26/07/2023
🔲 আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরী খেয়ে শুক্র এবং শনিবার অথবা শনি এবং রবিবার, এই ২ দিন পবিত্র আশুরার রোজা রাখতে হবে ইন শা আল্লাহ। আর ১০ই মুহাররম শনিবার দিনটি হচ্ছে পবিত্র আশুরার দিন।
🔸 আশুরার রোজার ফজিলত হচ্ছে- আশুরার রোজার বরকতে মহান আল্লাহ তা'য়ালা পূর্বের ১ বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন ইন শা আল্লাহ। [সহীহ মুসলিম- ২৬৩৬]
⭕ আসসালামু_আলাইকুম_আগামীকাল_বৃহস্পতিবার
♢ ২৭ শে জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ
♢ ০৮ ই মুহাররম ১৪৪৫ হিজরি
● তাহাজ্জুদ শুরু - ৮:০৭ থেকে, উত্তম সময় শুরু - ১:০০
● সাহরী ও তাহাজ্জুদ শেষ - ৩:৫৯
● ফজর শুরু - ৪:০৩ / ফজর শেষ - ৫:২৫
● সূর্যোদয় - ৫:২৬
🚫 নিষিদ্ধ সময় - ৫:২৬~৫:৩৯ (সর্বোচ্চ ১৫ মিনিট)
● এশরাক - ৫:৪০~১২:০২ (প্রথম দিকে পড়াই উত্তম)
● চাশত - ৬:৩০~১২:০২
🚫 নিষিদ্ধ সময় - ১২:০৩~১২:০৭
● যাওয়াল - ১২:০৮~১২:৩৮
● যোহর শুরু - ১২:০৮ / যোহর শেষ - ৪:৪৩
○ আসর শুরু - ৩:২৯ / আসর শেষ - ৬:৪৩ (শাফেয়ী)
● আসর শুরু - ৪:৪৪ / আসর শেষ - ৬:৪৩ (হানাফী)
🚫 নিষিদ্ধ সময় - ৬:৩৮~৬:৪৩
● সূর্যাস্ত - ৬:৪৪
● ইফতার - ৬:৪৭
● মাগরিব শুরু - ৬:৪৭ / মাগরিব শেষ - ৮:০৬
● ইশা শুরু - ৮:০৭ / ইশা শেষ ৪:০০
⭕ বিঃদ্রঃ- উক্ত সময়সূচি শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য
৹
৹
🚫 এর সাথে যেসব জেলায় যোগ করে নিতে হবে-
৹
৹
■ গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা - ১ মিনিট
■ টাঙ্গাইল, বাগেরহাট, জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ - ২ মিনিট
■ ফরিদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইল, খুলনা - ৩ মিনিট
■ মাগুরা, রাজবাড়ি, পাবনা - ৪ মিনিট
■ কুষ্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা - ৫ মিনিট
■ নিলফামারী, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, গাইবান্ধা - ৬ মিনিট
■ রাজশাহী, বগুড়া, মেহেরপুর, লালমনিরহাট - ৭ মিনিট
■ চাপাইনবাবগঞ্জ, নওগা, নাটোর, জয়পুরহাট - ৮ মিনিট
■ দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় - (সাহরী - ৩ মি & ইফতারী- ১১ মি)
৹
৹
🚫 যেসব জেলায় বিয়োগ করে নিতে হবে-
৹
৹
■ নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুর - ১ মিনিট
■ কিশোরগঞ্জ, পটুয়াখালি, ভোলা, লক্ষীপুর - ২ মিনিট
■ নেত্রকোনা, কুমিল্লা, বিবাড়িয়া - ৩ মিনিট
■ নোয়াখালী, ফেনী, সুনামগঞ্জ, হবিগঞ্জ - ৪ মিনিট
■ কক্সবাজার, সিলেট, মৌলভী বাজার - ৬ মিনিট
■ চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন - ৭ মিনিট
________________________________________________
⭕ ইশরাকের নামাজ সূর্যোদয়ের ১০-১৫ মিনিট পর ২ রাকাত করে মোট ৪ রাকাত আদায় করতে হয়। আর চাশতের নামাজ সূর্যোদয়ের ১-১.৫ ঘন্টা পর সূর্য যখন প্রখরভাবে তাপ দেওয়া শুরু করে তখন ৪-৮ রাকাত আদায় করা উত্তম। তবে ইশরাক এবং চাশতের নামাজ যোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্তও আদায় করা যাবে।
🔲 আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় একটি আমল। তাই পুরুষেরা জামাতের সহিত নামাজ আদায় করবেন এবং মহিলারা ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই নামাজ আদায় করে নিবেন। এক্ষেত্রে আযানের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।
⭕ বিঃদ্রঃ ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই নামাজ আদায় করবেন না অথবা ইচ্ছাকৃতভাবে একবারে ওয়াক্তের শেষ সময়ে গিয়েও নামাজ আদায় করবেন না, সাহরী খাবেন না।
🔸 অধিক সতর্কতার জন্য ওয়াক্ত শুরু হওয়ার কমপক্ষে ৪-৫ মিনিট পর এবং ওয়াক্ত শেষ হওয়ার ৪-৫ মিনিট পূর্বেই নামাজ আদায় করে নিবেন এবং সাহরী খেয়ে নিবেন,কারন ঢাকা জেলার সময় সূচির সাথে যোগ বিয়োগ করার ফলে অন্যান্য জেলার সময়সূচী ১০০% সঠিক নাও হতে পারে।
🔲 প্রতিদিন মধ্যরাতে ৪-৮ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত এশার নামাজের পর [বেতের নামাজের পূর্বে] ২-৪ রাকাত নফল নামাজ আদায় করুন। তাহলে সেটাও আপনার জন্য তাহাজ্জুদ বলে গন্য হয়ে যাবে ইনশাআল্লাহ [দারেমী ১৬৩৫]