28/09/2025
আসন্ন শারদীয় দূর্গা পূজার ২০২৫ উপলক্ষে পূজা মন্ডপ সমূহের সর্বোচ্চ নিরাপত্তা শান্তিপূর্ণ উদযাপন করতে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপির কতৃক বিশেষ টহল ও নজরদারি।
চীফ রিপোর্টার:মোঃ মৃদুল শাহারিয়ার পিয়াস : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষ কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন নিশ্চিত করতে আজ ২৭/০৯/২৫ ইং রোজ শনিরার রাত ০৮:০০ ঘটিকায় পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন সিপন ও সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু।
ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন শিপন ও সাধারণ সম্পাদক মোঃ ওমর টিটু এবং সকল নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের নিরাপদ,শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সকলকে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন সিপন ও সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু বলেন, ধর্মীয় উৎসব হোক শান্তি সম্প্রতি ও আনন্দের প্রতীক। আসন্ন শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নিরাপদ, নির্ভয়ে,শান্তিপূর্ণ ও আনন্দের সাথে সম্পন্ন হয়— এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সকল নেতৃত্ব বৃন্দরা সর্বদা বিশেষভাবে নিরাপত্তা ও নজরদারির চেষ্টা করবেন বলে জানান।
ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু আরও বলেন, “আমাদের ওয়ার্ডের বেশ কিছু এলাকায় একই পাশাপাশি মসজিদ ও মন্দির অবস্থিত। এখান থেকেই বোঝা যায়— আমরা কতটা মিলেমিশে, একই বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে বসবাস করি।”
ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সকল নেতৃবৃন্দরা জানান, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সকলে একসঙ্গে মিলেমিশে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দের মাঝে গড়ে তুলতে হবে।
অতঃপর, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন শিপন ও সাধারণ সম্পাদক মোঃ ওমর মোতালেব টিটু এবং ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সকল নেতৃত্ববৃন্দরা স্থানীয় বাসিন্দা ও পূজা কমিটির সকল নেতৃত্ববৃন্দের আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।