Islami Andolon Bangladesh

Islami Andolon Bangladesh আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এসো তরুণ দলে দলে, আল-কোরআনের ছায়াতলে

02/11/2025

পীরের দরবারে যত গরু যায় ওদের ডাকে তত কর্মীও নাই। ভাড়া করে পরে অন্য দলের লোক এনে প্রোগ্রাম করতে হয়।

02/11/2025
জামায়াতের পুন: নির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাই এর শুভেচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল...
02/11/2025

জামায়াতের পুন: নির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাই এর শুভেচ্ছা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুন: নির্বাচিত আমীর ডাক্তার শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।

আজ ২ নভেম্বর, রবিবার এক বিবৃতিতে বলেন, ডাক্তার শফিকুর রহমান তার দ্বীনি জজবা ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব জামায়াতে ইসলামী ও দেশের জন্য কল্যাণের বাহণ হবে বলে আমি বিশ্বাস করি।

বয়সের বাঁধাকে উপেক্ষা করে তিনি যে উদ্যোমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন তার মধ্যে আগামীর বাংলাদেশের জন্য শুভ বার্তা রয়েছে। আমি তার সুস্থ্যতা কামনা করি এবং আমীরের দায়িত্বে পালনে আল্লাহর রহমত ও দয়া তার সঙ্গী হোক সেই প্রত্যাশা করি।

পুনরায় আমীর নির্বাচিত হওয়ায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জন্য রইল শুভকামনা
02/11/2025

পুনরায় আমীর নির্বাচিত হওয়ায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জন্য রইল শুভকামনা

02/11/2025
01/11/2025

ঝিনাইদহের সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সরকারি সার-বীজ উদ্ধারের নাটক সাজিয়ে 'মব সৃষ্টি'র প্রতিবাদ

সম্মানিত সাংবাদিকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের নামে স্থানীয়ভাবে 'মব সৃষ্টি' করে অপপ্রচার চালানো হয়েছে। স্থানীয় কৃষকদের মাঝে বিতরণের উদ্দেশ্যে সার ও বীজগুলো সেখানে রাখা হয়েছিল।

উপরোক্ত সার-বীজগুলো উপজেলা থেকে ৩০ জন প্রকৃত কৃষককে দেয়া হয়েছে। বীজগুলো তারা বাসায় নিয়ে গেছে এবং রাত হয়ে যাওয়ার কারনে সারগুলো ইউনিয়ন অফিসে রেখে যায় পরের দিন নিয়ে যাওয়ার কথা ছিলো।

তবে শুক্রবার রাত্রে স্থানীয় বিএনপির কিছু 'কুচক্রী নেতার যোগসাজশে' মধ্যরাতে কিছু স্থানীয় সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াত কর্মীদের অসততা প্রমাণের জন্য মব সৃষ্টি করে সার উদ্ধারের নাটক তৈরি করেছে। এই ঘটনা গণমাধ্যমেও সমানভাবে প্রচারিত হচ্ছে আমরা এর জোর প্রতিবাদ করছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। যেই সংগঠন সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যে সুরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের নেতৃত্বে বিএনপি'র কিছু সন্ত্রাসী লোকজন আওয়ামী ফ্যাসিস্টদের সাথে নিয়ে এই মব তৈরী করেছে। যারা এই মব তৈরী করেছে তারা নিজেরাই জনগনের সম্পদ চুরি করে আত্মসাৎ করে। যার অনেক দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে। যারা চাদাবাজি, জবরদখল, লুট-তরাজ, জুলুম-অত্যাচারসহ নানা অপকর্মে লিপ্ত, তারাই জামায়াতের বিরুদ্ধে এইসব ভূয়া অপবাদ দিচ্ছে, এটা হস্যকর ছাড়া আর কিছুই হতে পারেনা।

পরিমাণ নিয়ে বিতর্ক :
বিভিন্ন গণমাধ্যমে 'বিপুল পরিমাণ' সার ও বীজ উদ্ধারের কথা প্রচারিত হলেও, মাত্র সাত প্যাকেট সরিষার ও মসুরির বীজ এবং চার বস্তা সার সেখানে রেখে গিয়েছিলো কৃষকরা এবং রাত হয়ে যাওয়ার কারনে পরের দিন তাঁরা নিয়ে যাবে।

৫ আগস্ট ২০২৪ পরবর্তী জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরী হয়েছে। যার কারনে সূরাট ইউনিয়নের বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজে নিয়োজিত লোকেরা আদর্শিকভাবে জামায়াতকে মোকাবেলা করতে না পেরে ভিন্ন পন্থায় জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গতকালকে সুরাটের এই ঘটনা তারা ঘটিয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পরিশেষে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আমানতদার সংগঠন। যার অসংখ্য নজির সমাজ ও রাষ্ট্রে বিরাজমান। জনগণের আমানত জামায়াতের কাছে নিরাপদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিমাসে মানবতার কল্যানে লক্ষ-লক্ষ টাকা খরচ করে থাকে। সামান্য এই কয় টাকার মাল আত্মসাৎ করবে এটা একেবারেই হাস্যকর।

01/11/2025

গণভোটে জন্ম নেয়া বিএনপির গণভোটে বিরোধিতা কেন?

01/11/2025
01/11/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islami Andolon Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share