্বর : ইসলাম আমাদের গৌরব
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮ টি, মুদ্রিত মূল্য: ৩৩০ টাকা, বোর্ড বাধাই।
লেখক : প্রফেসর ড. আ. ছ.ম তরীকুল ইসলাম (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুস্টিয়া)
নান্দনকিতায় চরি ভাস্বর : ইসলাম আমাদরে গৌরব
লখেক : ড. আ. ছ. ম. তরকিুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮টি
মুদ্রতি মূল্য: ৩৩০ টাকা, র্বোড বাধাই।
র্অডার করুন : 01875-246455
সংক্ষপ্তি রিভিউ :
সভ্যতা-সংস্কৃতি, ধর্মচর্চা ও স্বকীয়তা নিয়ে টিকে থাকার জন্য আত্মসম্মানবোধ একটি জাতি ও উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যারা অপমান-অপদস্থপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত, পরাধীনতার গ্লানি মাখা জিঞ্জির তাদের পিছু ছাড়ে না। লাঞ্ছনা-গঞ্জনা হয় তাদের নিত্যদিনের সাথি। দাসত্ব গ্রহণের মন-মানসিকতা তাদের ওপর জেঁকে বসে আচ্ছামতো। কথায় কাজে, চালচলনে, আচার-আচরণে তারা অন্য জাতির অনুকরণ প্রিয় হতে ভালোবাসে। নিজের ধর্মীয় পরিচয়টুকু দিতেও তারা লজ্জাবোধ করে। মানুষ সমাজ থেকে আড়ালে থাকতে তাদের ভালো লাগা শুরু হয়। লোকচক্ষুর অন্তরাল হয় তাদের বিচরণের ক্ষেত্র। ‘পাছে লোকে কিছু বলে’ এমন একটি শঙ্কাবোধ তাদেরকে গুটিয়ে থাকতে বাধ্য করে। তারা বেঁচে আছে বটে, তবে মড়ার মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। অথবা শিয়াল কুকুরের মতোই তারা বেঁচে থাকে। তাদের যেনো জীবন থেকেও নেই। তারা মরার বহু আগেই যেনো মারা গেছে। তাদের অস্তিত্ব থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এক সময়ে অর্ধ জাহানের দাপটে শাসক মুসলিমদের অনেকেই আজ এই রোগে আক্রান্ত। যারা গর্দান গেলেও আমামা দিতো না, জীবন গেলেও অপমান-অপদস্থ ও লাঞ্ছনা-গঞ্জনাকে সহ্য করতো না, তারা আজ ভেড়ার দলে পরিণত হয়েছে। অন্যের সামনে মুসলিম বলে পরিচয় দিতে তারা কুণ্ঠিত হয়। ইসলামের বিধিবিধান পালন করতে তারা লজ্জা পায়। অন্যে আবার তাকে পশ্চাৎপদ ভাবে কিনা, এ চিন্তা করে ইসলামী কৃষ্টি কালচার থেকে যোজন যোজন দূরে থাকতে ভালোবাসে। পাছে আবার সাম্প্রদায়িকতার ট্যাগ কোনো ভাবেও যাতে গায়ে না লাগে, সে জন্য ইসলামী বিধি-বিধান থেকে দূরত্ব বজায় রেখে চলাকে তারা সব সময় পছন্দ করে। এটি প্রকৃত মুসলিমদের সাথে কোনোভাবেই যায় না। এ উম্মাহকে এমন একটি অনাকাক্সিক্ষত দম বন্ধ হওয়া পরিবেশ থেকে আত্মসম্মান নিয়ে জাগিয়ে তোলার দামামা বাজাতেই মূলত আমাদের এই ছোট্ট গ্রন্থটি। আসলে কালজয়ী চৌকস ইসলাম সদাসর্বদা অপমান-অপদস্তের জঘন্য জীবনকে প্রত্যাখ্যান করে। আত্মসম্মান নিয়ে সিংহের মতো বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। অপমান-অপদস্তের গ্লানি মুছে ফেলে আত্মসম্মান নিয়ে বুক ফুলিয়ে বাঁচতে সাহস জোগায়। ‘আমি মুসলিম, ইসলামই আমার গৌরব। ইসলামই আমার অহংকার। আমি বাঁচলে ইসলাম নিয়ে বাঁচবো, আর মরলে ইসলাম নিয়ে-ই মরবোÑ এমন এক দৃঢ় প্রত্যয় নিয়ে সসম্মানে বেঁচে থাকতে ইসলাম মুসলিমদেরকে অনুপ্রাণিত করে। সেই শাশ্বত সত্যটি তুলে আনাই হচ্ছে, এ বইটির মূল উদ্দেশ্য। এজন্যই গ্রন্থটরি নাম দওেয়া হয়ছে-ে ‘নান্দনিকতায় চির ভাস্বর : ইসলাম আমাদের গৌরব’। হার্ড কভার বাঁধাই ও আকর্ষণীয় প্রচ্ছদে ২৮৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩৩০ টাকা।