
07/08/2025
🕯️ ১১টি বছর পেরিয়ে...
শুরু হল ১২তম অধ্যায়...
সময় সত্যিই দ্রুত চলে যায়...
আজ চাকরিজীবনের ১১ বছর পূর্ণ করে পা রাখলাম ১২তম বছরে।
২০১৪ সালের ৭ আগস্ট, জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে যোগদানের মধ্য দিয়ে।
এই ১১ বছরের পথচলা শুধু চাকরি ছিল না — ছিল দায়িত্ব, ছিল মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, ছিল অনেক অভিজ্ঞতা, অনেক আত্মত্যাগ।
🔥 প্রতিটি মুহূর্ত শিখিয়েছে — মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সম্মান।
🔹 আজ, এই যাত্রার ১১ বছর পূর্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করছি—
➡️ আল্লাহর কাছে, যিনি আমাকে সুস্থ ও নিরাপদ রেখেছেন
➡️ সহকর্মীদের প্রতি, যাঁরা প্রতিটি মুহূর্তে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে
➡️ পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁদের ভালোবাসা ছিল আমার সবচেয়ে বড় শক্তি
🎯 ১২তম বছরে পা রেখে একটাই অঙ্গীকার:
দায়িত্বে অবিচল থাকা.......
সততায় অবিচল থাকা......
দেশ ও মানুষের পাশে থাকা
🧯 অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগে ও দুঃসময়ে - সবার আগে, সবার পাশে ছিলাম, আছি, থাকব।
আলহামদুলিল্লাহ, এই সম্মানিত দায়িত্বের অংশ হতে পারায় গর্বিত।
#১১বছরের_যাত্রা
#ফায়ারসার্ভিস_ডায়েরি
#চাকরিজীবনের_অধ্যায়
#ভয়কে_পেছনে_রেখে
#দেশের_জন্য_মানুষের_জন্য
#মানবতার_সেবায়
#ফায়ারসার্ভিস #চাকরিজীবন #১১বছরের_পথচলা #দেশের_জন্য #সম্মান #সততার_সাথে #জীবনের_গর্ব #আলহামদুলিল্লাহ