Story of Abdullah

Story of Abdullah Reverted Muslim | Sharing thoughts, stories, and soulful moments.

“পৃথিবীর একগুচ্ছ মৃত ঘাসের মতো — একদিন সবুজ ছিলাম।”🌻

Healing. Growing. Believing.🌿

14/08/2025

পোষ্টটি যেহেতু আপনি পড়ছেন তাঁর মানে আপনি আমার একজন সম্মানিত এক্টিভ ফ্রেন্ড, জানতে পারি আপনি কোন যায়গা থেকে যুক্ত আছেন?🌻

13/08/2025

ভুল মানুষকেও ধন্যবাদ দিন, তারা আসলে আমাদের শিক্ষা দেয়!🤍

মানুষ যা হারায়, তা নাকি বহু গুণে ফিরে! বহু গুণে ফেরার দরকার নেই; যতটুকু প্রাপ্য ছিল, ততটুকু ফিরুক!🖤
13/08/2025

মানুষ যা হারায়, তা নাকি বহু গুণে ফিরে! বহু গুণে ফেরার দরকার নেই; যতটুকু প্রাপ্য ছিল, ততটুকু ফিরুক!🖤

05/08/2025

যা অপ্রাপ্তি ছিল তা ভাগ্যক্রমে আবার ফিরুক সঠিক সময়ে অপেক্ষার পরিবর্তে!🖤

04/08/2025

“Revenge of Nature” বলতে একটা ব্যাপার আছে।
যাকে অনেকেই 'Law of Karma' বলে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে, প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র৷
কেউ আপনার জন্য যা করতে পারতো ওটা না করে উল্টা আপনাকে Blame Game ফেলে দিলো যে আপনি ওটা করেন নাই, আপনাকে বাজে কথা বলেছে, মিথ্যা বলেছে আপনাকে নিয়ে,অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত!
করুক না! জরুরী না যে সব গুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবেকিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না

04/08/2025

দুঃখ আর কয়দিন থাকে, একদিন সব সয়ে যায়!

Reall..🎀
03/08/2025

Reall..🎀

01/08/2025

রাত পেরিয়ে সকাল হলে সেই রাতের খবর‌ই কেউ জানে না!সেখানে জীবনের সব এক্সপেক্টেশন রেখে দেওয়া অমূল্য নয়!

01/08/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ 🤍

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত...
31/07/2025

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।

একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়— মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।

অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার, না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপণ।
“অতএব,তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”
(সূরা: আর রহমান,আয়াত-১৩)

সংগৃহীত😐

30/07/2025

'সরলতার প্রতিমা' গানটা যে কারো জন্য গাইবেন না। 'তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশি যখন দেখি না' লাইনটা সবার জন্য উৎসর্গ করবেন না। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর 'খুব কাছে এসো না' কবিতাটিও সবাই প্রাপ্য নয়। কিংবা রবীন্দ্রনাথের 'নয়ন তোমারে পায় দেখিতেও' সবার জন্য নয়।

সবাই সবকিছুর প্রাপ্য হয় না। জীবনের আসা ভুল মানুষগুলোর জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে নেই। কিছু গান,কিছু কবিতা, কিছু অনুভূতি শুধু নির্দিষ্ট একজন মানুষের জন্য তুলে রাখুন। যেই মানুষটা আপনার এই সুন্দর জিনিসগুলোর মূল্য দিতে পারবে।🌿

এ শহর জাদুর শহর। 😊🌿
30/07/2025

এ শহর জাদুর শহর। 😊🌿

Address

Jamalpur Chak
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Story of Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story of Abdullah:

Share